ETV Bharat / state

মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ সঠিকভাবে হয়নি : মুকুল - বর্ধমান স্টেশনে দুর্ঘটনা

গতরাতে বর্ধমান স্টেশনের মূলদ্বারের একংশ ভেঙে পড়ে । ঘটনায় দুজন আহত হন । বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁদের চিকিৎসা শুরু হয় । আজ সকালে আহতের মধ্যে একজনের মৃত্যু হয় । এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন BJP নেতা তথা প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় ।

mukul roy
mukul roy
author img

By

Published : Jan 6, 2020, 12:04 AM IST

উত্তরপাড়া , 5 জানুয়ারি : যাঁরা মেরামতির কাজ করছেন তাঁরা এই দুর্ঘটনার দায় এড়াতে পারেন না ৷ বর্ধমান স্টেশনে দুর্ঘটনা নিয়ে বললেন প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় ৷ রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হয়নি বলে তিনি অভিযোগ করলেন ।

গতরাতে বর্ধমান স্টেশনের মূলদ্বারের একংশ ভেঙে পড়ে । ঘটনায় দু'জন আহত হন । বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁদের চিকিৎসা শুরু হয় । আজ সকালে আহতের মধ্যে একজনের মৃত্যু হয় । এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন BJP নেতা তথা প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় । তিনি বলেন, "10 বছর আগে প্ল্যাটফর্ম মেরামতির কাজ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেসময়ে ঠিকঠাক মত মেরামতির কাজ হয়নি । তাই আজ এই অবস্থা । অনেক রেলস্টেশনের অবস্থা খারাপ । প্ল্যাটফর্মগুলির ঠিকঠাক রক্ষণাবেক্ষণ প্রয়োজন । কর্তৃপক্ষের আরও সতর্ক থাকা উচিত । "

দেখুন ভিডিয়ো

একইসঙ্গে তিনি প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বলেন, মমতা 10 বছর আগে রেলমন্ত্রী থাকা অবস্থায় স্টেশনগুলির সংস্কার হয়েছিল ৷ সেইসময় ঠিকমতো সংস্কার হয়নি ৷

নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে উত্তরপাড়ায় কর্মসূচিতে যোগ দেন মুকুল রায় । এই আইনের বিষয়ে মুকুল রায় বলেন, "ভারতবর্ষে CAA নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য এবং দেশে যে অশান্তি ছড়াবার চেষ্টা করছেন । এটা কেবলমাত্র কেন্দ্রীয় নাগরিকত্ব আইন । এই আইন নাগরিকত্ব দেবে । লোকসভা নির্বাচনে আমি বলেছিলাম তৃণমূল কুড়ি টপকাবে না । 2021-এ আগামী বিধানসভা ভোটে কে জেতে তা দেখার । এর জন্য সাধারণ মানুষ রায় দিতে প্রস্তুত আছেন । স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই আইন সমর্থন করছেন । মানুষকে ভুল বোঝানো হচ্ছে তৃণমূল । বাংলার মুখ্যমন্ত্রী যা করছেন অযৌক্তিক এবং অন্যায় ।"

উত্তরপাড়া , 5 জানুয়ারি : যাঁরা মেরামতির কাজ করছেন তাঁরা এই দুর্ঘটনার দায় এড়াতে পারেন না ৷ বর্ধমান স্টেশনে দুর্ঘটনা নিয়ে বললেন প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় ৷ রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হয়নি বলে তিনি অভিযোগ করলেন ।

গতরাতে বর্ধমান স্টেশনের মূলদ্বারের একংশ ভেঙে পড়ে । ঘটনায় দু'জন আহত হন । বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁদের চিকিৎসা শুরু হয় । আজ সকালে আহতের মধ্যে একজনের মৃত্যু হয় । এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন BJP নেতা তথা প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় । তিনি বলেন, "10 বছর আগে প্ল্যাটফর্ম মেরামতির কাজ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেসময়ে ঠিকঠাক মত মেরামতির কাজ হয়নি । তাই আজ এই অবস্থা । অনেক রেলস্টেশনের অবস্থা খারাপ । প্ল্যাটফর্মগুলির ঠিকঠাক রক্ষণাবেক্ষণ প্রয়োজন । কর্তৃপক্ষের আরও সতর্ক থাকা উচিত । "

