ETV Bharat / state

আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, উত্তপ্ত ধনিয়াখালি

author img

By

Published : Oct 5, 2020, 11:08 PM IST

গতকাল দুপুরে অভিযুক্ত নাসির কাজি আদিবাসী ওই নাবালিকাকে মাংস-ভাত খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়ি ফিরে ঘটনার কথা পরিবারকে জনায় ওই নাবালিকা ।

Alleged rape of tribal minor
Alleged rape of tribal minor

ধনিয়াখালি, 5 অক্টোবর : মাংস-ভাত খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে আদিবাসী নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ । ঘটনায় উত্তপ্ত ধনিয়াখালি । অভিযুক্ত শেখ নাসির কাজিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

গতকাল দুপুরে ধনিয়াখালির গোবরআড়া গ্রামের বাসিন্দা নাসির কাজি আদিবাসী ওই নাবালিকাকে মাংস-ভাত খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়ি ফিরে ঘটনার কথা পরিবারকে জনায় ওই নাবালিকা । ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । অভিযুক্ত নাসির কাজির বাড়িতে চড়াও হন স্থানীয়রা এবং তাঁকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেয় ।

পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ জানানো হলে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ । POCSO আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ধনিয়াখালি থানার পুলিশ । আজ বিকেলে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান ধনিয়াখালি আদিবাসী রক্ষা মঞ্চের সদস্যরা । প্রথমে ধনিয়াখালির বেলমুড়ি পঞ্চায়েত এলাকায় মিছিল করেন তাঁরা । পরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় ।

ধনিয়াখালি, 5 অক্টোবর : মাংস-ভাত খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে আদিবাসী নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ । ঘটনায় উত্তপ্ত ধনিয়াখালি । অভিযুক্ত শেখ নাসির কাজিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

গতকাল দুপুরে ধনিয়াখালির গোবরআড়া গ্রামের বাসিন্দা নাসির কাজি আদিবাসী ওই নাবালিকাকে মাংস-ভাত খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়ি ফিরে ঘটনার কথা পরিবারকে জনায় ওই নাবালিকা । ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । অভিযুক্ত নাসির কাজির বাড়িতে চড়াও হন স্থানীয়রা এবং তাঁকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেয় ।

পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ জানানো হলে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ । POCSO আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ধনিয়াখালি থানার পুলিশ । আজ বিকেলে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান ধনিয়াখালি আদিবাসী রক্ষা মঞ্চের সদস্যরা । প্রথমে ধনিয়াখালির বেলমুড়ি পঞ্চায়েত এলাকায় মিছিল করেন তাঁরা । পরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.