ETV Bharat / state

U17 National Chess Championship: মেয়েদের অনূর্ধ্ব-17 জাতীয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলার মৃত্তিকা - ওয়ার্ল্ড ইউথ দাবা প্রতিযোগিতা

অনূর্ধ্ব-17 জাতীয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বাংলার মৃত্তিকা ৷ চুঁচুড়ার মৃত্তিকা মল্লিক মাত্র 15 বছর বয়সে এই কৃতিত্ব অর্জন করেছেন ৷ পঞ্জাবের জলন্ধরে মেয়েদের জাতীয় অনূর্ধ্ব-17 স্তরের দাবা প্রতিযোগিতা আসর বসেছিল ৷

U17 National Chess Championship ETV BHARAT
U17 National Chess Championship ETV BHARAT
author img

By

Published : May 12, 2023, 8:38 PM IST

ইটিভি ভারতকে সাক্ষাৎকার অনূর্ধ্ব-17 জাতীয় দাবা চ্যাম্পিয়ন মৃত্তিকার

হুগলি, 12 মে: অনূর্ধ্ব-17 দাবা প্রতিযোগিতায় ন্যাশনালে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন বাংলার মৃত্তিকা মল্লিক ৷ মাত্র 15 বছর বয়সে অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়ন হয়েছে সে ৷ চুঁচুড়ার মৃত্তিকা মল্লিক এখনও পর্যন্ত দাবায় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একাধিক পুরস্কার জিতেছে ৷ 1-9 মে পর্যন্ত পঞ্জাবের জলন্ধরে মেয়েদের জাতীয় অনূর্ধ্ব-17 স্তরের দাবা প্রতিযোগিতা আসর বসে ৷ সেখানে মোট 8 জন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে প্রথমস্থান অধিকার করে মৃত্তিকা ৷

আগামী দিনে এশিয়ান গেমস ও ওয়ার্ল্ড ইউথ দাবা প্রতিযোগিতা রয়েছে ৷ মৃত্তিকার ইচ্ছে বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করা ৷ মৃত্তিকার বাবা অরিন্দম মল্লিক পেশায় একজন কেবল অপারেটর ৷ তারা দুই বোন ৷ মৃত্তিকার দিদিও পড়াশোনা করে ৷ মৃত্তিকা চুঁচুড়া বিনোদিনী স্কুলে দশম শ্রেণির ছাত্রী ৷ প্রতিবেশী বাণী সরকারের কাছে দাবা খেলা শিখেছে সে ৷ একটি প্রতিযোগিতা অংশ নিয়েছিল মৃত্তিকা ৷ সেখানে সাফল্য আসার পরেই দাবা খেলায় প্রথম উৎসাহ পায় সে ৷

গত বছরে গুজরাতে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-14 বিভাগে চ্যাম্পিয়ন হয় মৃত্তিকা ৷ দিল্লিতে অনূর্ধ্ব-16 বিভাগে দ্বিতীয় হয় ৷ ওয়ার্ল্ড ইউথ অনূর্ধ্ব-14 বিভাগে চতুর্থ হয়েছে সে ৷ এশিয়ান ইউথ দাবা প্রতিযোগিতায় সোনা ও রুপোর পদক জিতেছে মৃত্তিকা ৷ 2019 সালে অনূর্ধ্ব-11 বিভাগে দ্বিতীয় হয় ৷ করোনাকালে অনলাইনে প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পদকের অধিকারী হয়েছে সে ৷ তিনমাস আগে গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার কোচিং ক্লাসে ভরতি হয়েছে মৃত্তিকা ৷ সেখান থেকে মাত্র 15 বছর বয়সে অনূর্ধ্ব-17 বিভাগে ন্যাশনালে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়ে সকলের নজর কেড়েছে সে ৷

U17 National Chess Championship ETV BHARAT
অনূর্ধ্ব-17 জাতীয় দাবা প্রতিযোগিতার ট্রফির সঙ্গে মৃত্তিকা

