হুগলি, 4 জুন : মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের ৷ সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি তৈরির প্রতিশ্রুতি নিয়ে এ দিন মুখ্যমন্ত্রীকে নিশানা করেন মহম্মদ সেলিম (Mohammed Salim Criticises CM on Agro-Industry Promise) ৷ অভিযোগ করেন, রেল মন্ত্রী থাকাকালীন উত্তরপাড়ায় কোচ ফ্যাক্টরির কথা বলেছিলেন ৷ কিন্তু, তা হয়নি ৷ উল্টে চিত্তরঞ্জন লোকোমোটিভ যা কিনা দক্ষিণ এশিয়ার সেরা রেল ইঞ্জিন তৈরির কারখানা, সেই সংস্থাকে বঞ্চিত করে গুজরাত এবং উত্তরপ্রদেশের ইঞ্জিন ফ্যাক্টরিকে বরাত দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন সেলিম ৷
চিত্তরঞ্জন লোকোমোটিভ ইস্যুতে মমতার বিরুদ্ধে রাজ্যের প্রতি কেন্দ্রের অবহেলা নিয়ে চুপ থাকার অভিযোগ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক ৷ আর সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি প্রসঙ্গে সেলিম বলেন, বাম আমলের পর রাজ্যে কৃষি ব্যবস্থাকে শাসকদল ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ পাশাপাশি, দক্ষিণবঙ্গের আলুচাষীরা ফসলের দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন সেলিম ৷ আর কৃষি বিপণন প্রসঙ্গে তাঁর দাবি, বিগত বাম সরকার আলু চাষীদের আয় বাড়াতে পটেটো বেসড চিপস কারখানা খুলেছিল ৷ কিন্তু, তার পর তৃণমূলের সরকার এ নিয়ে আর কোনও উদ্যোগ নেয়নি বলেই অভিযোগ তাঁর ৷
আরও পড়ুন : Md Salim Criticises CM : বিপদে পড়ে সন্তোষী মায়ের আশ্রয়ে, সিঙ্গুরে মমতার মন্দির দর্শনকে কটাক্ষ সেলিমের
আর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগের সপক্ষে সেলিমের যুক্তি, শালিমারে মুখ্যমন্ত্রী গাড়ি হাব তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্তু, তা তিনি পালন করেননি বলে অভিযোগ করেছেন সেলিম ৷ পাশাপাশি, রাজ্য সিন্ডিকেট রাজকে মদত দেওয়ার অভিযোগও করেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক ৷ তাঁর অভিযোগ, হিন্দমোটর সরানোর উপরে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও, তৃণমূল ও পুলিশ যৌথভাবে হিন্দমোটরের যন্ত্রাংশ পাচার করতে মদত করেছে ৷ তাঁর অভিযোগ শিল্পের বদলে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তৈরির উপরে জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী ৷