ETV Bharat / state

পৌরপ্রশাসকের উপস্থিতিতে কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ ভদ্রেশ্বরে - molestation news

পৌরসভার প্রশাসকের সামনে কিশোরীকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে ৷ এখনও পুলিশের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি ৷ থানার সামনে বিক্ষোভ দেখান BJP-র স্থানীয় সদস্যরা ৷

minor
minor
author img

By

Published : Jul 11, 2020, 5:09 PM IST

ভদ্রেশ্বর, 11জুলাই : পৌরসভার প্রশাসকের সামনে কিশোরীকে মারধর ও শারীরিক হেনস্থার অভিযোগ উঠল হুগলিতে ৷ ভদ্রেশ্বর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে গতরাত সাড়ে আটটা নাগাদ শান্তি কমিটি ক্লাবের সামনে ওই কিশোরীকে মারধর করা হয় ৷ ফেলে দেওয়া হয় তাঁর ফোনও ৷ এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি ৷ থানার সামনে বিক্ষোভ দেখান BJP-র স্থানীয় সদস্যরা ৷

স্থানীয় সূত্রে খবর, সংশ্লিষ্ট ওই ওয়ার্ডের লোকের সঙ্গে পাল বাগানের বেশ কয়েকজন যুবকের গন্ডগোল বাধে ৷ পৌরপ্রশাসক প্রলয় চক্রবর্তী এবং তাঁর দলবল নিয়ে এসে মারধর করে বলে অভিযোগ । সেখানে এই কিশোরী উপস্থিত ছিলেন ৷ ঘটনার ছবি তুলতে যান ৷ সেই সময়েই তাঁকেও মারধর করা হয় ৷ প্রলয় ওই কিশোরীর মোবাইল ছুঁড়ে ফেলে দেয় পুকুরে । এমনকি তাঁর পোশাক ছিঁড়ে দেওয়ারও অভিযোগ ওঠে ৷ আহত অবস্থায় ওই কিশোরীকে চন্দননগর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ৷

ওই কিশোরীর অভিযোগ, "আমাকে মারধর করা হয় । শ্লীলতাহানি করা হয় ৷ প্রলয় চক্রবর্তী আমরা ফোন পুকুরে ফেলে দিয়েছে ।" যদিও সেইসব অভিযোগ অস্বীকার করেছে প্রলয় চক্রবর্তী ৷ সে জানিয়েছে, পাড়ায় একটি ঝামেলা হয়েছিল । সেখানে গিয়ে শুনলাম । আমরা বিরুদ্ধে যা অভিযোগ হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ।

ওই কিশোরীর দিদিমা বলেন, "আমাদের পাড়ায় কোরোনা সংক্রমণ ছড়ায় ৷ সানিটাইজ়েশনের জন্য একটি মেশিন আনা হলে খারাপ হয়ে যায় । তখন স্থানীয় এক যুবক তার বিরোধিতা করেন ৷ তিনি বলেন, 'যেমন প্রশাসক তেমনই তাঁর মেশিন ।' এরপর স্থানীয় এক তৃণমূল নেতা রাতে প্রশাসককে ডেকে আনে ৷ গণ্ডগোল শুরু হয় । তখন আমার ছেলে গেলে তাঁকে মারধর করে । সেখানে আমার নাতনি মামাকে মারতে দেখে সেখানে যায় । পালবাগানের ওই যুবক আমার নাতনিকেও মারধর করে । আর সেই গণ্ডগোলের ছবি তোলার সময় ওর ফোন পুকুরে ফেলে দেয় । বাধ্য হয়ে মহিলারা প্রশাসকের গায়ে হাত দেয় । তখন পালিয়ে যায় । একজন প্রশাসক মীমাংসা না করে গণ্ডগোল বাধাচ্ছে । আমরা চাই আমাদের উপর অত্যাচারের বিচার হোক ।"

আজ সকালে BJP মহিলা মোর্চার সদস্যরা আক্রান্ত ওই কিশোরীর বাড়ি যান ৷ সেখানে তৃণমূলের বিরুদ্ধে তাঁদের দুই পুরুষ সদস্যকে মারধরের অভিযোগ ওঠে ৷ এরপর স্থানীয় BJP-র তরফে ভদ্রেশ্বর থানা ঘেরাও করা হয় ৷ চলে বিক্ষোভ ৷ রাস্তাও অবরোধ করেন কর্মীরা ৷