মৃত্তিকা জানিয়েছে, দাবায় বোর্ড প্র্যাক্টিস খুব বেশ প্রয়োজন ৷ টুর্নামেন্ট খেললেই সেটা হয় ৷ সেই প্রশিক্ষণের অভাবেই আগের বছর অনূর্ধ্ব-15 বিভাগে কিছুটা পিছিয়ে পড়েছিলাম ৷ তাই এবার অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়ন হতে পেরে আমি খুব খুশি ৷ আর এর ফলে বিশ্ব ও এশিয়ান গেমস-সহ একাধিক জায়গায় খেলার সুযোগ পাব ৷ বর্তমানে আমার লক্ষ্য, সামনেই নাগপুর ও ভুবেনশ্বরে দাবা প্রতিযোগিতা রয়েছে ৷ সেখানে সফল হওয়া ৷’’ তার পরেই ওয়ার্ল্ড ইউথ চ্যাম্পিয়নশিপ রয়েছে ইতালিতে ৷ সেটার জন্য জোরকদমে প্রস্তুতি চলছে মৃত্তিকার ৷

আরও পড়ুন: চৌষট্টি খোপে ফের বাজিমাত বাংলার ! দেশের 78তম গ্র্যান্ডমাস্টার হলেন কৌস্তভ

মৃত্তিকার বাবা অরিদম মল্লিক বলেন, ‘‘ও যত উপরে উঠছে ততটাই ব্যয় বহুল হয়ে যাচ্ছে দাবা খেলার খরচ ৷ সরকার বা বেসরকারি সংস্থা ওকে স্পনসর করলে আমাদের পক্ষে খুব সুবিধা হয় ৷ আগামী দিনে এশিয়া ও ওয়ার্ল্ডের প্রতিযোগিতায় অংশ নেবে ৷ দেশের হয়ে পুরস্কার আনবে ৷ বর্তমানে মন দিয়ে প্রস্তুতি চালাচ্ছে ৷ পড়াশোনার প্রয়োজনীয়তা রয়েছে অবশ্যই ৷ কিন্তু খেলার প্রাধান্য বেশি মৃত্তিকার ভবিষ্যতের জন্য ৷ স্কুলও খুব সহযোগিতা করে পড়াশোনার দিক থেকে ৷ আমি অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সভাপতিকে অনুরোধ করেছি প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করতে ৷ যাতে আমরা কিছু সহযোগিতা পাই ৷

ইটিভি ভারতকে সাক্ষাৎকার অনূর্ধ্ব-17 জাতীয় দাবা চ্যাম্পিয়ন মৃত্তিকার

হুগলি, 12 মে: অনূর্ধ্ব-17 দাবা প্রতিযোগিতায় ন্যাশনালে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন বাংলার মৃত্তিকা মল্লিক ৷ মাত্র 15 বছর বয়সে অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়ন হয়েছে সে ৷ চুঁচুড়ার মৃত্তিকা মল্লিক এখনও পর্যন্ত দাবায় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একাধিক পুরস্কার জিতেছে ৷ 1-9 মে পর্যন্ত পঞ্জাবের জলন্ধরে মেয়েদের জাতীয় অনূর্ধ্ব-17 স্তরের দাবা প্রতিযোগিতা আসর বসে ৷ সেখানে মোট 8 জন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে প্রথমস্থান অধিকার করে মৃত্তিকা ৷

আগামী দিনে এশিয়ান গেমস ও ওয়ার্ল্ড ইউথ দাবা প্রতিযোগিতা রয়েছে ৷ মৃত্তিকার ইচ্ছে বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করা ৷ মৃত্তিকার বাবা অরিন্দম মল্লিক পেশায় একজন কেবল অপারেটর ৷ তারা দুই বোন ৷ মৃত্তিকার দিদিও পড়াশোনা করে ৷ মৃত্তিকা চুঁচুড়া বিনোদিনী স্কুলে দশম শ্রেণির ছাত্রী ৷ প্রতিবেশী বাণী সরকারের কাছে দাবা খেলা শিখেছে সে ৷ একটি প্রতিযোগিতা অংশ নিয়েছিল মৃত্তিকা ৷ সেখানে সাফল্য আসার পরেই দাবা খেলায় প্রথম উৎসাহ পায় সে ৷

