আরামবাগ, 18 এপ্রিল : রক্তদান শিবির থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হলেন আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। বর্তমানে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি । বিধায়ক ছাড়াও নিরাপত্তারক্ষী, গাড়ির চালক সহ আরও কয়েকজন আহত হয়েছেন ।
আজ দুপুরে ডঙ্গলের একটি রক্তদান শিবির থেকে ফিরছিলেন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। আরামবাগের গির্জাতলা মোড়ের কাছে উলটো দিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বিধায়কের গাড়িতে। দুর্ঘটনায় বিধায়ক ছাড়াও নিরাপত্তারক্ষী, চালকসহ দুটি গাড়ির বেশ কয়েকজন জখম হয়েছেন । তড়িঘড়ি বিধায়ককে আরামবাগ মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। তাঁর একটি হাত ভেঙে গেছে । শরীরে অন্যত্রও অল্পবিস্তর চোট লেগেছে । বাকিরাও মহকুমা হাসপাতালে ভরতি । এদের মধ্য়ে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । পুলিশ সূত্রে খবর উলটো দিক থেকে আসা গাড়িটি তৃণমূলের এক ছাত্র নেতার । তিনি সালেরপুরে নিজের বাড়ি ফিরছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে । বিধায়ককে দেখতে হাসপাতালে যান গোঘাটের বিধায়ক মানস মজুমদার ও আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী।