ETV Bharat / state

10 হাজার টাকার বিনিময়ে সন্তান বিক্রি ! স্বীকার যুবতির - mother is accused of selling her boy in konnagar

10 হাজার টাকার বিনিময়ে সন্তানকে বিক্রির অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে৷ কোন্ননগরের অরবিন্দপল্লীর ঘটনা৷ যদিও অভিযুক্ত মা রাখি দত্তের দাবি, বাচ্চাকে মানুষ করতে পারছিলেন না বলে অন্যের হাতে তুলে দিয়েছিলেন৷

mother-is-accused
0 হাজার টাকার বিনিময়ে সন্তানকে বিক্রির অভিযোগ মায়ের বিরুদ্ধে
author img

By

Published : Feb 15, 2020, 11:19 PM IST

Updated : Feb 15, 2020, 11:25 PM IST

কোন্নগর, 15 ফেব্রুয়ারি : 10 হাজার টাকার বিনিময়ে সন্তানকে বিক্রির অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে ৷ কোন্ননগরের অরবিন্দপল্লির ঘটনা ৷ যদিও অভিযুক্ত মা রাখি দত্তের দাবি, বাচ্চাকে মানুষ করতে পারছিলেন না বলে অন্যের হাতে তুলে দিয়েছিলেন ৷ তিনি বলেন, "ছেলে-মেয়ের খাওয়া খরচের জন্য আমাকে 10 হাজার টাকা দিয়েছিল ৷ আমার শরীর খুব খারাপ, তাই টাকা নিয়েছিলাম ৷ বাচ্চাকে মানুষ করতে পারছিলাম না ৷ তাই ঝু মণ্ডল নামে একজনের হাত দিয়ে এক ম্যাডামের কাছে বাচ্চাকে দিয়েছিলাম ৷"

স্বামী ও তিন সন্তানকে নিয়ে থাকতেন রাখি ৷ তিনি জানিয়েছেন, তাঁর স্বামীর রোজগার বলে কিছু নেই ৷ রোজগারের বেশিরভাগ টাকা মদ খেয়ে খরচ করে দিত ৷ কিছুদিন আগে তাঁর স্বামী তাঁকে ছেড়ে চলে যায় ৷ এবার বিপাকে পড়েন তিনি ৷ প্রচণ্ড অভাবের মধ্যে পড়তে হয় তাঁকে ৷ সেই কারণে 10 হাজার টাকার বিনিময়ে সন্তানকে ঝু মণ্ডলের হাতে তুলে দেন ৷

0 হাজার টাকার বিনিময়ে সন্তানকে বিক্রির অভিযোগ মায়ের বিরুদ্ধে

সন্তান বিক্রির খবর জানাজানি হতে রাখির বাড়ি যায় স্থানীয় বাসিন্দারা ৷ তাদের দাবি, ঝু মণ্ডল ও তার স্বামী শিশুপাচার চক্রের সঙ্গে যুক্ত ৷ নবনীতা সরখেল বলেন, "আমরা জানতে পারি ঝু ও তার স্বামী বাপি মণ্ডলের মাধ্যমে কোন্ননগরে আর এক মহিলা 10 হাজার টাকার বিনিময়ে রাখি তার সন্তানকে বিক্রি করে ৷ একটি শিশুকে এভাবে বিক্রি করে দেওয়া উচিত নয় ৷ এর সঙ্গে শিশুপাচার চক্র জড়িত কি না তা নিয়ে তদন্ত শুরু হোক৷"

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ ৷

কোন্নগর, 15 ফেব্রুয়ারি : 10 হাজার টাকার বিনিময়ে সন্তানকে বিক্রির অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে ৷ কোন্ননগরের অরবিন্দপল্লির ঘটনা ৷ যদিও অভিযুক্ত মা রাখি দত্তের দাবি, বাচ্চাকে মানুষ করতে পারছিলেন না বলে অন্যের হাতে তুলে দিয়েছিলেন ৷ তিনি বলেন, "ছেলে-মেয়ের খাওয়া খরচের জন্য আমাকে 10 হাজার টাকা দিয়েছিল ৷ আমার শরীর খুব খারাপ, তাই টাকা নিয়েছিলাম ৷ বাচ্চাকে মানুষ করতে পারছিলাম না ৷ তাই ঝু মণ্ডল নামে একজনের হাত দিয়ে এক ম্যাডামের কাছে বাচ্চাকে দিয়েছিলাম ৷"

স্বামী ও তিন সন্তানকে নিয়ে থাকতেন রাখি ৷ তিনি জানিয়েছেন, তাঁর স্বামীর রোজগার বলে কিছু নেই ৷ রোজগারের বেশিরভাগ টাকা মদ খেয়ে খরচ করে দিত ৷ কিছুদিন আগে তাঁর স্বামী তাঁকে ছেড়ে চলে যায় ৷ এবার বিপাকে পড়েন তিনি ৷ প্রচণ্ড অভাবের মধ্যে পড়তে হয় তাঁকে ৷ সেই কারণে 10 হাজার টাকার বিনিময়ে সন্তানকে ঝু মণ্ডলের হাতে তুলে দেন ৷

0 হাজার টাকার বিনিময়ে সন্তানকে বিক্রির অভিযোগ মায়ের বিরুদ্ধে

সন্তান বিক্রির খবর জানাজানি হতে রাখির বাড়ি যায় স্থানীয় বাসিন্দারা ৷ তাদের দাবি, ঝু মণ্ডল ও তার স্বামী শিশুপাচার চক্রের সঙ্গে যুক্ত ৷ নবনীতা সরখেল বলেন, "আমরা জানতে পারি ঝু ও তার স্বামী বাপি মণ্ডলের মাধ্যমে কোন্ননগরে আর এক মহিলা 10 হাজার টাকার বিনিময়ে রাখি তার সন্তানকে বিক্রি করে ৷ একটি শিশুকে এভাবে বিক্রি করে দেওয়া উচিত নয় ৷ এর সঙ্গে শিশুপাচার চক্র জড়িত কি না তা নিয়ে তদন্ত শুরু হোক৷"

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ ৷

Last Updated : Feb 15, 2020, 11:25 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.