গত বছরে গুজরাতে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-14 বিভাগে চ্যাম্পিয়ন হয় মৃত্তিকা ৷ দিল্লিতে অনূর্ধ্ব-16 বিভাগে দ্বিতীয় হয় ৷ ওয়ার্ল্ড ইউথ অনূর্ধ্ব-14 বিভাগে চতুর্থ হয়েছে সে ৷ এশিয়ান ইউথ দাবা প্রতিযোগিতায় সোনা ও রুপোর পদক জিতেছে মৃত্তিকা ৷ 2019 সালে অনূর্ধ্ব-11 বিভাগে দ্বিতীয় হয় ৷ করোনাকালে অনলাইনে প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পদকের অধিকারী হয়েছে সে ৷ তিনমাস আগে গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার কোচিং ক্লাসে ভরতি হয়েছে মৃত্তিকা ৷ সেখান থেকে মাত্র 15 বছর বয়সে অনূর্ধ্ব-17 বিভাগে ন্যাশনালে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়ে সকলের নজর কেড়েছে সে ৷

U17 National Chess Championship ETV BHARAT
অনূর্ধ্ব-17 জাতীয় দাবা প্রতিযোগিতার ট্রফির সঙ্গে মৃত্তিকা

মৃত্তিকা জানিয়েছে, দাবায় বোর্ড প্র্যাক্টিস খুব বেশ প্রয়োজন ৷ টুর্নামেন্ট খেললেই সেটা হয় ৷ সেই প্রশিক্ষণের অভাবেই আগের বছর অনূর্ধ্ব-15 বিভাগে কিছুটা পিছিয়ে পড়েছিলাম ৷ তাই এবার অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়ন হতে পেরে আমি খুব খুশি ৷ আর এর ফলে বিশ্ব ও এশিয়ান গেমস-সহ একাধিক জায়গায় খেলার সুযোগ পাব ৷ বর্তমানে আমার লক্ষ্য, সামনেই নাগপুর ও ভুবেনশ্বরে দাবা প্রতিযোগিতা রয়েছে ৷ সেখানে সফল হওয়া ৷’’ তার পরেই ওয়ার্ল্ড ইউথ চ্যাম্পিয়নশিপ রয়েছে ইতালিতে ৷ সেটার জন্য জোরকদমে প্রস্তুতি চলছে মৃত্তিকার ৷

আরও পড়ুন: চৌষট্টি খোপে ফের বাজিমাত বাংলার ! দেশের 78তম গ্র্যান্ডমাস্টার হলেন কৌস্তভ

মৃত্তিকার বাবা অরিদম মল্লিক বলেন, ‘‘ও যত উপরে উঠছে ততটাই ব্যয় বহুল হয়ে যাচ্ছে দাবা খেলার খরচ ৷ সরকার বা বেসরকারি সংস্থা ওকে স্পনসর করলে আমাদের পক্ষে খুব সুবিধা হয় ৷ আগামী দিনে এশিয়া ও ওয়ার্ল্ডের প্রতিযোগিতায় অংশ নেবে ৷ দেশের হয়ে পুরস্কার আনবে ৷ বর্তমানে মন দিয়ে প্রস্তুতি চালাচ্ছে ৷ পড়াশোনার প্রয়োজনীয়তা রয়েছে অবশ্যই ৷ কিন্তু খেলার প্রাধান্য বেশি মৃত্তিকার ভবিষ্যতের জন্য ৷ স্কুলও খুব সহযোগিতা করে পড়াশোনার দিক থেকে ৷ আমি অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সভাপতিকে অনুরোধ করেছি প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করতে ৷ যাতে আমরা কিছু সহযোগিতা পাই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.