ETV Bharat / state

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আম বাগানেই দিন কাটাচ্ছেন দোগাছিয়ার পরিযায়ী শ্রমিকেরা - Dogachhia Migrant workers stayed at Mango garden

কয়েকদিন আগেই মহারাষ্ট্র থেকে ফিরেছেন দোগাছিয়া এলাকার পরিযায়ী শ্রমিকেরা ৷ তারা বাড়িতে হোম কোয়ারানটিনে না থেকে আম বাগান , কলা বাগানে তাঁবু গড়ে অস্থায়ী আস্তানা তৈরি করে সেখানেই থাকছেন ৷ কেউ ফাঁকা কুঁড়েতে আবার কেউ পলিথিন দিয়ে গাছতলাতেই কুঁড়ে তৈরি করে অস্থায়ী ভাবে বসবাস করছেন । পরিবার ও গ্রামবাসীদের কথা চিন্তা করে এই পদক্ষেপ করেছে তারা ৷

Migrant workers of Dogachhia are staying at Mango garden
k
author img

By

Published : May 27, 2020, 10:22 PM IST

পোলবা , 27 মে : কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে ভিন রাজ্য থেকে নিজেদের রাজ্যে ও জেলায় ফিরে আসছে পরিযায়ী শ্রমিকেরা ৷ কেউ ফিরছে ট্রেনে কেউ বা বাসে । হুগলির পোলবার সুগন্ধার পঞ্চায়েতের দোগাছিয়া গ্রামে মঙ্গলবার 40 জন পরিযায়ী শ্রমিক ফিরে আসে । পোলবা থানা থেকে তাঁদের পোলবা ব্লক হাসপাতালে পাঠানো হয় । সেখানে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা হয় । সোমবার তাঁদের লালা রসের নমুনা নেওয়া হবে । ততদিন তাঁদের হোম কোয়ারানটিনে থাকতে বলা হয় । সোয়াব পরীক্ষা থেকে রিপোর্ট আসতে কয়েক দিন সময় লাগে । এই সময় পরিবারের সঙ্গে থাকলে সমস্যা হতে পারে । তাই শ্রমিকেরা গ্রামে ফিরলেও কেউ বাড়িতে ঢোকেননি । আম বাগানে তাঁবুতে দিন কাটাচ্ছে মহারাষ্ট্র থেকে আসা এই শ্রমিকেরা ।

পোলাবায় এখনও পর্যন্ত প্রায় পাঁচ হাজার পরিযায়ী শ্রমিক এসেছে । দেশের মধ্যে সবথেকে বেশি কোরোনা আক্রান্ত হচ্ছে মহারাষ্ট্রে। আর জেলাজুড়ে পরিযায়ী শ্রমিকদের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । হুগলি জেলার অনেক বাসিন্দা দিল্লি , মুম্বইয়ে স্বর্ণ শিল্পের কাজে নিযুক্ত ছিল । একদিকে লকডাউনে কাজ বন্ধ থাকায় খাওয়ার সমস্যা । আবার অন্যদিকে মুম্বইয়ে ক্রমবর্ধমান আক্রান্তের সংখ্যা ৷ তাই মুম্বইয়ে থাকার ঝুঁকি না নিয়ে বাড়ি ফিরছেন তাঁরা । অনেকে আবার গ্রামে প্রবেশ করতে পারছেন না ৷ সেক্ষেত্রে দোগাছিয়া এলাকার পরিযায়ী শ্রমিকেরা আম বাগান , কলা বাগানে তাঁবু গড়ে অস্থায়ী আস্তানা তৈরি করে নিয়েছে ৷ কেউ ফাঁকা কুঁড়েতে আবার কেউ পলিথিন দিয়ে গাছতলাতেই কুঁড়ে তৈরি করে অস্থায়ী ভাবে বসবাস করছেন । পরিবার ও গ্রামবাসীদের কথা চিন্তা করে এই পদক্ষেপ করেছে তারা ৷ সোয়াব পরীক্ষার রিপোর্ট আসার পর অন্য ভাবনা । স্থানীয় গ্রাম পঞ্চায়েত তাঁদের সুবিধা-অসুবিধার দিকে খেয়াল রাখছে ।

এক পরিযায়ী শ্রমিক দিলীপ মালিক বলেন , আমরা মুম্বই থেকে ফিরেছি । সেখানে কাজকর্ম হচ্ছে না । খাওয়া-দাওয়া পাচ্ছি না । অপরদিকে , মহারাষ্ট্রের বেশিরভাগ জায়গায় কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ আমরা বেগতিক বুঝে নিজেরা বাস ভাড়া করে বাড়ি ফিরে এসেছি । গ্রামবাসী আর পরিবারের জন্যই এই আমবাগানে দিন কাটাচ্ছি । চিকিৎসক যতক্ষণ না কোরোনা নেগেটিভ বলছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকব ।

