চন্দননগর, 9 ফেব্রুয়ারি: বিজেপির ভোট বিজেপিতেই থাকবে । কারণ বামেরা সামাজিক মাধ্যমে স্বর্গীয় লতা মঙ্গেশকরকে নিয়ে যেভাবে কটূক্তি করা হচ্ছে (Left criticize of Lata Mangeshkar) । বাংলার মানুষ সমর্থন করবে না । বুধবার চন্দননগরে ভোট প্রচারে গিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার ।
বাম ও কংগ্রেস একসাথে ভোট লড়াইয়ের প্রসঙ্গে তিনি বলেন দুই দল তলানির দিকে চলে গিয়েছে । শুধু কংগ্রেস নয়, বামেদের সঙ্গে আসন সমঝতা করেছে তৃণমূল । কীভাবে ভোট বাড়ানো যায় । এরকম চক্রান্তের বিরুদ্ধে লড়বে বিজেপি । তাছাড়া তৃণমূল কংগ্রেসে প্রার্থী ঘোষণা হওয়ার পর বিক্ষোভ বাড়ছে আরও বাড়বে । এইরকমই মন্তব্য করলেন বিজেপি রাজ্য প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার (bjp president sukanta majumder) । বুধবার চন্দননগর পৌরনিগমের ভোটের প্রচারে এসে সুকান্তবাবু বলেন, "কুণাল ঘোষের কথাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই । যিনি জেল খেটেছেন তার কথা কী বলব ।"
এদিন বিজেপির প্রার্থী বিক্ষোভ নিয়েও সরব হন সুকান্ত মজুমদার । এই প্রসঙ্গেই তিনি জানান, কয়েকটি ওয়ার্ডে বিজেপির প্রার্থীরা বিক্ষোভ দেখালেও তা সীমিত । হয়তো কারোর প্রার্থী হওযার ইচ্ছা ছিল । কিন্তু পৌর নির্বাচনে সবাই তো টিকিট পায় না কয়েকজন পায় । তবে বিজেপিতে দলের মধ্যে এই ধরনের অসন্তোষ দেখানো চলবে না । হুগলি জেলার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (locket chatterjee)পুরভোটে দেখা যাচ্ছে না । সে প্রসঙ্গে সভাপতি সুকান্ত মজুমদার জানান, অন্য রাজ্যে ভোট পরিচালনার জন্য বিশেষ দায়িত্ব দিয়েছে। জাতীয়স্তরে বাঙালি নেতা চিহ্নিতকরণ হয়নি । প্রচার শেষ হলেই উনি চলে আসবেন । সাংসদ হিসাবে মানুষের পরিষেবা দেওয়াটাই কাজ ।