ETV Bharat / state

যশের তাণ্ডব থেকে রক্ষা পেতে প্রস্তুতি সারছে পৌরসভাগুলি

গতবার 20 মে আমফান তাণ্ডব চালায় পশ্চিমবঙ্গে ৷ বাদ পড়েনি হুগলি জেলা । শুধু হুগলি জেলাতেই 70 হাজার গাছ ভেঙেছিল । বিদ্যুৎ-এর তার ছিড়ে, খুঁটি উপড়ে বেশ কয়েকদিন বিদ্যুৎহীন হয়ে পড়েছিল শহর থেকে গ্রাম । বাড়ি চাল থেকে মাঠের ফসল, তাণ্ডব থেকে বাঁচতে পারেনি । তবে এবার সতর্ক প্রশাসন ৷ আগে ভাগেই প্রস্তুতি সারছে ডানকুনি পৌরসভা ৷

author img

By

Published : May 22, 2021, 10:17 PM IST

যশের তাণ্ডব থেকে রক্ষা পেতে প্রস্তুতি সারছে পৌরসভাগুলি
যশের তাণ্ডব থেকে রক্ষা পেতে প্রস্তুতি সারছে পৌরসভাগুলি

ডানকুনি, 22 মে: আমফানের আতঙ্কের এক বছরের মধ্যেই যশ আছেড়ে পড়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে । সেই অনুযায়ী নবান্নের তরফে নানা সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ৷ তৎপর হুগলি জেলা প্রশাসনও । প্রশাসনিক বৈঠকের পাশাপাশি সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন উত্তরপাড়া, ডানকুনি সহ বেশ কিছু পৌর প্রশাসকরা ।

ডানকুনি পৌরসভার প্রশাসক হাসিনা শবনম নিজেই বিভিন্ন ওয়ার্ডে মাইকিং করে মানুষকে সতর্ক করছেন । গতবার 20 মে আমফান তাণ্ডব চালায় পশ্চিমবঙ্গে ৷ বাদ পড়েনি হুগলি জেলা । শুধু হুগলি জেলাতেই 70 হাজার গাছ ভেঙেছিল । বিদ্যুৎ-এর তার ছিড়ে, খুঁটি উপড়ে বেশ কয়েকদিন বিদ্যুৎহীন হয়ে পড়েছিল শহর থেকে গ্রাম । বাড়ি চাল থেকে মাঠের ফসল, তাণ্ডব থেকে বাঁচতে পারেনি । তবে এবার সতর্ক প্রশাসন ৷ আগে ভাগেই প্রস্তুতি সারছে ডানকুনি পৌরসভা ৷

যশের তাণ্ডব থেকে রক্ষা পেতে প্রস্তুতি সারছে পৌরসভাগুলি

একই ছবি ছিল উত্তরপাড়াতেও ৷ এবার তাই ঘূর্ণিঝড় আসার আগেই উত্তরপাড়া পৌরসভার তরফে আগাম সতর্কতা নেওয়া হয়েছে । জিটি রোডের ধারের গাছগুলির কোনটি বিপজ্জনকভাবে বিদ্যুতের তারের উপর ঝুলে আছে, কোনটা ডালপালা ভেঙে পড়তে পারে, এমন সব গাছ চিহ্নিত করে ডালপাল ছাঁটাইয়ের কাজ চলছে ৷

আরও পড়ুন : তাড়িয়ে দিল পদ্ম, ফুলটুসি জব্দ : কুণাল ঘোষ

উত্তরপাড়া পৌরসভার প্রশাসক দিলীপ যাদব বলেন, ‘‘গতবার আমফানের পর যে সমস্যাগুলি দেখা দিয়েছিল সেগুলি যশের ফলে যাতে না হয় অথবা অনেকটা কম হয় তার চেষ্টা করা হচ্ছে । বড় গাছ ভেঙে পড়লে জিটি রোড সহ গোটা শহরটা স্তব্ধ হয়ে যায় । সেটা যাতে না হয় তার জন্য গাছ ট্রিম করা হচ্ছে । এছাড়া একটি স্কুল বাড়ি প্রস্তুত রাখা হয়েছে যেখানে, ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার করে রাখা হবে ৷ ’’

ডানকুনি, 22 মে: আমফানের আতঙ্কের এক বছরের মধ্যেই যশ আছেড়ে পড়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে । সেই অনুযায়ী নবান্নের তরফে নানা সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ৷ তৎপর হুগলি জেলা প্রশাসনও । প্রশাসনিক বৈঠকের পাশাপাশি সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন উত্তরপাড়া, ডানকুনি সহ বেশ কিছু পৌর প্রশাসকরা ।

ডানকুনি পৌরসভার প্রশাসক হাসিনা শবনম নিজেই বিভিন্ন ওয়ার্ডে মাইকিং করে মানুষকে সতর্ক করছেন । গতবার 20 মে আমফান তাণ্ডব চালায় পশ্চিমবঙ্গে ৷ বাদ পড়েনি হুগলি জেলা । শুধু হুগলি জেলাতেই 70 হাজার গাছ ভেঙেছিল । বিদ্যুৎ-এর তার ছিড়ে, খুঁটি উপড়ে বেশ কয়েকদিন বিদ্যুৎহীন হয়ে পড়েছিল শহর থেকে গ্রাম । বাড়ি চাল থেকে মাঠের ফসল, তাণ্ডব থেকে বাঁচতে পারেনি । তবে এবার সতর্ক প্রশাসন ৷ আগে ভাগেই প্রস্তুতি সারছে ডানকুনি পৌরসভা ৷

যশের তাণ্ডব থেকে রক্ষা পেতে প্রস্তুতি সারছে পৌরসভাগুলি

একই ছবি ছিল উত্তরপাড়াতেও ৷ এবার তাই ঘূর্ণিঝড় আসার আগেই উত্তরপাড়া পৌরসভার তরফে আগাম সতর্কতা নেওয়া হয়েছে । জিটি রোডের ধারের গাছগুলির কোনটি বিপজ্জনকভাবে বিদ্যুতের তারের উপর ঝুলে আছে, কোনটা ডালপালা ভেঙে পড়তে পারে, এমন সব গাছ চিহ্নিত করে ডালপাল ছাঁটাইয়ের কাজ চলছে ৷

আরও পড়ুন : তাড়িয়ে দিল পদ্ম, ফুলটুসি জব্দ : কুণাল ঘোষ

উত্তরপাড়া পৌরসভার প্রশাসক দিলীপ যাদব বলেন, ‘‘গতবার আমফানের পর যে সমস্যাগুলি দেখা দিয়েছিল সেগুলি যশের ফলে যাতে না হয় অথবা অনেকটা কম হয় তার চেষ্টা করা হচ্ছে । বড় গাছ ভেঙে পড়লে জিটি রোড সহ গোটা শহরটা স্তব্ধ হয়ে যায় । সেটা যাতে না হয় তার জন্য গাছ ট্রিম করা হচ্ছে । এছাড়া একটি স্কুল বাড়ি প্রস্তুত রাখা হয়েছে যেখানে, ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার করে রাখা হবে ৷ ’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.