ETV Bharat / state

শিশু বদলের অভিযোগ শ্রীরামপুরের হাসপাতালে, দুই অস্থায়ী কর্মীকে শো-কজ

author img

By

Published : Feb 25, 2020, 4:47 AM IST

জন্মের পর বদল হয়ে গেল সদ্যোজাত । এমনই অভিযোগ উঠল শ্রীরামপুর হাসপাতালে । উল্টে রোগীর পরিবারের কাছে টাকাও চায় অস্থায়ী কর্মীরা ।

new born allegedly changed
শিশু বদলের অভিযোগ শ্রীরামপুর হাসপাতালে

শ্রীরামপুর, 25 ফেব্রুয়ারি : শিশু বদলের অভিযোগ উঠল শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে । এর পাশাপাশি রোগীর পরিবারের কাছ থেকে অস্থায়ী কর্মীরা টাকা চান বলেও অভিযোগ। শনিবার রাতে প্রসূতির পরিবারকে দু'বার দু'রকম সন্তান দেখানোকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত । অভিযোগ, প্রথমে পুত্রসন্তান দেখিয়ে টাকা দাবি করেন দুই অস্থায়ী কর্মী । পরে কন্যাসন্তান দেখানোয় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে DNA পরীক্ষার দাবি জানায় প্রসূতির পরিবার । ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে লিখিত অভিযোগ জানিয়েছেন শিশুর বাবা । সঠিক বিচার না হওয়া পর্যন্ত ছুটি নিতেও অস্বীকার করেছে প্রসূতির পরিবার । অন্যদিকে, তদন্তের আশ্বাস দিয়েছে শ্রীরামপুর হাসপাতাল কর্তৃপক্ষ । শো-কজ করা হয়েছে ওই দুই অস্থায়ী কর্মীকেও ।

যদিও রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান ও বিধায়ক প্রবীর ঘোষাল জানান, শিশু পরিবর্তন হয়নি । প্রয়োজনে অবশ্যই তদন্ত হবে । তবে টাকা চাওয়ার ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি ।

যদিও অভিযুক্ত দুই অস্থায়ী কর্মী বলেন, "আমরা টাকা চাইনি । মিথ্যা দোষারোপ করা হচ্ছে ।"

21 ফেব্রুয়ারি শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন সিঙ্গুরের পশ্চিম বারুইপাড়া গ্রামের বাসিন্দা শ্রাবন্তী দাস । সেদিনই রাত 1টা 55 মিনিটে একটি সন্তানের জন্ম দেন তিনি । অভিযোগ, পরিবারের লোককে প্রথমে পুত্রসন্তান হয়েছে বলে 700 টাকা নেন স্বাস্থ্যকর্মীরা । পরে কন্যাসন্তান হয়েছে বলে কিছু টাকা ফেরত দিতে চান তাঁরা । এনিয়ে হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ করেন প্রসূতির স্বামী সুকান্ত দাস । তাঁর অভিযোগ, প্রথমে পুত্রসন্তান দেখানো হয় তাঁকে, পরে বলা হয় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী । কাগজে সইও করিয়ে নেওয়া হয় ।

খবর পেয়ে হাসপাতালে আসেন বিধায়ক প্রবীর ঘোষাল । রোগীকল্যাণ সমিতি ও হাসপাতালের পক্ষ থেকে দুই অস্থায়ী কর্মী এবং প্রসূতির পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হয় । ঘটনায় তদন্তের আশ্বাস দেন হাসপাতালের সুপার ।

টাকা চাওয়ার ঘটনায় প্রবীরবাবু জানান, "আমি সবার সঙ্গেই কথা বলেছি । দুই শিশুর জন্মের আধ ঘণ্টার মধ্যে তাড়াহুড়ো করাতেই এই জটিলতার সৃষ্টি হয়েছে । একটা ভুল বোঝাবুঝি হয়েছে । বিষয়টি আমরা অবশ্যই খতিয়ে দেখব ।"

হাসপাতালের ডেপুটি সুপার জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে । কেউ দোষী থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

শ্রীরামপুর, 25 ফেব্রুয়ারি : শিশু বদলের অভিযোগ উঠল শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে । এর পাশাপাশি রোগীর পরিবারের কাছ থেকে অস্থায়ী কর্মীরা টাকা চান বলেও অভিযোগ। শনিবার রাতে প্রসূতির পরিবারকে দু'বার দু'রকম সন্তান দেখানোকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত । অভিযোগ, প্রথমে পুত্রসন্তান দেখিয়ে টাকা দাবি করেন দুই অস্থায়ী কর্মী । পরে কন্যাসন্তান দেখানোয় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে DNA পরীক্ষার দাবি জানায় প্রসূতির পরিবার । ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে লিখিত অভিযোগ জানিয়েছেন শিশুর বাবা । সঠিক বিচার না হওয়া পর্যন্ত ছুটি নিতেও অস্বীকার করেছে প্রসূতির পরিবার । অন্যদিকে, তদন্তের আশ্বাস দিয়েছে শ্রীরামপুর হাসপাতাল কর্তৃপক্ষ । শো-কজ করা হয়েছে ওই দুই অস্থায়ী কর্মীকেও ।

যদিও রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান ও বিধায়ক প্রবীর ঘোষাল জানান, শিশু পরিবর্তন হয়নি । প্রয়োজনে অবশ্যই তদন্ত হবে । তবে টাকা চাওয়ার ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি ।

যদিও অভিযুক্ত দুই অস্থায়ী কর্মী বলেন, "আমরা টাকা চাইনি । মিথ্যা দোষারোপ করা হচ্ছে ।"

21 ফেব্রুয়ারি শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন সিঙ্গুরের পশ্চিম বারুইপাড়া গ্রামের বাসিন্দা শ্রাবন্তী দাস । সেদিনই রাত 1টা 55 মিনিটে একটি সন্তানের জন্ম দেন তিনি । অভিযোগ, পরিবারের লোককে প্রথমে পুত্রসন্তান হয়েছে বলে 700 টাকা নেন স্বাস্থ্যকর্মীরা । পরে কন্যাসন্তান হয়েছে বলে কিছু টাকা ফেরত দিতে চান তাঁরা । এনিয়ে হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ করেন প্রসূতির স্বামী সুকান্ত দাস । তাঁর অভিযোগ, প্রথমে পুত্রসন্তান দেখানো হয় তাঁকে, পরে বলা হয় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী । কাগজে সইও করিয়ে নেওয়া হয় ।

খবর পেয়ে হাসপাতালে আসেন বিধায়ক প্রবীর ঘোষাল । রোগীকল্যাণ সমিতি ও হাসপাতালের পক্ষ থেকে দুই অস্থায়ী কর্মী এবং প্রসূতির পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হয় । ঘটনায় তদন্তের আশ্বাস দেন হাসপাতালের সুপার ।

টাকা চাওয়ার ঘটনায় প্রবীরবাবু জানান, "আমি সবার সঙ্গেই কথা বলেছি । দুই শিশুর জন্মের আধ ঘণ্টার মধ্যে তাড়াহুড়ো করাতেই এই জটিলতার সৃষ্টি হয়েছে । একটা ভুল বোঝাবুঝি হয়েছে । বিষয়টি আমরা অবশ্যই খতিয়ে দেখব ।"

হাসপাতালের ডেপুটি সুপার জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে । কেউ দোষী থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.