দেখুন ভিডিয়ো

একইসঙ্গে তিনি প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বলেন, মমতা 10 বছর আগে রেলমন্ত্রী থাকা অবস্থায় স্টেশনগুলির সংস্কার হয়েছিল ৷ সেইসময় ঠিকমতো সংস্কার হয়নি ৷

নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে উত্তরপাড়ায় কর্মসূচিতে যোগ দেন মুকুল রায় । এই আইনের বিষয়ে মুকুল রায় বলেন, "ভারতবর্ষে CAA নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য এবং দেশে যে অশান্তি ছড়াবার চেষ্টা করছেন । এটা কেবলমাত্র কেন্দ্রীয় নাগরিকত্ব আইন । এই আইন নাগরিকত্ব দেবে । লোকসভা নির্বাচনে আমি বলেছিলাম তৃণমূল কুড়ি টপকাবে না । 2021-এ আগামী বিধানসভা ভোটে কে জেতে তা দেখার । এর জন্য সাধারণ মানুষ রায় দিতে প্রস্তুত আছেন । স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই আইন সমর্থন করছেন । মানুষকে ভুল বোঝানো হচ্ছে তৃণমূল । বাংলার মুখ্যমন্ত্রী যা করছেন অযৌক্তিক এবং অন্যায় ।"

Intro: গতকাল বর্ধমান স্টেশনে প্ল্যাটফর্ম এর একাংশ ভেঙে পড়ার জন্য রেলকেই এর দায় নিতে হবে বলে মন্তব্য করেন প্রাক্তন রেলমন্ত্রী ও বিজেপি নেতা মুকুল রায়। বর্ধমান এ যারা মেনটেনেন্স এর কাজ করছে তারা এর দায় এড়াতে পারে না বলে দাবি তার। অধিকাংশ জায়গায় মেরামতি হওয়া প্রয়োজন ।মমতা ব্যানার্জি আজ থেকে 10 বছর আগে এই প্ল্যাটফর্ম গুলি মেরামত করে এসেছেন। আর যারা এই মেরামতিতে কাজ করেছে সেখানেই গলদ ছিল বলে জানিয়েছেন তিনি ।তাই আজকে মনে হচ্ছে রেলস্টেশনের রক্ষণাবেক্ষণ ঠিকমতো হয়নি ।ভারতবর্ষে CAA নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য এবং দেশে যে অশান্তি ছড়াবার চেষ্টা করছেন। এর জন্যই CAA নিয়ে রবিবার উত্তর পাড়ায় কর্মসূচিতে আসেন তিনি।
কারণ কোন মানুষের নাগরিকত্ব হরণ করা হবে না। এটা কেবলমাত্র কেন্দ্রীয় নাগরিকত্ব আইন।উল্টে নাগরিকত্ব দেওয়া হবে। যারা বিভিন্নভাবে আমাদের দেশে এসেছেন তাদের নাগরিকত্ব দেয়া হবে সেই কারণে এটা তৈরি করা। লোকসভা নির্বাচনে আমি বলেছিলাম তৃণমূল কুড়ি টপকাবে না। স্বাভাবিকভাবেই দেখা গেছে 42 এ 42 তো দূরের কথা জোরকরে জবরদস্তি ভোট না জিতলে বাইশটা পেত না তৃণমূল। 2021 শে আগামী বিধানসভা ভোটে কে কাকে তাড়া করে ।এর জন্য মানুষ রায় দিতে প্রস্তুত আছে। স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই আইন সমর্থন করছে। মানুষকে ভুল বোঝানো হচ্ছে কারুর নাগরিকত্ব হরণ করা হবে না এখানে। স্বাভাবিক বলে বাংলার মুখ্যমন্ত্রী যা করছেন অযৌক্তিক এবং অন্যায়।Body:WB_HGL_UTTARPARA MUKUL ROY RECX_7203418Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.