ETV Bharat / state

সরকারি অনুমতি থাকলেও আপাতত খুলছে না হুগলির অধিকাংশ ধর্মীয় স্থান - lockdown news

আপাতত খুলছে না তারকেশ্বর মন্দির ৷ জানিয়ে দিল মন্দির কর্তৃপক্ষ । ফুরফুরা শরিফ ও ব্যান্ডেল চার্চেও সাধারণের প্রবেশ নিষিদ্ধ ৷

ছবি
ছবি
author img

By

Published : May 31, 2020, 10:35 PM IST

হুগলি, 31 মে : রাজ্যে শর্তসাপেক্ষে আগামী দু'সপ্তাহ লকডাউন রয়েছে ৷ তবে ধর্মীয় স্থানগুলি থেকে লকডাউনের বিধি-নিষেধ তুলে দেওয়া হয়েছে ৷ মুখ্যমন্ত্রী অনুমতি দিলেও আপাতত খুলছে না হুগলির অধিকাংশ মন্দির, মসজিদ গির্জা ৷ আপাতত বন্ধ থাকছে তারকেশ্বর মন্দিরও ৷

ধর্মীয় স্থান খোলা নিয়ে সরকারিভাবে বেশ কিছু নিয়মকানুন জারি করা হয়েছে৷ যেমন বড় জমায়েত করা যাবে না । একসঙ্গে দশ জনের বেশি দর্শনার্থী মন্দিরে প্রবেশ করতে পারবেন না ৷ স্যানিটাইজ়েশনের ব্যবস্থা করতে হবে মন্দির কর্তৃপক্ষকেই । এই পরিস্থিতিতে তারকেশ্বর মন্দির খোলা হবে না, বলে জানিয়ে দিল মন্দির কর্তৃপক্ষ । এবিষয়ে তারকেশ্বর মঠের মহন্ত মহারাজ বলেন, "মন্দির খোলার ব‍্যাপারে মন্দির কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সমস্ত পক্ষের সঙ্গে আলোচনা করেছে । পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপাতত মন্দির খোলা হবে না । আগামীদিনে মন্দির খোলা হলেও, কিছু বিধি নিষেধ প্রযোজ্য হবে ।"

গতকাল ব্যান্ডেল চার্চ খোলার অনুমতি দেন আর্চ বিশপ টমাস ডিসুজ়া ৷ সরকারি নির্দেশ মেনে ব্যান্ডেল চার্চ খুললেও, সাধারণের জন্য অবাধ প্রবেশের অনুমতি নেই ৷ লকডাউন শুরু হওয়ার পর ব্যান্ডেল চার্চে মেরামতের কাজ চলছে । ব্যান্ডেল চার্চের ফাদার ফ্রান্সিস বলেন, "শুধুমাত্র প্রার্থনার জন্য খোলা হবে গির্জা । একসঙ্গে দশজনের বেশি প্রবেশ করতে পারবেন না । তবে সাধারণের জন্য আপাতত খুলছে না ৷ বন্ধ অবাধ প্রবেশ ৷ পরে পরিস্থিতি অনুযায়ী জানানো হবে ।"

ফুরফুরা শরিফের পীর জাদা ত্বহা সিদ্দিকী বলেন, "মুখ্যমন্ত্রী বলার আগেই আমরা সামাজিক দূরত্ব বজায় রেখেই ফুরফুরা শরিফে নামাজ পড়া হচ্ছিল । একই নিয়ম বহাল থাকছে । সাধারণ মানুষকে অনুরোধ ফুরফুরা শরিফে ভিড় করবেন না ।শুধুমাত্র নামাজের জন্য ফুরফুরা শরিফ খোলা হবে ।"

অন্যদিকে, হংসেশ্বরী মন্দিরের খোলার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি মন্দির কর্তৃপক্ষ ৷ যদিও এই মন্দির পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে থাকে ৷ সেজন্য এখানকার সেবাইত ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলেই মন্দির খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ৷

হুগলি, 31 মে : রাজ্যে শর্তসাপেক্ষে আগামী দু'সপ্তাহ লকডাউন রয়েছে ৷ তবে ধর্মীয় স্থানগুলি থেকে লকডাউনের বিধি-নিষেধ তুলে দেওয়া হয়েছে ৷ মুখ্যমন্ত্রী অনুমতি দিলেও আপাতত খুলছে না হুগলির অধিকাংশ মন্দির, মসজিদ গির্জা ৷ আপাতত বন্ধ থাকছে তারকেশ্বর মন্দিরও ৷

ধর্মীয় স্থান খোলা নিয়ে সরকারিভাবে বেশ কিছু নিয়মকানুন জারি করা হয়েছে৷ যেমন বড় জমায়েত করা যাবে না । একসঙ্গে দশ জনের বেশি দর্শনার্থী মন্দিরে প্রবেশ করতে পারবেন না ৷ স্যানিটাইজ়েশনের ব্যবস্থা করতে হবে মন্দির কর্তৃপক্ষকেই । এই পরিস্থিতিতে তারকেশ্বর মন্দির খোলা হবে না, বলে জানিয়ে দিল মন্দির কর্তৃপক্ষ । এবিষয়ে তারকেশ্বর মঠের মহন্ত মহারাজ বলেন, "মন্দির খোলার ব‍্যাপারে মন্দির কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সমস্ত পক্ষের সঙ্গে আলোচনা করেছে । পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপাতত মন্দির খোলা হবে না । আগামীদিনে মন্দির খোলা হলেও, কিছু বিধি নিষেধ প্রযোজ্য হবে ।"

গতকাল ব্যান্ডেল চার্চ খোলার অনুমতি দেন আর্চ বিশপ টমাস ডিসুজ়া ৷ সরকারি নির্দেশ মেনে ব্যান্ডেল চার্চ খুললেও, সাধারণের জন্য অবাধ প্রবেশের অনুমতি নেই ৷ লকডাউন শুরু হওয়ার পর ব্যান্ডেল চার্চে মেরামতের কাজ চলছে । ব্যান্ডেল চার্চের ফাদার ফ্রান্সিস বলেন, "শুধুমাত্র প্রার্থনার জন্য খোলা হবে গির্জা । একসঙ্গে দশজনের বেশি প্রবেশ করতে পারবেন না । তবে সাধারণের জন্য আপাতত খুলছে না ৷ বন্ধ অবাধ প্রবেশ ৷ পরে পরিস্থিতি অনুযায়ী জানানো হবে ।"

ফুরফুরা শরিফের পীর জাদা ত্বহা সিদ্দিকী বলেন, "মুখ্যমন্ত্রী বলার আগেই আমরা সামাজিক দূরত্ব বজায় রেখেই ফুরফুরা শরিফে নামাজ পড়া হচ্ছিল । একই নিয়ম বহাল থাকছে । সাধারণ মানুষকে অনুরোধ ফুরফুরা শরিফে ভিড় করবেন না ।শুধুমাত্র নামাজের জন্য ফুরফুরা শরিফ খোলা হবে ।"

অন্যদিকে, হংসেশ্বরী মন্দিরের খোলার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি মন্দির কর্তৃপক্ষ ৷ যদিও এই মন্দির পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে থাকে ৷ সেজন্য এখানকার সেবাইত ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলেই মন্দির খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.