ETV Bharat / state

সৎ বাবাই ধর্ষক? অন্তঃসত্ত্বা নাবালিকা - হুগলি

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে । যার জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে মেয়েটি । ঘটনাটি ভদ্রেশ্বরের ।

harrasement
author img

By

Published : Sep 7, 2019, 10:19 PM IST

হুগলি, 7 সেপ্টেম্বর : নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে । যার জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ওই নাবালিকা । ঘটনাটি হুগলির ভদ্রেশ্বরের । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ ।

নির্যাতিতার মায়ের দাবি, ছয় মাস ধরে তাঁর বড়ো ও মেজো মেয়ের উপর অত্যাচার চালাত তার দ্বিতীয় পক্ষের স্বামী । নাবালিকাদের অভিযোগ, তাদের সৎ বাবা ও এক প্রতিবেশী তাঁদের দিনের পর দিন ধর্ষণ করত । স্থানীয় ক্লাবের সদস্যরা আজ অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেয় । নির্যাতিতারা জানায়, তারা দুইজনেই বিষয়টি মাকে জানিয়েছিল ৷ বিষয়টি নিয়ে এর আগে তাদের সৎ বাবা ও মায়ের মধ্যে অশান্তিও হয়েছে ৷

তবে নাবালিকার মার দাবি, "আমি লোকের বাড়িতে কাজ করি । এব্যপারে আমি আগে কিছু জানতাম না ।"

12 বছর আগে ছোটো মেয়েকে নিয়ে অভিযুক্তর সঙ্গে থাকতে শুরু করে ওই নাবালিকাদের মা । অভিযুক্ত পেশায় দিনমজুর । সূত্রের খবর, ছোটোবেলা থেকেই সৎ বাবার যৌন নির্যাতনের শিকার দুই বোন । ছয় মাস ধরে সেই নির্যাতনের মাত্রা আরও বাড়ে । তবে তাদের এক প্রতিবেশীর দাবি, এই কুকর্মে নির্যাতিতাদের মায়েরও মদত ছিল ।

হুগলি, 7 সেপ্টেম্বর : নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে । যার জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ওই নাবালিকা । ঘটনাটি হুগলির ভদ্রেশ্বরের । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ ।

নির্যাতিতার মায়ের দাবি, ছয় মাস ধরে তাঁর বড়ো ও মেজো মেয়ের উপর অত্যাচার চালাত তার দ্বিতীয় পক্ষের স্বামী । নাবালিকাদের অভিযোগ, তাদের সৎ বাবা ও এক প্রতিবেশী তাঁদের দিনের পর দিন ধর্ষণ করত । স্থানীয় ক্লাবের সদস্যরা আজ অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেয় । নির্যাতিতারা জানায়, তারা দুইজনেই বিষয়টি মাকে জানিয়েছিল ৷ বিষয়টি নিয়ে এর আগে তাদের সৎ বাবা ও মায়ের মধ্যে অশান্তিও হয়েছে ৷

তবে নাবালিকার মার দাবি, "আমি লোকের বাড়িতে কাজ করি । এব্যপারে আমি আগে কিছু জানতাম না ।"

12 বছর আগে ছোটো মেয়েকে নিয়ে অভিযুক্তর সঙ্গে থাকতে শুরু করে ওই নাবালিকাদের মা । অভিযুক্ত পেশায় দিনমজুর । সূত্রের খবর, ছোটোবেলা থেকেই সৎ বাবার যৌন নির্যাতনের শিকার দুই বোন । ছয় মাস ধরে সেই নির্যাতনের মাত্রা আরও বাড়ে । তবে তাদের এক প্রতিবেশীর দাবি, এই কুকর্মে নির্যাতিতাদের মায়েরও মদত ছিল ।

Intro:বাবার হাতেই মেয়ে যৌন নিগ্রহের স্বীকার অন্তঃসত্ত্বা নাবালিকা মেয়ে।ঘটনা ভদ্রেশ্বরের 3 নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লীর।অভিযোগ সৎ বাবা অভিজিৎ সরকারের বিরুদ্ধে।ভদ্রেশ্বর থানার পুলিশ মেয়েকে জিজ্ঞাসা বাদ করছে।আটক বাবা।মায়ের দাবি ছয়মাস ধরে জোর করে বড় ও মেজ মেয়ের উপর অত্যাচার চালাত বাবা বিশ্বজিৎ।মেয়েদের অভিযোগ বাবা ও এক প্রতিবেশী তাদের উপর যৌন নিগ্রহ করত।সেই কারণে স্থানীয় এক ক্লাবের তৎপরতা য় মেয়েদের জিজ্ঞাসাবাদের পরই বাবা কে তুলে দেয় পুলিশের কাছে।দুই মেয়েও স্বীকার করেছে তার বাবা এরকম করেছে।এই ঘটনা কথা বললে বাবা ও মায়ের সঙ্গে অশান্তি হত।মায়ের বক্তব্য আমি লোকের বাড়ীতে কাজ করি ।আমি কিছু জানি না।

মা পুষ্প সরকার প্রথম স্বামীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়।12 বছর আগে ছোটো মেয়ে কে নিয়ে বিশ্বজিতের সঙ্গে ঘর বাঁধে।বিশ্বজিৎ দিনমজুর।সূত্রে খবর ছোট বেলা থেকেই যৌন নির্যাতনের স্বীকার ছিল এই মাধ্যমিক ছাত্রী।ছয় মাস ধরে নির্যাতনের মাত্রা আরো বাড়তে থাকে।সেই কারণেই অন্তঃসত্ত্বা হয় হয় 17 বছরের এই মেয়েটি।এই কুকর্মে মায়ের ও মদত ছিল বলে দাবী প্রতিবেশীর।Body:WB_HGL_BHADRESWAR INCIDENT_7203418Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.