ভদ্রেশ্বর, 11জুলাই : পৌরসভার প্রশাসকের সামনে কিশোরীকে মারধর ও শারীরিক হেনস্থার অভিযোগ উঠল হুগলিতে ৷ ভদ্রেশ্বর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে গতরাত সাড়ে আটটা নাগাদ শান্তি কমিটি ক্লাবের সামনে ওই কিশোরীকে মারধর করা হয় ৷ ফেলে দেওয়া হয় তাঁর ফোনও ৷ এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি ৷ থানার সামনে বিক্ষোভ দেখান BJP-র স্থানীয় সদস্যরা ৷

স্থানীয় সূত্রে খবর, সংশ্লিষ্ট ওই ওয়ার্ডের লোকের সঙ্গে পাল বাগানের বেশ কয়েকজন যুবকের গন্ডগোল বাধে ৷ পৌরপ্রশাসক প্রলয় চক্রবর্তী এবং তাঁর দলবল নিয়ে এসে মারধর করে বলে অভিযোগ । সেখানে এই কিশোরী উপস্থিত ছিলেন ৷ ঘটনার ছবি তুলতে যান ৷ সেই সময়েই তাঁকেও মারধর করা হয় ৷ প্রলয় ওই কিশোরীর মোবাইল ছুঁড়ে ফেলে দেয় পুকুরে । এমনকি তাঁর পোশাক ছিঁড়ে দেওয়ারও অভিযোগ ওঠে ৷ আহত অবস্থায় ওই কিশোরীকে চন্দননগর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ৷

ওই কিশোরীর অভিযোগ, "আমাকে মারধর করা হয় । শ্লীলতাহানি করা হয় ৷ প্রলয় চক্রবর্তী আমরা ফোন পুকুরে ফেলে দিয়েছে ।" যদিও সেইসব অভিযোগ অস্বীকার করেছে প্রলয় চক্রবর্তী ৷ সে জানিয়েছে, পাড়ায় একটি ঝামেলা হয়েছিল । সেখানে গিয়ে শুনলাম । আমরা বিরুদ্ধে যা অভিযোগ হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ।

ওই কিশোরীর দিদিমা বলেন, "আমাদের পাড়ায় কোরোনা সংক্রমণ ছড়ায় ৷ সানিটাইজ়েশনের জন্য একটি মেশিন আনা হলে খারাপ হয়ে যায় । তখন স্থানীয় এক যুবক তার বিরোধিতা করেন ৷ তিনি বলেন, 'যেমন প্রশাসক তেমনই তাঁর মেশিন ।' এরপর স্থানীয় এক তৃণমূল নেতা রাতে প্রশাসককে ডেকে আনে ৷ গণ্ডগোল শুরু হয় । তখন আমার ছেলে গেলে তাঁকে মারধর করে । সেখানে আমার নাতনি মামাকে মারতে দেখে সেখানে যায় । পালবাগানের ওই যুবক আমার নাতনিকেও মারধর করে । আর সেই গণ্ডগোলের ছবি তোলার সময় ওর ফোন পুকুরে ফেলে দেয় । বাধ্য হয়ে মহিলারা প্রশাসকের গায়ে হাত দেয় । তখন পালিয়ে যায় । একজন প্রশাসক মীমাংসা না করে গণ্ডগোল বাধাচ্ছে । আমরা চাই আমাদের উপর অত্যাচারের বিচার হোক ।"

আজ সকালে BJP মহিলা মোর্চার সদস্যরা আক্রান্ত ওই কিশোরীর বাড়ি যান ৷ সেখানে তৃণমূলের বিরুদ্ধে তাঁদের দুই পুরুষ সদস্যকে মারধরের অভিযোগ ওঠে ৷ এরপর স্থানীয় BJP-র তরফে ভদ্রেশ্বর থানা ঘেরাও করা হয় ৷ চলে বিক্ষোভ ৷ রাস্তাও অবরোধ করেন কর্মীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.