ETV Bharat / state

Mother Sells Son: ডানকুনিতে নেশার ঘোরে সন্তানকে বিক্রি মায়ের, পুলিশের তৎপরতায় উদ্ধার শিশু - পুলিশ কমিশনার অমিত পি জাভালগি

এও সম্ভব ! নেশার ঘোরে নিজের সন্তানকেই বেচে দিল মা ৷ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ডানকুনিতে (Dankuni) ৷ পুলিশের তৎপরতায় পরে উদ্ধার হয় শিশুটি ৷

Mother sells her child due to intoxication in Dankuni
Mother sells her child due to intoxication in Dankuni
author img

By

Published : Oct 9, 2022, 11:29 AM IST

Updated : Oct 9, 2022, 11:56 AM IST

ডানকুনি, 9 অক্টোবর: নেশার ঘোরে নিজের সন্তানকে বেচে দিয়েছিল মা (Mother sells her child due to intoxication) । পরে ভুল বুঝতে পেরে ডানকুনি (Dankuni) পুলিশের সাহায্যে ফিরে পায় শিশুটিকে । অভিযোগ পেয়ে ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুইজনকে । শিশু বিক্রির জন্য কত টাকার লেনদেন হয়েছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ ।

এই শিশু বিক্রির ঘটনার তদন্তে নেমে মায়ের প্রেমিক সুজিত খান ও আজিজুল এবং এক মহিলা খুরসিদা বেগমের খোঁজ পায় পুলিশ । প্রেমিকের (Lover) ষড়যন্ত্রেই শিশুকে বিক্রি করার ছক করে তারা বলে জানা গিয়েছে । অভিযোগ, দেড় লক্ষ টাকা দিয়ে শিশুটিকে নিঃসন্তান এক দম্পতিকে বিক্রির করা কথা হয়েছিল । তারই তদন্ত করছে পুলিশ । এখনও পর্যন্ত শেখ আজিজুল ও খুরসিদা বেগমকে গ্রেফতার করা হয়েছে । প্রেমিক সুজিত খান পলাতক । তার খোঁজ চালাচ্ছে পুলিশ ।

নেশার ঘোরে নিজের সন্তানকেই বেচে দিল মা

চন্দননগর পুলিশ কমিশনার অমিতপি জাভালগি বলেন, "শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছিল । নিঃসন্তান কোন দম্পতি শিশুটিকে কিনেছিল । তাদের খোঁজ চলছে । টাকা পয়সার লেনদেন কী হয়েছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে । আপাতত দুজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় ৷ শিশুটি উদ্ধার করা হয়েছে ।"

সূত্রের খবর, শিশুটির মা পূজা মণ্ডল ছেলেকে নিয়ে মাস পাঁচেক আগে স্বামীর বাড়ি ছেড়ে চলে আসে । তারপর প্রেমিক সুজিত খানের সঙ্গে ডানকুনিতে চলে আসেন পূজা । আগে উত্তর 24 পরগনার নিউ ব্যারাকপুর বিলকান্দা এলাকায় থাকতেন তিনি । বছর সাতেক আগে বাবু মণ্ডলের সঙ্গে বিবাহ হয় পূজার । তাদের চার বছরের একটি ছেলে রয়েছে । ডানকুনি মনোহরপুর মল্লিকপারায় একটি বাসা ভাড়া নিয়ে চলে আসে পূজা । দিন চারেক আগে পূজার একমাত্র ছেলেকে বিক্রি করে দেয় প্রেমিক সুজিত । সেই অভিযোগই করেছেন পূজা ।

পুলিশকে পূজা জানান, নেশাগ্রস্ত অবস্থায় তাঁকে চন্ডীতলার কলাছড়ায় নিয়ে গিয়ে টিপ সই দিয়ে ছেলেকে চল্লিশ হাজার টাকায় আজিজুলের কাছে বেচে দেয় সুজিত । আজিজুল দেড় লক্ষ টাকায় এক নিঃসন্তান দম্পতিকে বেচবে বলে ঠিক করে শিশুটিকে । এরপরই পুলিশ তদন্তে নেমে আজিজুলকে আটক করে । তাকে জিজ্ঞাসাবাদ করে খুরসিদা বেগম নামে এক মহিলার খোঁজ পায় । চন্ডীতলায় তার জিম্মাতেই ছিল শিশুটি । সেই বাড়ি থেকেই শিশুটি উদ্ধার করা হয় ।

আরও পড়ুন: নিখোঁজ নাবালিকা ছাত্রীর দেহ উদ্ধার, বিক্ষোভ জাঙ্গিপাড়ায়

এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে ডানকুনি থানার পুলিশ । শিশুটির বাবা বাবু মণ্ডল বলেন, "মাস পাঁচেক আগে পূজা সন্তান নিয়ে বাড়ি থেকে চলে যায় । আমি রিক্সা চালাতাম । এখন কোনওভাবে দিন চলে । ছেলেকে নিয়ে ভালো থাকবে বলে একজনের সঙ্গে চলে গিয়েছিল পূজা । আমি তিনমাস আগে পুলিশে অভিযোগ জানিয়েছিলাম । যখন জানতে পারলাম ছেলেকে বিক্রি করে দিয়েছে ৷ তখন ডানকুনিতে এসে পুলিশের সাহায্য চাইলাম ।"

