ETV Bharat / state

Left criticize of Lata Mangeshkar: স্বর্গীয় লতা মঙ্গেশকরকে নিয়ে বামদের কটুক্তি বাংলার মানুষ সমর্থন করবে না: সুকান্ত - no one will support the lefts criticize of latamangeshkar comment by bjp president sukanta

বামেরা সামাজিক মাধ্যমে স্বর্গীয় লতা মঙ্গেশকরকে নিয়ে যেভাবে কটূক্তি (Left criticize of Lata Mangeshkar) করছে, তাতে বাংলার মানুষ সমর্থন করবে না ৷ এমনটাই মনে করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

election campaign
ভোট প্রচারে সুকান্ত মজুমদার
author img

By

Published : Feb 9, 2022, 9:03 PM IST

চন্দননগর, 9 ফেব্রুয়ারি: বিজেপির ভোট বিজেপিতেই থাকবে । কারণ বামেরা সামাজিক মাধ্যমে স্বর্গীয় লতা মঙ্গেশকরকে নিয়ে যেভাবে কটূক্তি করা হচ্ছে (Left criticize of Lata Mangeshkar) । বাংলার মানুষ সমর্থন করবে না । বুধবার চন্দননগরে ভোট প্রচারে গিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার ।

বাম ও কংগ্রেস একসাথে ভোট লড়াইয়ের প্রসঙ্গে তিনি বলেন দুই দল তলানির দিকে চলে গিয়েছে । শুধু কংগ্রেস নয়, বামেদের সঙ্গে আসন সমঝতা করেছে তৃণমূল । কীভাবে ভোট বাড়ানো যায় । এরকম চক্রান্তের বিরুদ্ধে লড়বে বিজেপি । তাছাড়া তৃণমূল কংগ্রেসে প্রার্থী ঘোষণা হওয়ার পর বিক্ষোভ বাড়ছে আরও বাড়বে । এইরকমই মন্তব্য করলেন বিজেপি রাজ্য প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার (bjp president sukanta majumder) । বুধবার চন্দননগর পৌরনিগমের ভোটের প্রচারে এসে সুকান্তবাবু বলেন, "কুণাল ঘোষের কথাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই । যিনি জেল খেটেছেন তার কথা কী বলব ।"

আরও পড়ুন: SK Sufian gets Anticipatory Bail : নন্দীগ্রামে মমতার নির্বাচনী এজেন্ট সুফিয়ানকে আগাম জামিন সুপ্রিম কোর্টের

এদিন বিজেপির প্রার্থী বিক্ষোভ নিয়েও সরব হন সুকান্ত মজুমদার । এই প্রসঙ্গেই তিনি জানান, কয়েকটি ওয়ার্ডে বিজেপির প্রার্থীরা বিক্ষোভ দেখালেও তা সীমিত । হয়তো কারোর প্রার্থী হওযার ইচ্ছা ছিল । কিন্তু পৌর নির্বাচনে সবাই তো টিকিট পায় না কয়েকজন পায় । তবে বিজেপিতে দলের মধ্যে এই ধরনের অসন্তোষ দেখানো চলবে না । হুগলি জেলার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (locket chatterjee)পুরভোটে দেখা যাচ্ছে না । সে প্রসঙ্গে সভাপতি সুকান্ত মজুমদার জানান, অন্য রাজ্যে ভোট পরিচালনার জন্য বিশেষ দায়িত্ব দিয়েছে। জাতীয়স্তরে বাঙালি নেতা চিহ্নিতকরণ হয়নি । প্রচার শেষ হলেই উনি চলে আসবেন । সাংসদ হিসাবে মানুষের পরিষেবা দেওয়াটাই কাজ ।

চন্দননগর, 9 ফেব্রুয়ারি: বিজেপির ভোট বিজেপিতেই থাকবে । কারণ বামেরা সামাজিক মাধ্যমে স্বর্গীয় লতা মঙ্গেশকরকে নিয়ে যেভাবে কটূক্তি করা হচ্ছে (Left criticize of Lata Mangeshkar) । বাংলার মানুষ সমর্থন করবে না । বুধবার চন্দননগরে ভোট প্রচারে গিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার ।

বাম ও কংগ্রেস একসাথে ভোট লড়াইয়ের প্রসঙ্গে তিনি বলেন দুই দল তলানির দিকে চলে গিয়েছে । শুধু কংগ্রেস নয়, বামেদের সঙ্গে আসন সমঝতা করেছে তৃণমূল । কীভাবে ভোট বাড়ানো যায় । এরকম চক্রান্তের বিরুদ্ধে লড়বে বিজেপি । তাছাড়া তৃণমূল কংগ্রেসে প্রার্থী ঘোষণা হওয়ার পর বিক্ষোভ বাড়ছে আরও বাড়বে । এইরকমই মন্তব্য করলেন বিজেপি রাজ্য প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার (bjp president sukanta majumder) । বুধবার চন্দননগর পৌরনিগমের ভোটের প্রচারে এসে সুকান্তবাবু বলেন, "কুণাল ঘোষের কথাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই । যিনি জেল খেটেছেন তার কথা কী বলব ।"

আরও পড়ুন: SK Sufian gets Anticipatory Bail : নন্দীগ্রামে মমতার নির্বাচনী এজেন্ট সুফিয়ানকে আগাম জামিন সুপ্রিম কোর্টের

এদিন বিজেপির প্রার্থী বিক্ষোভ নিয়েও সরব হন সুকান্ত মজুমদার । এই প্রসঙ্গেই তিনি জানান, কয়েকটি ওয়ার্ডে বিজেপির প্রার্থীরা বিক্ষোভ দেখালেও তা সীমিত । হয়তো কারোর প্রার্থী হওযার ইচ্ছা ছিল । কিন্তু পৌর নির্বাচনে সবাই তো টিকিট পায় না কয়েকজন পায় । তবে বিজেপিতে দলের মধ্যে এই ধরনের অসন্তোষ দেখানো চলবে না । হুগলি জেলার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (locket chatterjee)পুরভোটে দেখা যাচ্ছে না । সে প্রসঙ্গে সভাপতি সুকান্ত মজুমদার জানান, অন্য রাজ্যে ভোট পরিচালনার জন্য বিশেষ দায়িত্ব দিয়েছে। জাতীয়স্তরে বাঙালি নেতা চিহ্নিতকরণ হয়নি । প্রচার শেষ হলেই উনি চলে আসবেন । সাংসদ হিসাবে মানুষের পরিষেবা দেওয়াটাই কাজ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.