ওই এলাকার জনপ্রতিনিধি গোপাল ধারা বলেন , “এঁরা নিজেরাই পরিবারের সুরক্ষার জন্যই আমবাগানে বাস করছে । আপাতত স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । কোনওরকম উপসর্গ দেখা দিলে কোরোনা পরীক্ষা করার ব্যবস্থা করা হবে । পঞ্চায়েতের দিক থেকে তাঁদের খাওয়া-দাওয়ার ব্যাপারে ব্যবস্থা করার বিষয়টি দেখা হচ্ছে ।”

পোলবা , 27 মে : কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে ভিন রাজ্য থেকে নিজেদের রাজ্যে ও জেলায় ফিরে আসছে পরিযায়ী শ্রমিকেরা ৷ কেউ ফিরছে ট্রেনে কেউ বা বাসে । হুগলির পোলবার সুগন্ধার পঞ্চায়েতের দোগাছিয়া গ্রামে মঙ্গলবার 40 জন পরিযায়ী শ্রমিক ফিরে আসে । পোলবা থানা থেকে তাঁদের পোলবা ব্লক হাসপাতালে পাঠানো হয় । সেখানে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা হয় । সোমবার তাঁদের লালা রসের নমুনা নেওয়া হবে । ততদিন তাঁদের হোম কোয়ারানটিনে থাকতে বলা হয় । সোয়াব পরীক্ষা থেকে রিপোর্ট আসতে কয়েক দিন সময় লাগে । এই সময় পরিবারের সঙ্গে থাকলে সমস্যা হতে পারে । তাই শ্রমিকেরা গ্রামে ফিরলেও কেউ বাড়িতে ঢোকেননি । আম বাগানে তাঁবুতে দিন কাটাচ্ছে মহারাষ্ট্র থেকে আসা এই শ্রমিকেরা ।

পোলাবায় এখনও পর্যন্ত প্রায় পাঁচ হাজার পরিযায়ী শ্রমিক এসেছে । দেশের মধ্যে সবথেকে বেশি কোরোনা আক্রান্ত হচ্ছে মহারাষ্ট্রে। আর জেলাজুড়ে পরিযায়ী শ্রমিকদের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । হুগলি জেলার অনেক বাসিন্দা দিল্লি , মুম্বইয়ে স্বর্ণ শিল্পের কাজে নিযুক্ত ছিল । একদিকে লকডাউনে কাজ বন্ধ থাকায় খাওয়ার সমস্যা । আবার অন্যদিকে মুম্বইয়ে ক্রমবর্ধমান আক্রান্তের সংখ্যা ৷ তাই মুম্বইয়ে থাকার ঝুঁকি না নিয়ে বাড়ি ফিরছেন তাঁরা । অনেকে আবার গ্রামে প্রবেশ করতে পারছেন না ৷ সেক্ষেত্রে দোগাছিয়া এলাকার পরিযায়ী শ্রমিকেরা আম বাগান , কলা বাগানে তাঁবু গড়ে অস্থায়ী আস্তানা তৈরি করে নিয়েছে ৷ কেউ ফাঁকা কুঁড়েতে আবার কেউ পলিথিন দিয়ে গাছতলাতেই কুঁড়ে তৈরি করে অস্থায়ী ভাবে বসবাস করছেন । পরিবার ও গ্রামবাসীদের কথা চিন্তা করে এই পদক্ষেপ করেছে তারা ৷ সোয়াব পরীক্ষার রিপোর্ট আসার পর অন্য ভাবনা । স্থানীয় গ্রাম পঞ্চায়েত তাঁদের সুবিধা-অসুবিধার দিকে খেয়াল রাখছে ।

এক পরিযায়ী শ্রমিক দিলীপ মালিক বলেন , আমরা মুম্বই থেকে ফিরেছি । সেখানে কাজকর্ম হচ্ছে না । খাওয়া-দাওয়া পাচ্ছি না । অপরদিকে , মহারাষ্ট্রের বেশিরভাগ জায়গায় কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ আমরা বেগতিক বুঝে নিজেরা বাস ভাড়া করে বাড়ি ফিরে এসেছি । গ্রামবাসী আর পরিবারের জন্যই এই আমবাগানে দিন কাটাচ্ছি । চিকিৎসক যতক্ষণ না কোরোনা নেগেটিভ বলছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকব ।

ওই এলাকার জনপ্রতিনিধি গোপাল ধারা বলেন , “এঁরা নিজেরাই পরিবারের সুরক্ষার জন্যই আমবাগানে বাস করছে । আপাতত স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । কোনওরকম উপসর্গ দেখা দিলে কোরোনা পরীক্ষা করার ব্যবস্থা করা হবে । পঞ্চায়েতের দিক থেকে তাঁদের খাওয়া-দাওয়ার ব্যাপারে ব্যবস্থা করার বিষয়টি দেখা হচ্ছে ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.