ETV Bharat / state

ধনেখালি ও গুড়াপে তৃণমূল কর্মী-সমর্থককে মারধর, অভিযুক্ত BJP - injured

তৃণমূল কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । হুগলির গুড়াপ ও ধনেখালির ঘটনা । অভিযোগ অস্বীকার BJP-র ।

আক্রান্ত তৃণমূল কর্মী
author img

By

Published : May 30, 2019, 10:47 PM IST

ধনেখালি (হুগলি), 30 মে : নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে বিক্ষিপ্ত অশান্তি অব্যাহত । হুগলির ধনেখালির তালবোনাতে এক তৃণমূল কর্মীর পেটে রড ঢুকিয়ে খুনের চেষ্টা করা হয়। অন্যদিকে হুগলির গুড়াপের মাঝের পাড়ায় মারধর করা হয়েছে এক তৃণমূল সমর্থককে । দু'টি ক্ষেত্রেই অভিযোগ উঠেছে BJP-র বিরুদ্ধে ।

ধনেখালিতে আহত তৃণমূল কর্মীর নাম সুরেশ মোদি (28) । অভিযোগ, গতরাতে তালবোনা গ্রামের ময়রার পাড়ে দাঁড়িয়ে গল্প করছিল 6 জন তৃণমূল কর্মী-সমর্থক । সেই সময় লাঠি, রড নিয়ে তাদের উপর হামলা চালায় কয়েকজন । সুরেশের পেটে রড ঢুকিয়ে দেয় তারা। মারধর করা হয় মেঘনাদ আহিরি নামে আরও একজনকে । দু'জনকেই ধনেখালি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় । পরে সুরেশের অবস্থার অবনতি হওয়ায় তাকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে ধনেখালি থানার পুলিশ ।

অভিযোগ অস্বীকার করেছে BJP । তাদের বক্তব্য, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে আহত হয়েছে ওই যুবক । এর সঙ্গে BJP-র কোনও যোগ নেই । গুড়াপের ঘটনায় BJP-র বক্তব্য, প্রতিবেশী এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল ওই যুবকের । তার জেরেই এই ঘটনা ।

ধনেখালি (হুগলি), 30 মে : নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে বিক্ষিপ্ত অশান্তি অব্যাহত । হুগলির ধনেখালির তালবোনাতে এক তৃণমূল কর্মীর পেটে রড ঢুকিয়ে খুনের চেষ্টা করা হয়। অন্যদিকে হুগলির গুড়াপের মাঝের পাড়ায় মারধর করা হয়েছে এক তৃণমূল সমর্থককে । দু'টি ক্ষেত্রেই অভিযোগ উঠেছে BJP-র বিরুদ্ধে ।

ধনেখালিতে আহত তৃণমূল কর্মীর নাম সুরেশ মোদি (28) । অভিযোগ, গতরাতে তালবোনা গ্রামের ময়রার পাড়ে দাঁড়িয়ে গল্প করছিল 6 জন তৃণমূল কর্মী-সমর্থক । সেই সময় লাঠি, রড নিয়ে তাদের উপর হামলা চালায় কয়েকজন । সুরেশের পেটে রড ঢুকিয়ে দেয় তারা। মারধর করা হয় মেঘনাদ আহিরি নামে আরও একজনকে । দু'জনকেই ধনেখালি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় । পরে সুরেশের অবস্থার অবনতি হওয়ায় তাকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে ধনেখালি থানার পুলিশ ।

অভিযোগ অস্বীকার করেছে BJP । তাদের বক্তব্য, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে আহত হয়েছে ওই যুবক । এর সঙ্গে BJP-র কোনও যোগ নেই । গুড়াপের ঘটনায় BJP-র বক্তব্য, প্রতিবেশী এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল ওই যুবকের । তার জেরেই এই ঘটনা ।

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.