ডানকুনি, 9 অক্টোবর: নেশার ঘোরে নিজের সন্তানকে বেচে দিয়েছিল মা (Mother sells her child due to intoxication) । পরে ভুল বুঝতে পেরে ডানকুনি (Dankuni) পুলিশের সাহায্যে ফিরে পায় শিশুটিকে । অভিযোগ পেয়ে ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুইজনকে । শিশু বিক্রির জন্য কত টাকার লেনদেন হয়েছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ ।

এই শিশু বিক্রির ঘটনার তদন্তে নেমে মায়ের প্রেমিক সুজিত খান ও আজিজুল এবং এক মহিলা খুরসিদা বেগমের খোঁজ পায় পুলিশ । প্রেমিকের (Lover) ষড়যন্ত্রেই শিশুকে বিক্রি করার ছক করে তারা বলে জানা গিয়েছে । অভিযোগ, দেড় লক্ষ টাকা দিয়ে শিশুটিকে নিঃসন্তান এক দম্পতিকে বিক্রির করা কথা হয়েছিল । তারই তদন্ত করছে পুলিশ । এখনও পর্যন্ত শেখ আজিজুল ও খুরসিদা বেগমকে গ্রেফতার করা হয়েছে । প্রেমিক সুজিত খান পলাতক । তার খোঁজ চালাচ্ছে পুলিশ ।

নেশার ঘোরে নিজের সন্তানকেই বেচে দিল মা

চন্দননগর পুলিশ কমিশনার অমিতপি জাভালগি বলেন, "শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছিল । নিঃসন্তান কোন দম্পতি শিশুটিকে কিনেছিল । তাদের খোঁজ চলছে । টাকা পয়সার লেনদেন কী হয়েছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে । আপাতত দুজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় ৷ শিশুটি উদ্ধার করা হয়েছে ।"

সূত্রের খবর, শিশুটির মা পূজা মণ্ডল ছেলেকে নিয়ে মাস পাঁচেক আগে স্বামীর বাড়ি ছেড়ে চলে আসে । তারপর প্রেমিক সুজিত খানের সঙ্গে ডানকুনিতে চলে আসেন পূজা । আগে উত্তর 24 পরগনার নিউ ব্যারাকপুর বিলকান্দা এলাকায় থাকতেন তিনি । বছর সাতেক আগে বাবু মণ্ডলের সঙ্গে বিবাহ হয় পূজার । তাদের চার বছরের একটি ছেলে রয়েছে । ডানকুনি মনোহরপুর মল্লিকপারায় একটি বাসা ভাড়া নিয়ে চলে আসে পূজা । দিন চারেক আগে পূজার একমাত্র ছেলেকে বিক্রি করে দেয় প্রেমিক সুজিত । সেই অভিযোগই করেছেন পূজা ।

পুলিশকে পূজা জানান, নেশাগ্রস্ত অবস্থায় তাঁকে চন্ডীতলার কলাছড়ায় নিয়ে গিয়ে টিপ সই দিয়ে ছেলেকে চল্লিশ হাজার টাকায় আজিজুলের কাছে বেচে দেয় সুজিত । আজিজুল দেড় লক্ষ টাকায় এক নিঃসন্তান দম্পতিকে বেচবে বলে ঠিক করে শিশুটিকে । এরপরই পুলিশ তদন্তে নেমে আজিজুলকে আটক করে । তাকে জিজ্ঞাসাবাদ করে খুরসিদা বেগম নামে এক মহিলার খোঁজ পায় । চন্ডীতলায় তার জিম্মাতেই ছিল শিশুটি । সেই বাড়ি থেকেই শিশুটি উদ্ধার করা হয় ।

আরও পড়ুন: নিখোঁজ নাবালিকা ছাত্রীর দেহ উদ্ধার, বিক্ষোভ জাঙ্গিপাড়ায়

এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে ডানকুনি থানার পুলিশ । শিশুটির বাবা বাবু মণ্ডল বলেন, "মাস পাঁচেক আগে পূজা সন্তান নিয়ে বাড়ি থেকে চলে যায় । আমি রিক্সা চালাতাম । এখন কোনওভাবে দিন চলে । ছেলেকে নিয়ে ভালো থাকবে বলে একজনের সঙ্গে চলে গিয়েছিল পূজা । আমি তিনমাস আগে পুলিশে অভিযোগ জানিয়েছিলাম । যখন জানতে পারলাম ছেলেকে বিক্রি করে দিয়েছে ৷ তখন ডানকুনিতে এসে পুলিশের সাহায্য চাইলাম ।"

Last Updated : Oct 9, 2022, 11:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.