ETV Bharat / state

Md Salim Criticises CM : বিপদে পড়ে সন্তোষী মায়ের আশ্রয়ে, সিঙ্গুরে মমতার মন্দির দর্শনকে কটাক্ষ সেলিমের

সিঙ্গুরে সন্তোষী মায়ের মন্দির দর্শনকে কটাক্ষ সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Mohammed Salim Criticises CM for Her Visit to Santoshi Mata Temple) ৷ আজ জঙ্গলমহলের সফর শেষে সিঙ্গুরে যাবেন মমতা ৷ সেই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন সেলিম ৷

author img

By

Published : Jun 3, 2022, 11:11 AM IST

Mohammed Salim Criticises CM for Her Visit to Santoshi Mata Temple
Mohammed Salim Criticises CM for Her Visit to Santoshi Mata Temple

সিঙ্গুর, 3 জুন : জঙ্গলমহল সফর শেষে আজ সিঙ্গুরের সন্তোষী মাতা মন্দিরে পুজো দিতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর সন্তোষী মাতার মন্দিরে পুজো দেওয়ার বিষয়টিকে কটাক্ষ করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim Criticises CM for Her Visit to Santoshi Mata Temple) ৷ বললেন, বিপদে পড়েছেন বুঝে সন্তোষী মায়ের আশ্রয় নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সাংবাদিক বৈঠকে এ নিয়ে সেলিম বলেন, সিঙ্গুরে সর্ষে ছড়িয়েছিলেন ৷ এখন বুঝতে পেরেছেন সেই সর্ষের মধ্যে ভূত ছিল ৷ তাই বিপদ থেকে পরিত্রাণ পেতে এখন সন্তোষী মায়ের আশ্রয় নিচ্ছেন ৷

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, সিঙ্গুরের কৃষকরা জমি ফেরত পেলে সেখানে সন্তোষী মায়ের মন্দির তৈরি করে দেবেন ৷ সেই মন্দির তৈরি হওয়ার পর আজ প্রথমবার সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ আর তাঁর এই সফরকেই কটাক্ষ করেন মহম্মদ সেলিম ৷ কটাক্ষের সুরে বলেন, ‘সিঙ্গুরে সর্ষে ছড়িয়েছিলেন ৷ এখন বোঝা যাচ্ছে সর্ষের মধ্যে ভূত ছিল ৷ আমাদের অনেক লোক-দেবতা আছে ৷ অনেক আধুনিক দেবতাও আছে ৷ উনি সন্তোষী মায়ের আশ্রয় নিচ্ছেন ৷ এক একজন দেব-দেবীর আছেন যাঁরা বরদান করেন ৷ আবার অনেক দেবতা আছেন যাঁরা পরিত্রাণ বা সংকট মোচন করেন ৷ বোঝা যাচ্ছে উনি বিপদে পড়েছেন ৷’’

বিপদে পড়ে সন্তোষী মায়ের আশ্রয়ে, মুখ্য়মন্ত্রীকে কটাক্ষ সেলিমের

আরও পড়ুন : CPIM Party Office in Serampore : সিপিআইএম অফিস ঘরে ঘুরছে চকচকে সবুজ পাখা, আলমারি নীল! তাহলে কি বদল ?

সেলিমের কথায়, সিপিআইএম চেয়েছিল সিঙ্গুরে কারখানা হোক ৷ কিন্তু, বিজেপি বলছে দেশজুড়ে মন্দির হোক ৷ তাই তৃণমূলও মন্দির বানাচ্ছে বলে অভিযোগ করেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক ৷ শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির প্রসঙ্গ টেনে সেলিম অভিযোগ করেন, বোঝা যাচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং মন্দিরে বেশি রোজগার ৷ রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি এবং এইমসে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গেই এ কথা বলেন সেলিম ৷

সিঙ্গুর, 3 জুন : জঙ্গলমহল সফর শেষে আজ সিঙ্গুরের সন্তোষী মাতা মন্দিরে পুজো দিতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর সন্তোষী মাতার মন্দিরে পুজো দেওয়ার বিষয়টিকে কটাক্ষ করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim Criticises CM for Her Visit to Santoshi Mata Temple) ৷ বললেন, বিপদে পড়েছেন বুঝে সন্তোষী মায়ের আশ্রয় নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সাংবাদিক বৈঠকে এ নিয়ে সেলিম বলেন, সিঙ্গুরে সর্ষে ছড়িয়েছিলেন ৷ এখন বুঝতে পেরেছেন সেই সর্ষের মধ্যে ভূত ছিল ৷ তাই বিপদ থেকে পরিত্রাণ পেতে এখন সন্তোষী মায়ের আশ্রয় নিচ্ছেন ৷

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, সিঙ্গুরের কৃষকরা জমি ফেরত পেলে সেখানে সন্তোষী মায়ের মন্দির তৈরি করে দেবেন ৷ সেই মন্দির তৈরি হওয়ার পর আজ প্রথমবার সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ আর তাঁর এই সফরকেই কটাক্ষ করেন মহম্মদ সেলিম ৷ কটাক্ষের সুরে বলেন, ‘সিঙ্গুরে সর্ষে ছড়িয়েছিলেন ৷ এখন বোঝা যাচ্ছে সর্ষের মধ্যে ভূত ছিল ৷ আমাদের অনেক লোক-দেবতা আছে ৷ অনেক আধুনিক দেবতাও আছে ৷ উনি সন্তোষী মায়ের আশ্রয় নিচ্ছেন ৷ এক একজন দেব-দেবীর আছেন যাঁরা বরদান করেন ৷ আবার অনেক দেবতা আছেন যাঁরা পরিত্রাণ বা সংকট মোচন করেন ৷ বোঝা যাচ্ছে উনি বিপদে পড়েছেন ৷’’

বিপদে পড়ে সন্তোষী মায়ের আশ্রয়ে, মুখ্য়মন্ত্রীকে কটাক্ষ সেলিমের

আরও পড়ুন : CPIM Party Office in Serampore : সিপিআইএম অফিস ঘরে ঘুরছে চকচকে সবুজ পাখা, আলমারি নীল! তাহলে কি বদল ?

সেলিমের কথায়, সিপিআইএম চেয়েছিল সিঙ্গুরে কারখানা হোক ৷ কিন্তু, বিজেপি বলছে দেশজুড়ে মন্দির হোক ৷ তাই তৃণমূলও মন্দির বানাচ্ছে বলে অভিযোগ করেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক ৷ শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির প্রসঙ্গ টেনে সেলিম অভিযোগ করেন, বোঝা যাচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং মন্দিরে বেশি রোজগার ৷ রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি এবং এইমসে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গেই এ কথা বলেন সেলিম ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.