চুঁচুড়া, 11 এপ্রিল: চুঁচুড়া থেকে 9 দিন ধরে নিখোঁজ এক নাবালিকা । পরিবারের অভিযোগ, কোনও প্রলোভন দেখিয়ে তাকে পাচার করা হয়েছে ।মঙ্গলবার চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার।
জানা গিয়েছে, 12 বছরের নাবালিকার বাড়ি চুঁচুড়াতে। বাবা কর্মসূত্রে মুম্বইতে থাকেন। ষষ্ঠ শ্রেণির ছাত্রী ওই নাবালিকা দেড় মাস আগে বাবার সঙ্গে হুগলির চুঁচুড়ায় ঠাকুমার বাড়িতে বেড়াতে আসে। বিভিন্ন জায়গায় ঘুরে কিছুদিন চুঁচুড়ায় থাকছিল মেয়েটি। বিকেল হলেই চুঁচুড়া স্টেশনে বেড়াতে যেত।পরিবার সূত্রে জানা গিয়েছে, সেখানে হরিদ্রাডাঙার আরেক কিশোরীর সঙ্গে পরিচয় হয় তার। তার সঙ্গে মাঝে মধ্যেই কথা বলত।
গত সোমবার অর্থাৎ 3 তারিখ চুঁচুড়া স্টেশনে দুই যুবক, দুই কিশোরীকে নাকি বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু তাতে তারা রাজি হয়নি। এরপর একজন বাড়ি ফিরে এলেও অন্যজন বাড়ি ফেরেনি ৷ নিখোঁজ নাাবলিকার ঠাকুমা ও বাবার তরফ থেকে অভিযোগ করা হয়েছে ৷ তাঁদের অনুমান কোনও কিছুর প্রলোভন দেখিয়ে তাদের মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে । এমনকি তাকে পাচার করারও অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা । এরপরেই চুঁচুড়া থানা ও ব্যান্ডেল জিআরপি থানায় মেয়ের ছবি দেখিয়ে পুলিশের দারস্থ হয়েছে পরিবার ।
আরও পড়ুন: স্কুল থেকে নিখোঁজ সরকারি হোমের 11 জন কিশোর
উল্লেখ্য, চুঁচুড়া স্টেশনে শাক পাতা, ডিম বিক্রি করে সংসার চালান নিখোঁজ নাবালিকার বৃদ্ধা ঠাকুমা। তাঁর ছেলে মুম্বইয়ের থানেতে কাজ করেন। নাবালিকা বাবার সঙ্গে মাসখানেক আগে কালনায় মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। এরপর চুঁচুড়ায় দোলের আগের দিন ঠাকুমা ও পিসির কাছে আসে। গত সোমবার সন্ধায় চুঁচুড়া স্টেশনে ঠাকুৃমার কাছে গিয়ে চা খেতে চায় নাবালিকা। প্লাটফর্মে ঘুরে এসে ফুচকা খাবে বলে টাকা নিয়ে যায় ঠাকুমার থেকে। এরপর আর তার খোঁজ মেলেনি।
নাবালিকার পরিবার খোঁজাখুঁজি করে জানতে পারে হরিদ্রাডাঙার এক নাবালিকার সঙ্গে পরিচয় ছিল তার। অপর ওই নাবালিকা জানিয়েছেন, চুঁচুড়া স্টেশনে প্রতিদিনের মতো সেদিন গিয়েছিল। স্টেশনে ওইদিন দুই যুবক তাদের সঙ্গে কথা বলে। বিয়ের প্রস্তাবও দেয়। ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। ওই দুই যুবকই নাকি নাবালিকাকে নিয়ে গিয়েছে। দুই যুবকের বাড়ি চুঁচুড়ারই রবীন্দ্রনগর এলাকায় বলে জানিয়েছে অপর নাবালিকা। নিখোঁজ নাবালিকার পরিবারের অনুমান, পাচার চক্রের হাতে পরেছে মেয়ে। নয় দিন হয়ে গেলেও মেয়ের খোঁজ না-মেলায় দুশ্চিন্তায় পরিবার।