শ্রীরামপুর, 22 এপ্রিল : "নির্বাচন কমিশন BJP ও নরেন্দ্র মোদির হাতের পুতুল হলেই আমাদের আপত্তি ।" গতকাল শ্রীরামপুরে খটির বাজারে নির্বাচনী প্রচারে বেরিয়ে একথা বলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি । তিনি আরও বলেন, "ইলেকশন কমিশন যা খুশি করুক, আপত্তি নেই । কিন্তু যেন BJP-র হাতের পুতুলে পরিণত না হয়ে যায় । BJP-র অফিস থেকে মুকুল রায় বলছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে 100 শতাংশ CISF চাইছি । তবে কি প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে বলে দিচ্ছেন, তারপর কি এত বাহিনী আসছে ? খোলাখুলি তো ওরাই বলছে । নির্বাচন কমিশন নিজের মতো কাজ করলে আমাদের কোনও আপত্তি নেই । কিন্তু নির্বাচন কমিশন যদি BJP আর নরেন্দ্র মোদির হাতের পুতুল হয়ে যায় তাহলেই আমাদের আপত্তি ।"
নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এরাজ্যের অবস্থার সাথে বিহারের তুলনা করেছেন । তার অপসারণ চেয়েছে তৃণমূল । এই বিষয়ে তিনি বলেন, "বিহারের রিগিং তো এখনও বন্ধ করতে পারেনি । বিহার তো রিগিং-এর মাস্টার । বলতে হয় উনি বলেছেন ।" বুনিয়াদপুরের সভা থেকে মমতা ব্যানার্জির সততা নিয়ে প্রশ্ন তুলেছেন নরেন্দ্র মোদি । এবিষয়ে কল্যাণ বলেন, "আগে নরেন্দ্র মোদি নিজের সততার প্রশ্নের উত্তর দিক । 30 হাজার কোটি টাকার ডিলে 1155 কোটি টাকার কর মকুব করা হয়েছে । কার ফায়দা হয়েছে সেটা আগে বলুক ? রাফালের টাকা কার পকেটে গেছে, মোদি না অমিত শাহ তার তদন্ত করতে হবে । আমরা সরকারে এলে যে দোষী তাকে জেলে ঢোকাব ।" এছাড়াও স্পিডব্রেকার প্রসঙ্গে তিনি বলেন, "নরেন্দ্র মোদি ভারতবর্ষের অর্থনৈতিক কানাগলিতে 5 বছর ধরে ঘুরছেন । কোনওদিন স্ট্রেট হাইওয়েতে আসেননি । ন্যাশনাল হাইওয়ে তো দূরের কথা, স্পিডব্রেকার উনি দেখবেন কোথায় ? উনিই তো দেশটাকে শেষ করেছেন । দেওয়ালে দেওয়ালে লেখা রয়েছে- যখন ছিলাম চা ওয়ালা হাতে ছিল কেটলি, এখন করেছি দেশকে নষ্ট সঙ্গে রয়েছে জেটলি ।"