ভুবনেশ্বর, 6 অক্টোবর: ভুবনেশ্বরের এক বেসরকারি মেডিক্যাল কলেজের হস্টেল থেকে উদ্ধার হল এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ ৷ ওই যুবতীর নাম মৌবনি দাস ৷ তাঁর বাড়ি হুগলি জেলার হরিপাল গ্রামে ৷ চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে বাংলা থেকে ওড়িশায় আসেন অনেক তরুণ-তরুণীই ৷ মৌবনিও তার ব্যতিক্রম নন ৷ জানা গিয়েছে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি ৷ মৌবনির মৃত্যুর সঠিক কারণ খুঁজতে তদন্ত চলছে ৷
শুক্রবার সকালে হোস্টেলের ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ মৃ্ত্যুর কারণ জানতে ইতমধ্য়েই মৌবনির দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে ৷ তবে পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যাই করেছেন ওই ছাত্রী ৷ তবে মৃত্যুর আসল কারণ জানা যাবে ময়না তদন্তের রিপোর্ট সামনে আসার পরেই ৷ এই ঘটনার সঙ্গে অন্য় কোনও ছাত্রছাত্রীর যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ৷
জানা গিয়েছে, মৌবনি মৃত্যুর কয়েক ঘণ্টা আগে পরিবারের সঙ্গে কথাও বলেন ৷ অস্বাভাবিক কিছুই তিনি উল্লেখ করেননি সেই কথপোকথনে ৷ বিশেষত যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনা সামনে আসার পর মনে হতেই পারে তবে কি ব়্যাগিংয়ের শিকার হলেন মৌবনিও ৷ তাঁর বাবা মুনীন্দ্রনাথ দাস বলেন, "ওর মায়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল মৌবনির ৷ সেখানে কোনওরকম ঝগড়ার পরিস্থিতি তৈরি হয়নি ৷ শুধু তাই নয় ব়্যাগিং বা পড়াশোনার চাপ নিয়েও ও তেমন কিছুই বলেনি ৷ আমরা জানিনা কার সঙ্গে ওর শেষ ফোনে কথা হয়েছে ৷ ওর মোবাইলও পুলিশের কাছেই রয়েছে ৷"
আরও পড়ুন: কচ্ছে নৌকা-সহ বিএসএফের হাতে আটক পাকিস্তানি মৎস্যজীবী
জানা গিয়েছে, এই ঘটনায় আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রেজিস্টার করেছে পুলিশ ৷ তবে পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ৷ এই আত্মহত্যার বিভিন্ন দিক এখন খতিয়ে দেখছেন তাঁরা ৷