উত্তরপাড়া, 29 অক্টোবর: পশ্চিম বর্ধমানের আসানসোলের পুনরাবৃত্তি হল হুগলির (Hooghly) উত্তরপাড়ায় ৷ শত্রুঘ্ন সিনহা, অগ্নিমিত্রা পালের পর এবার উত্তরপাড়ায় (Uttarpara) স্থানীয় বিধায়ক তথা তৃণমূল নেতা কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) নামে পড়ল 'নিরুদ্দেশ' পোস্টার (Missing Poster) ৷ স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই এমন ঘটনা ঘটেছে ৷ অন্যদিকে, বাসিন্দারা বলছেন, বিধায়কের কার্যালয় থেকে প্রয়োজনীয় কাজকর্ম হয়ে গেলেও বিধায়ককে এলাকায় বড় একটা দেখা যায় না ৷ যদিও শনিবার পোস্টারের খবর করতে গিয়ে উত্তরপাড়াতেই বিধায়কের দেখা পেল ইটিভি ভারত ৷ মাখলার কার্যালয়ে বসে সাক্ষাৎকারও দিলেন তিনি ৷
উল্লেখ্য, শুক্রবার সকালে আসানসোলের কুলটিতে প্রথম সাংসদ শত্রুঘ্ন সিনহার নামে নিরুদ্ধেশ পোস্টার নিয়ে খবর হয় ৷ এর কয়েক ঘণ্টা পর সেই আসানসোলেই বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নামে একই পোস্টার পড়ে ৷ আর এবার শনিবার একইভাবে উত্তরপাড়ার বিধায়কের নামে পোস্টার দেওয়া হল ৷
আরও পড়ুন: শত্রুঘ্নর পালটা অগ্নিমিত্রার নামে 'নিরুদ্দেশ পোস্টার' আসানসোলে
স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় বণিক এই প্রসঙ্গে জানান, কাঞ্চন মল্লিক যখন ভোটে দাঁড়িয়েছিলেন, সেই সময় থেকেই তৃণমূলের অন্দরে কোন্দল চলছে ৷ দলেরই একাংশ ওঁকে বহিরাগত বলেন ৷ দলীয় সদস্যদের একাংশ মনে করেন, কাঞ্চন মল্লিক মানুষের জন্য কাজ করতে পারবেন না ৷ আজকে যে পোস্টার পড়েছে, তা এই গোষ্ঠীবিবাদেরই ফলশ্রুতি ৷
রাজনীতি নিয়ে মুখ খুলতে নারাজ এলাকাবাসী ৷ তবে, অভিজিৎ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, কাঞ্চন মল্লিকের দেখা তাঁরা খুব একটা পান না ৷ বিধায়ক যদি সপ্তাহে একবার কিংবা অন্তত 15 দিন অন্তর এলাকায় আসেন তো ভালো হয় ৷ সেক্ষেত্রে তাঁকে এলাকার সমস্যা সরাসরি বলা যেতে পারে ৷ যদিও বিধায়কের কাজ নিয়ে ওই বাসিন্দা কোনও অসন্তোষ প্রকাশ করেননি ৷
তবে, এলাকায় না আসার অভিযোগ মানতে নারাজ কাঞ্চন নিজে ৷ বস্তুত, ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে তাঁর দেখা হয় উত্তরপাড়াতেই ৷ কাঞ্চন জানান, তিনি নিয়ম করে কিছুদিন অন্তর উত্তরপাড়ায় আসেন ৷ কিন্তু, উত্তরপাড়া বড় এলাকা ৷ ফলে একসঙ্গে সর্বত্র যাওয়া সম্ভব হয় না ৷ তার জন্য যদি কেউ তাঁর নামে পোস্টার দেন, তাহলে তিনি ক্ষমাপ্রার্থী ৷ একইসঙ্গে তৃণমূলের তারকা বিধায়কের প্রশ্ন, "আমি এলাকায় না এলে কে আসে ? আমার ভূত ?"