চুঁচুড়া, 24 অগাস্ট : চুঁচুড়ায় মৃত্যু হল এক বাস চালকের ৷ নাম শেখ মহরম (44) ৷ তাঁকে খুন করা হয়েছে বলে মৃতের পরিবারের অভিযোগ ৷ আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
চুঁচুড়ার খাগড়াজোলার বাসিন্দা মহরম পেশায় বাসচালক ছিলেন ৷ আজ সকালে চুঁচুড়া বাসস্ট্যান্ডে 2 নম্বর বাসের মধ্যে থেকে তাঁর দেহ উদ্ধার হয় ৷ তাঁর গলায়ফাঁস লাগানো ছিল ৷ শরীরে রক্তের দাগও ছিল ৷
পরিবারের সদস্যদের বক্তব্য, মদ খাওয়া নিয়ে ঝামেলা লেগেই ছিল ৷ অশান্তির জেরে গতরাতে বাড়ি ফেরেনি ৷ তবে তাঁর সঙ্গে কারও শত্রুতা নেই ৷ মৃতদেহের পাশে রক্তের দাগ ছিল ৷ মহরম আত্মহত্যা করেনি । তাঁকে খুন করা হয়েছে ৷
মহম্মদ রশিদ নামে মৃতের পরিবারের এক আত্মীয় বলেন, "আমাদের সন্দেহ কেউ মহরমকে খুন করেছে ৷ অবশ্য ওর সঙ্গে কারও শত্রুতা ছিল না ৷ বাসস্ট্যান্ডে CCTV রয়েছে ৷ তা খতিয়ে দেখলে আসল অপরাধীকে ধরা যাবে ৷"
চুঁচুড়া থানার পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে ৷ বাসস্ট্যান্ডের CCTV ফুটেজ খতিয়ে দেখা হবে ৷