উত্তরপাড়া , 5 জানুয়ারি : যাঁরা মেরামতির কাজ করছেন তাঁরা এই দুর্ঘটনার দায় এড়াতে পারেন না ৷ বর্ধমান স্টেশনে দুর্ঘটনা নিয়ে বললেন প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় ৷ রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হয়নি বলে তিনি অভিযোগ করলেন ।
গতরাতে বর্ধমান স্টেশনের মূলদ্বারের একংশ ভেঙে পড়ে । ঘটনায় দু'জন আহত হন । বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁদের চিকিৎসা শুরু হয় । আজ সকালে আহতের মধ্যে একজনের মৃত্যু হয় । এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন BJP নেতা তথা প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় । তিনি বলেন, "10 বছর আগে প্ল্যাটফর্ম মেরামতির কাজ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেসময়ে ঠিকঠাক মত মেরামতির কাজ হয়নি । তাই আজ এই অবস্থা । অনেক রেলস্টেশনের অবস্থা খারাপ । প্ল্যাটফর্মগুলির ঠিকঠাক রক্ষণাবেক্ষণ প্রয়োজন । কর্তৃপক্ষের আরও সতর্ক থাকা উচিত । "
একইসঙ্গে তিনি প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বলেন, মমতা 10 বছর আগে রেলমন্ত্রী থাকা অবস্থায় স্টেশনগুলির সংস্কার হয়েছিল ৷ সেইসময় ঠিকমতো সংস্কার হয়নি ৷
নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে উত্তরপাড়ায় কর্মসূচিতে যোগ দেন মুকুল রায় । এই আইনের বিষয়ে মুকুল রায় বলেন, "ভারতবর্ষে CAA নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য এবং দেশে যে অশান্তি ছড়াবার চেষ্টা করছেন । এটা কেবলমাত্র কেন্দ্রীয় নাগরিকত্ব আইন । এই আইন নাগরিকত্ব দেবে । লোকসভা নির্বাচনে আমি বলেছিলাম তৃণমূল কুড়ি টপকাবে না । 2021-এ আগামী বিধানসভা ভোটে কে জেতে তা দেখার । এর জন্য সাধারণ মানুষ রায় দিতে প্রস্তুত আছেন । স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই আইন সমর্থন করছেন । মানুষকে ভুল বোঝানো হচ্ছে তৃণমূল । বাংলার মুখ্যমন্ত্রী যা করছেন অযৌক্তিক এবং অন্যায় ।"