ETV Bharat / state

অক্ষয় তৃতীয়ায় পুণ্যার্থী-শূন্য মাহেশ রথযাত্রার সূচনা উৎসব

এই দিনে হয় লাখ লাখ ভক্তের ভিড়। অক্ষয় তৃতীয়াতেই সূচনা হয় মাহেশের রথযাত্রার। কিন্তু লকডাউনে সামাজিক দূরত্ব মেনে মন্দিরের কয়েকজন সেবায়েত পালন করলেন চন্দন লেপন উৎসব।

no devotee in Mahesh Ratha Jatra
মাহেশ
author img

By

Published : Apr 26, 2020, 9:25 PM IST

মাহেশ, 26 এপ্রিল: অক্ষয় তৃতীয়ায় পুণ্যার্থী-শূন্য শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দির। প্রতিবার এই দিনে চন্দন লেপন হয় জগন্নাথ, সুভদ্রা ও বলরামের দিব্য মূর্তিতে। চিরাচরিত প্রথার সাক্ষী থাকতে মাহেশে হাজির হন কয়েক লাখ ভক্ত। কিন্তু লকডাউনে সে উপাায় নেই। ফলে ভিড়ের তিলমাত্র ছিল না আজ। এদিন সামাজিক দূরত্ব মেনে আড়ম্বরহীন ভাবেই পালিত হল মাহেশের জগন্নাথ মন্দিরের অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান।

ভারতের দ্বিতীয় প্রাচীন রথযাত্রা মাহেশের রথযাত্রা এবার 624 বছরে পদার্পণ করল। আজ, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনেই শুরু হয়ে যায় রথযাত্রা উৎসবের প্রস্তুতি। কিন্তু, কোরোনার জেরে গত একমাস যাবৎ মাহেশ জগন্নাথ মন্দিরও বন্ধ রয়েছে।যদিও অক্ষয় তৃতীয়ার শুভদিনে জগন্নাথদেবের মূর্তিতে চন্দন লেপনের উৎসবে প্রতিবছর কয়েক হাজার পুণ্যার্থীর ভিড় করেন।তথাপি এবছর সংক্রমণের আশঙ্কায় মন্দির কমিটিই ঠিক করেন এবার মন্দিরে ভক্তদের সমাগম হবে না। সে কথা আগে থেকে জানিয়ে দেওয়া হয় পুণ্যার্থীদের। ফলে, আজ সামাজিক দূরত্ব বজায় রেখে মন্দিরের কয়েকজন সেবায়েত মিলে মাহেশের জগন্নাথ মন্দিরের চিরাচরিত চন্দন লেপন অনুষ্ঠান পালন করলেন।

মাহেশের জগন্নাথ মন্দিরের এক সেবায়েত তমালকৃষ্ণ অধিকারী বলেন, "অক্ষয় তৃতীয়ার দিন মাহেশের রথ যাত্রার সূচনা হয়। এই দিন থেকে সমস্ত ভারী কাপড়-জামা ছাড়িয়ে, গয়নাগাটি খুলিয়ে জগন্নাথদেবের গায়ে চন্দন লেপন করা হয়। কথিত আছে, তখনকার দিনে চন্দন লেপনের মাধ্যমে প্রভু জগন্নাথদেবের মাথা যন্ত্রণা সারানো হত। সেই থেকে শুভ অক্ষয় তৃতীয়াতে পালিত হয়ে আসছে এই অনুষ্ঠান।"

মাহেশ, 26 এপ্রিল: অক্ষয় তৃতীয়ায় পুণ্যার্থী-শূন্য শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দির। প্রতিবার এই দিনে চন্দন লেপন হয় জগন্নাথ, সুভদ্রা ও বলরামের দিব্য মূর্তিতে। চিরাচরিত প্রথার সাক্ষী থাকতে মাহেশে হাজির হন কয়েক লাখ ভক্ত। কিন্তু লকডাউনে সে উপাায় নেই। ফলে ভিড়ের তিলমাত্র ছিল না আজ। এদিন সামাজিক দূরত্ব মেনে আড়ম্বরহীন ভাবেই পালিত হল মাহেশের জগন্নাথ মন্দিরের অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান।

ভারতের দ্বিতীয় প্রাচীন রথযাত্রা মাহেশের রথযাত্রা এবার 624 বছরে পদার্পণ করল। আজ, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনেই শুরু হয়ে যায় রথযাত্রা উৎসবের প্রস্তুতি। কিন্তু, কোরোনার জেরে গত একমাস যাবৎ মাহেশ জগন্নাথ মন্দিরও বন্ধ রয়েছে।যদিও অক্ষয় তৃতীয়ার শুভদিনে জগন্নাথদেবের মূর্তিতে চন্দন লেপনের উৎসবে প্রতিবছর কয়েক হাজার পুণ্যার্থীর ভিড় করেন।তথাপি এবছর সংক্রমণের আশঙ্কায় মন্দির কমিটিই ঠিক করেন এবার মন্দিরে ভক্তদের সমাগম হবে না। সে কথা আগে থেকে জানিয়ে দেওয়া হয় পুণ্যার্থীদের। ফলে, আজ সামাজিক দূরত্ব বজায় রেখে মন্দিরের কয়েকজন সেবায়েত মিলে মাহেশের জগন্নাথ মন্দিরের চিরাচরিত চন্দন লেপন অনুষ্ঠান পালন করলেন।

মাহেশের জগন্নাথ মন্দিরের এক সেবায়েত তমালকৃষ্ণ অধিকারী বলেন, "অক্ষয় তৃতীয়ার দিন মাহেশের রথ যাত্রার সূচনা হয়। এই দিন থেকে সমস্ত ভারী কাপড়-জামা ছাড়িয়ে, গয়নাগাটি খুলিয়ে জগন্নাথদেবের গায়ে চন্দন লেপন করা হয়। কথিত আছে, তখনকার দিনে চন্দন লেপনের মাধ্যমে প্রভু জগন্নাথদেবের মাথা যন্ত্রণা সারানো হত। সেই থেকে শুভ অক্ষয় তৃতীয়াতে পালিত হয়ে আসছে এই অনুষ্ঠান।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.