আরামবাগ, 25 মার্চ: প্রায় সাড়ে 6 বছর ধরে নিখোঁজ থাকা এক ব্যক্তি সুস্থ অবস্থাতেই বাংলাদেশ থেকে বাড়ি ফিরলেন (Man Returns from Bangladesh)। দুই দেশের সমস্ত নিয়মকানুন মেনে মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়িতে ফিরলেন আরামবাগের মইগ্রাম এলাকার বছর পঞ্চাশের মানিক বাগ। ঘরের ছেলে সুস্থ অবস্থায় ফেরায় খুশির হাওয়া গোটা এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, 2015 সালের 22 সেপ্টেম্বর এসএসকেএমে চিকিৎসা করাতে যান আংশিক মানসিক ভারসাম্যহীন মানিক বাগ ৷ তাঁর সঙ্গে যান ভাই উত্তম বাগ-সহ পরিবারের কয়েকজন ৷ কিন্তু সেই দিন থেকেই নিখোঁজ হয়ে যান মানিকবাবু। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও খোঁজ পাননি তাঁর। পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁরা জানতে পারেন বাংলাদেশের খুলনা জেলায় এক ব্য়াঙ্ক ম্যানেজারের বাড়িতে রয়েছেন তিনি। রীতিমত অতিথির খাতিরে তাঁকে বাড়িতে রেখেছেন বাংলাদেশি ব্য়াঙ্ক ম্যানেজার আকিবুর রহমান। নির্দিষ্ট সময়ে খাওয়ানো, স্নান করানো-সহ প্রতিদিন সঠিকভাবে তাঁর প্রতি খেয়াল রেখে চলেছেন তিনি।
আরও পড়ুন : Dol at Retirement Homes : ফেলে আসা রঙিন দিনের স্বপ্নে বিভোর বৃদ্ধাশ্রমের আবাসিকরা
সম্প্রতি আকিবুর সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে জানান মানিকের কথা। বিষয়টি নজরে আসতেই আরামবাগের মইগ্রাম এলাকার মানিক বাগের পরিবারের সদস্যরা ওই ব্যক্তির খোঁজ খবর শুরু করেন। মানিকের ভাই উত্তমবাবু জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার দৌলতে তাঁরা দাদার সন্ধান পান। পরে ওই ব্য়াঙ্ক ম্যানেজারের সঙ্গে বিভিন্নভাবে কথা বলে উপযুক্ত প্রমাণ দেখান তাঁরা। একইসঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক ও বাংলাদেশি দূতাবাসের সঙ্গে কথা বলে ও উপযুক্ত প্রমাণ দিয়ে মঙ্গলবার দুপুরে তাঁরা দাদাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সীমান্ত পেরিয়ে তাঁরা দাদাকে বাড়িতে নিয়ে এসেছেন। বাড়িতে দাদার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে ৷ স্থানীয় মানুষরাও বলছেন এত বছর পর তাঁরা মানিকবাবুকে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরিয়ে আনতে পারবেন তা কখনও ভাবেননি। নিজের বাড়িতে ফিরতে পেরে খুশি মানিকবাবু। ঘটনা জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে আরামবাগের মইগ্রাম এলাকায়।