হুগলি,14 অক্টোবর :তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলের মধ্যে দ্বন্দ্ব মেটাবার কথা বলেছেন ৷ যারা দলের মধ্যে পরস্পর মিলেমিশে থাকতে পারবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁসিয়ারিও দিয়েছেন দলনেত্রী ৷ অথচ গোষ্ঠী দ্বন্দ্বের জেরবার তৃণমূল। নিচু তলার কর্মী থেকে বিধায়ক ও সাংসদ সকলেই পরস্পরের দিকে ক্ষোভ উগরে দিচ্ছেন প্রতিদিন। হুগলিতে একদিকে MP ও MLA রা জেলা সভাপতি দিলীপ যাদবকে এক হাত নিচ্ছেন, অন্যদিকে তৃণমূলের কর্মী সম্মেলনে দেখা মিলছে না বিধায়ক ও সাংসদদের। তার উপর সম্মেলনেই ক্ষোভ উগরে দিতে দেখা গেছে নিচু তলার কর্মীদের।পঞ্চায়েতগুলি যেন ঘুঘুর বাসায় পরিণত হয়েছে বলে দাবি করেছে এক তৃণমূলের পঞ্চায়েত সদস্য। সেই সঙ্গে সম্মেলন থেকে মন্ত্রীর পাশাপাশি নেতারা উস্কানি মূলক মন্তব্য দিতে কসুর করছেন না। সব মিলিয়ে জেলা তৃণমূল সংগঠনে দ্বন্দ্ব প্রকট। রাজ্য তৃণমূল তরফে যখন কর্মীদের সঙ্ঘবদ্ধ করার জন্য প্রতিটি বিধানসভায় কর্মী সম্মেলন করা হচ্ছে । আর সেই কর্মী সম্মেলনে একের পর এক গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। এদিনের পুরশুড়া বিধানসভার কনভেনর কিংকর মাইতির ডাকা সম্মেলনে উপস্থিত ছিলেন না পরশুড়ার বিধায়ক নুরুজ্জামান-সহ আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। তবে এদিন 180 ডিগ্রি ঘুরে গিয়ে সাংসদ অপরূপা বলেন," দিলীপ যাদব আমার দাদা।আমি তাকে রাখি পরাই। আমি কারুর বিরুদ্ধে বলিনি । আমাদের কর্মীরা বলছেন, আমরা সম্মেলন জানতে পারছি। পুরানো কর্মীরা দলে জায়গা পাচ্ছে না তাই আমি বলছি।"
জেলা সভাপতির ডাকা সম্মেলনে আসলেন না সাংসদ অপরূপা - তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার তৃণমূল। হুগলিতে তৃণমূলের মধ্যে একাধিক গোষ্ঠী মাথা চাড়া দিয়েছে ৷ তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদবের ডাকা সম্মেলনে উপস্থিত ছিলেন না পরশুড়ার বিধায়ক নুরুজ্জামান সহ আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার।
![জেলা সভাপতির ডাকা সম্মেলনে আসলেন না সাংসদ অপরূপা inner clash of tmc](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9169733-thumbnail-3x2-tmc.jpg?imwidth=3840)
হুগলি,14 অক্টোবর :তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলের মধ্যে দ্বন্দ্ব মেটাবার কথা বলেছেন ৷ যারা দলের মধ্যে পরস্পর মিলেমিশে থাকতে পারবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁসিয়ারিও দিয়েছেন দলনেত্রী ৷ অথচ গোষ্ঠী দ্বন্দ্বের জেরবার তৃণমূল। নিচু তলার কর্মী থেকে বিধায়ক ও সাংসদ সকলেই পরস্পরের দিকে ক্ষোভ উগরে দিচ্ছেন প্রতিদিন। হুগলিতে একদিকে MP ও MLA রা জেলা সভাপতি দিলীপ যাদবকে এক হাত নিচ্ছেন, অন্যদিকে তৃণমূলের কর্মী সম্মেলনে দেখা মিলছে না বিধায়ক ও সাংসদদের। তার উপর সম্মেলনেই ক্ষোভ উগরে দিতে দেখা গেছে নিচু তলার কর্মীদের।পঞ্চায়েতগুলি যেন ঘুঘুর বাসায় পরিণত হয়েছে বলে দাবি করেছে এক তৃণমূলের পঞ্চায়েত সদস্য। সেই সঙ্গে সম্মেলন থেকে মন্ত্রীর পাশাপাশি নেতারা উস্কানি মূলক মন্তব্য দিতে কসুর করছেন না। সব মিলিয়ে জেলা তৃণমূল সংগঠনে দ্বন্দ্ব প্রকট। রাজ্য তৃণমূল তরফে যখন কর্মীদের সঙ্ঘবদ্ধ করার জন্য প্রতিটি বিধানসভায় কর্মী সম্মেলন করা হচ্ছে । আর সেই কর্মী সম্মেলনে একের পর এক গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। এদিনের পুরশুড়া বিধানসভার কনভেনর কিংকর মাইতির ডাকা সম্মেলনে উপস্থিত ছিলেন না পরশুড়ার বিধায়ক নুরুজ্জামান-সহ আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। তবে এদিন 180 ডিগ্রি ঘুরে গিয়ে সাংসদ অপরূপা বলেন," দিলীপ যাদব আমার দাদা।আমি তাকে রাখি পরাই। আমি কারুর বিরুদ্ধে বলিনি । আমাদের কর্মীরা বলছেন, আমরা সম্মেলন জানতে পারছি। পুরানো কর্মীরা দলে জায়গা পাচ্ছে না তাই আমি বলছি।"