ETV Bharat / state

আমরা সরকারে এলে রাফালে দোষীদের জেলে ঢোকাব : কল্যাণ - puppet

নির্বাচনী প্রচারে বেরিয়ে শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি বলেন, "নির্বাচন কমিশন BJP ও নরেন্দ্র মোদির হাতের পুতুল হলেই আমাদের আপত্তি" ।

কল্যাণ ব্যানার্জি
author img

By

Published : Apr 22, 2019, 8:44 AM IST

Updated : Apr 22, 2019, 10:00 AM IST

শ্রীরামপুর, 22 এপ্রিল : "নির্বাচন কমিশন BJP ও নরেন্দ্র মোদির হাতের পুতুল হলেই আমাদের আপত্তি ।" গতকাল শ্রীরামপুরে খটির বাজারে নির্বাচনী প্রচারে বেরিয়ে একথা বলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি । তিনি আরও বলেন, "ইলেকশন কমিশন যা খুশি করুক, আপত্তি নেই । কিন্তু যেন BJP-র হাতের পুতুলে পরিণত না হয়ে যায় । BJP-র অফিস থেকে মুকুল রায় বলছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে 100 শতাংশ CISF চাইছি । তবে কি প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে বলে দিচ্ছেন, তারপর কি এত বাহিনী আসছে ? খোলাখুলি তো ওরাই বলছে । নির্বাচন কমিশন নিজের মতো কাজ করলে আমাদের কোনও আপত্তি নেই । কিন্তু নির্বাচন কমিশন যদি BJP আর নরেন্দ্র মোদির হাতের পুতুল হয়ে যায় তাহলেই আমাদের আপত্তি ।"

ভিডিয়োয় শুনুন কল্যাণ ব্যানার্জির বক্তব্য

নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এরাজ্যের অবস্থার সাথে বিহারের তুলনা করেছেন । তার অপসারণ চেয়েছে তৃণমূল । এই বিষয়ে তিনি বলেন, "বিহারের রিগিং তো এখনও বন্ধ করতে পারেনি । বিহার তো রিগিং-এর মাস্টার । বলতে হয় উনি বলেছেন ।" বুনিয়াদপুরের সভা থেকে মমতা ব্যানার্জির সততা নিয়ে প্রশ্ন তুলেছেন নরেন্দ্র মোদি । এবিষয়ে কল্যাণ বলেন, "আগে নরেন্দ্র মোদি নিজের সততার প্রশ্নের উত্তর দিক । 30 হাজার কোটি টাকার ডিলে 1155 কোটি টাকার কর মকুব করা হয়েছে । কার ফায়দা হয়েছে সেটা আগে বলুক ? রাফালের টাকা কার পকেটে গেছে, মোদি না অমিত শাহ তার তদন্ত করতে হবে । আমরা সরকারে এলে যে দোষী তাকে জেলে ঢোকাব ।" এছাড়াও স্পিডব্রেকার প্রসঙ্গে তিনি বলেন, "নরেন্দ্র মোদি ভারতবর্ষের অর্থনৈতিক কানাগলিতে 5 বছর ধরে ঘুরছেন । কোনওদিন স্ট্রেট হাইওয়েতে আসেননি । ন্যাশনাল হাইওয়ে তো দূরের কথা, স্পিডব্রেকার উনি দেখবেন কোথায় ? উনিই তো দেশটাকে শেষ করেছেন । দেওয়ালে দেওয়ালে লেখা রয়েছে- যখন ছিলাম চা ওয়ালা হাতে ছিল কেটলি, এখন করেছি দেশকে নষ্ট সঙ্গে রয়েছে জেটলি ।"

শ্রীরামপুর, 22 এপ্রিল : "নির্বাচন কমিশন BJP ও নরেন্দ্র মোদির হাতের পুতুল হলেই আমাদের আপত্তি ।" গতকাল শ্রীরামপুরে খটির বাজারে নির্বাচনী প্রচারে বেরিয়ে একথা বলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি । তিনি আরও বলেন, "ইলেকশন কমিশন যা খুশি করুক, আপত্তি নেই । কিন্তু যেন BJP-র হাতের পুতুলে পরিণত না হয়ে যায় । BJP-র অফিস থেকে মুকুল রায় বলছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে 100 শতাংশ CISF চাইছি । তবে কি প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে বলে দিচ্ছেন, তারপর কি এত বাহিনী আসছে ? খোলাখুলি তো ওরাই বলছে । নির্বাচন কমিশন নিজের মতো কাজ করলে আমাদের কোনও আপত্তি নেই । কিন্তু নির্বাচন কমিশন যদি BJP আর নরেন্দ্র মোদির হাতের পুতুল হয়ে যায় তাহলেই আমাদের আপত্তি ।"

ভিডিয়োয় শুনুন কল্যাণ ব্যানার্জির বক্তব্য

নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এরাজ্যের অবস্থার সাথে বিহারের তুলনা করেছেন । তার অপসারণ চেয়েছে তৃণমূল । এই বিষয়ে তিনি বলেন, "বিহারের রিগিং তো এখনও বন্ধ করতে পারেনি । বিহার তো রিগিং-এর মাস্টার । বলতে হয় উনি বলেছেন ।" বুনিয়াদপুরের সভা থেকে মমতা ব্যানার্জির সততা নিয়ে প্রশ্ন তুলেছেন নরেন্দ্র মোদি । এবিষয়ে কল্যাণ বলেন, "আগে নরেন্দ্র মোদি নিজের সততার প্রশ্নের উত্তর দিক । 30 হাজার কোটি টাকার ডিলে 1155 কোটি টাকার কর মকুব করা হয়েছে । কার ফায়দা হয়েছে সেটা আগে বলুক ? রাফালের টাকা কার পকেটে গেছে, মোদি না অমিত শাহ তার তদন্ত করতে হবে । আমরা সরকারে এলে যে দোষী তাকে জেলে ঢোকাব ।" এছাড়াও স্পিডব্রেকার প্রসঙ্গে তিনি বলেন, "নরেন্দ্র মোদি ভারতবর্ষের অর্থনৈতিক কানাগলিতে 5 বছর ধরে ঘুরছেন । কোনওদিন স্ট্রেট হাইওয়েতে আসেননি । ন্যাশনাল হাইওয়ে তো দূরের কথা, স্পিডব্রেকার উনি দেখবেন কোথায় ? উনিই তো দেশটাকে শেষ করেছেন । দেওয়ালে দেওয়ালে লেখা রয়েছে- যখন ছিলাম চা ওয়ালা হাতে ছিল কেটলি, এখন করেছি দেশকে নষ্ট সঙ্গে রয়েছে জেটলি ।"

Last Updated : Apr 22, 2019, 10:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.