ETV Bharat / state

WBSEDCL Workers Attacked : বকেয়া বিদ্যুৎ বিল, সংযোগ বিচ্ছিন্ন করতে আসা কর্মীদের পিটিয়ে গ্রেফতার এক - One arrested in Chunchura for attacking on duty WBSEDCL Workers

লাঠি, লোহার রড দিয়ে বিদ্যুৎকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ । ঘটনার পর তিন কর্মী পালিয়ে যান । দুই কর্মীকে আটকেও রাখে গ্রামবাসী । কর্মীদের মারধরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে (One arrested in Chunchura for attacking on duty WBSEDCL Workers)।

Hooghly Chunchura News
বকেয়া বিদ্যুৎ বিল, সংযোগ বিচ্ছিন্ন করতে আসা কর্মীদের পিটিয়ে গ্রেফতার এক
author img

By

Published : Mar 22, 2022, 10:17 AM IST

চুঁচুড়া, 22 মার্চ : বকেয়া তিনমাসের বিদ্যুৎ বিল ৷ দফতর থেকে একাধিকবার রিমাইন্ডার দেওয়ার পরেও বিলের টাকা বকেয়াই রয়ে গিয়েছিল ৷ নিয়মমাফিক চুঁচুড়া থানার দেবানন্দপুর পঞ্চায়েতে অভিজিৎ পালের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিলেন বিদ্যুৎকর্মীরা ৷ কিন্তু কর্তব্য পালন করতে গিয়ে চূড়ান্ত বাধার সম্মুখীন হওয়ার পাশাপাশি আক্রান্ত হতে হল বিদ্যুৎকর্মীদের ৷ স্থানীয়দের সঙ্গে নিয়ে বিদ্যুৎকর্মীদের পেটালেন অভিজিৎ পাল (WBSEDCL Workers Attacked in Chunchura) ৷

অভিযোগ, প্রথমে কর্মীদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধা দেওয়া হয় ৷ এরপর বিদ্যুৎ দফতরের গাড়ির চাবি কেড়ে নেওয়া হয় । পালটা অভিজিৎ পালের দাবি, ইতিমধ্যেই অনলাইনে বিল জমা করেছেন তিনি । অথচ বিদ্যুৎকর্মীরা তাঁকে কাজিডাঙা বিদ্যুৎ দফতরে গিয়ে জরিমানার অঙ্ক জমা দিয়ে আসতে বলে । তাহলে পরবর্তীতে এসে পুনরায় বিদ্যুৎ সংযোগের আশ্বাসও দেওয়া হয় । অভিজিৎ সেই দাবি মানেননি, উলটে স্থানীয় বাসিন্দাদের নিয়ে বিদ্যুৎকর্মীদের উপর চড়াও হন ৷ যদিও তিনি এই ঘটনায় জড়িত নন বলে গ্রেফতারির পর দাবি করেছেন তিনি ৷

চুঁচুড়ার দেবানন্দপুরে বিদ্যুৎ দফতরের কর্মীদের মারধরের ঘটনায় 1 জনকে গ্রেফতার করা হয়েছে

আরও পড়ুন : নোংরা জল, 24 ঘণ্টা বিদ্যুৎ নেই ; বিক্ষোভে সামিল গোন্দলপাড়ার বন্ধু জুটমিলের শ্রমিকরা

লাঠি, লোহার রড দিয়ে বিদ্যুৎকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর তিন কর্মী পালিয়ে যান । দুই কর্মীকে আটকেও রাখে গ্রামবাসীরা। খবর পেয়ে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই । আজ ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করা হবে ।

চুঁচুড়া, 22 মার্চ : বকেয়া তিনমাসের বিদ্যুৎ বিল ৷ দফতর থেকে একাধিকবার রিমাইন্ডার দেওয়ার পরেও বিলের টাকা বকেয়াই রয়ে গিয়েছিল ৷ নিয়মমাফিক চুঁচুড়া থানার দেবানন্দপুর পঞ্চায়েতে অভিজিৎ পালের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিলেন বিদ্যুৎকর্মীরা ৷ কিন্তু কর্তব্য পালন করতে গিয়ে চূড়ান্ত বাধার সম্মুখীন হওয়ার পাশাপাশি আক্রান্ত হতে হল বিদ্যুৎকর্মীদের ৷ স্থানীয়দের সঙ্গে নিয়ে বিদ্যুৎকর্মীদের পেটালেন অভিজিৎ পাল (WBSEDCL Workers Attacked in Chunchura) ৷

অভিযোগ, প্রথমে কর্মীদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধা দেওয়া হয় ৷ এরপর বিদ্যুৎ দফতরের গাড়ির চাবি কেড়ে নেওয়া হয় । পালটা অভিজিৎ পালের দাবি, ইতিমধ্যেই অনলাইনে বিল জমা করেছেন তিনি । অথচ বিদ্যুৎকর্মীরা তাঁকে কাজিডাঙা বিদ্যুৎ দফতরে গিয়ে জরিমানার অঙ্ক জমা দিয়ে আসতে বলে । তাহলে পরবর্তীতে এসে পুনরায় বিদ্যুৎ সংযোগের আশ্বাসও দেওয়া হয় । অভিজিৎ সেই দাবি মানেননি, উলটে স্থানীয় বাসিন্দাদের নিয়ে বিদ্যুৎকর্মীদের উপর চড়াও হন ৷ যদিও তিনি এই ঘটনায় জড়িত নন বলে গ্রেফতারির পর দাবি করেছেন তিনি ৷

চুঁচুড়ার দেবানন্দপুরে বিদ্যুৎ দফতরের কর্মীদের মারধরের ঘটনায় 1 জনকে গ্রেফতার করা হয়েছে

আরও পড়ুন : নোংরা জল, 24 ঘণ্টা বিদ্যুৎ নেই ; বিক্ষোভে সামিল গোন্দলপাড়ার বন্ধু জুটমিলের শ্রমিকরা

লাঠি, লোহার রড দিয়ে বিদ্যুৎকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর তিন কর্মী পালিয়ে যান । দুই কর্মীকে আটকেও রাখে গ্রামবাসীরা। খবর পেয়ে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই । আজ ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করা হবে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.