চন্দননগর, 29 জানুয়ারি : ইস্তফা দিলেন হুমায়ুন কবীর৷ তিনি হুগলির চন্দননগরের পুলিশ কমিশনার পদে ছিলেন৷ ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ইস্তফা দিয়েছেন৷ তাঁর জায়গায় এবার চন্দননগরের পুলিশ কমিশনার পদে আনা হল কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (এস্টাবলিশমেন্ট) গৌরব শর্মাকে। তিনি ডিআইজি র্যাঙ্কের আইপিএস।
ইতিমধ্যেই উত্তরপাড়ার বিধায়ক তথা তৃণমূল নেতা প্রবীর ঘোষালকে শোকজ় করেছে তৃণমূল কংগ্রেস। যে কোনওদিন তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক মহলের খবর। তার ফলে উত্তরপাড়া-সহ কোন্ননগর এলাকায় রাজনৈতিক হিংসা বাড়তে পারে বলে পুলিশ-প্রশাসনের আশঙ্কা। যেহেতু ওই এলাকাগুলি চন্দননগর কমিশনারেটের আওতায় পড়ে। ফলে দায়িত্ব পাওয়ার পরই কড়া হাতে পরিস্থিতি সামলাতে হবে বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল৷
আরও পড়ুন : এবার তৃণমূল ছাড়লেন রাজীব
কিন্তু নবান্ন সূত্রে খবর, এটা নিছকই একটা রুটিন বদলি। তবে হুমায়ুন কবীর পদত্যাগ করার জন্যই এই সিদ্ধান্ত কি না, তা জানা যায়নি৷ সম্প্রতি রাজ্যের একাধিক ডাব্লুবিসিএস ও আইএএস আধিকারিকদেরও বদলি করেছে নবান্ন।