ETV Bharat / state

এবছরও আম চাষে করোনার ধাক্কা, মাথায় হাত চাষিদের - হুগলির আম চাষি

করোনা পরিস্থিতিতে দিশাহীন আমচাষিরা । যে দাম পাচ্ছেন, তা আমের সার ও ওষুধের টাকা দিতেই শেষ হয়ে যাচ্ছে । আম পাড়ার জন্য মজুরির খরচ উঠছে না বলে দাবি করেছেন চাষিরা । করোনা ও লকডাউনের জেরে এবারও আম চাষে লাভের মুখ দেখার সম্ভাবনা নেই বললেই চলে ।

mango price affected due to pandemic farmers to traders are in trouble
করোনার প্রকোপে জলের দরে আম বিকছে চাষিরা
author img

By

Published : May 16, 2021, 3:48 PM IST

চুঁচুড়া, 16 মে : করোনার দাপটে বিপুল ক্ষতির মুখে আম চাষিরা । হুগলি জেলার পোলবা, বলাগড় সিঙ্গুরসহ বেশ কিছু জায়গায় আমের ভালো ফলন হলেও কার্যত লকডাউনের জেরে বিক্রির দিশা দেখতে পাচ্ছেন না তাঁরা ।

হুগলি জেলার প্রায় সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে আম চাষ হয় । এই অঞ্চলগুলিতে আমের মরশুমে হিমসাগর, সরিখাস ও ল্যাংড়ার ফলন হয় । এছাড়া অগাস্ট-সেপ্টেম্বর মাসে দোফলা আমের ভাল লাভজনক ব্যবসা হয় হুগলির আম চাষিদের । তবে আম চাষি থেকে ব্যবসায়ীরা মরশুমি আমের উপর নির্ভরশীল বেশি ।

কিন্ত আগের বছর থেকে করোনার জন্য আমের বাজার খুব খারাপ । এই বছরেও লকডাউনে ক্ষতির মুখে পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা । হুগলির আম মূলত রাজ্য ছাড়াও বিহার, ঝাড়খণ্ডে যায় । কিন্তু এবার দাম পাচ্ছেন না কেউই । হিমসাগর যেখানে এক পিস বিক্রি হত 25 টাকা । তা এবারে 23 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে । কাঁচা আমের দাম কমে যাচ্ছে ক্রমশই । দামের জন্য অনেকে কাঁচাতেই বিক্রি করে দিচ্ছে ।

করোনার প্রকোপে জলের দরে আম বিকছে চাষিরা

এই পরিস্থিতিতে দিশাহীন চাষীরা । যে দাম পাচ্ছেন, আমের সার ও ওষুধের টাকা দিতেই শেষ হয়ে যাচ্ছে । আম পাড়ার জন্য মজুরির খরচ উঠছে না বলে দাবি করেছেন চাষিরা । বাজার কম সময় খোলার কারণে অন্যান্য জায়গা থেকে গাড়িও আসছে না । সুগন্ধা গোটু ও ব্যান্ডেলের আমের বাজারগুলিতে বিক্রি খুবই কম । করোনা ও লকডাউনের জেরে এবারও আম চাষে লাভের মুখ দেখার সম্ভাবনা নেই বললেই চলে ।

এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সরকারি তরফে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা । তাঁদের দাবি, চুঁচুড়ার বিধায়ক এর জন্য এগিয়ে আসুন । আম বাইরে গেলে দাম মিলবে। যাতে চাষের খরচ উঠে আসে তার জন্য সরকার সাহায্য করুক । চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগে মানুষ বাঁচুক । তা নইলে সংক্রমণ ছড়াবে । এই পরিস্থিতিতে অন্য কোনও পথ নেই ।

আরও পড়ুন : তড়িঘড়ি সিল্ক পার্কের উদ্বোধন, কী বলছে রেশমচাষিরা

জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক মৌটুসী মিত্রধর বলেন, "আমের ফলন এবছর ভালই আছে । কিন্তু করোনা কালে সমস্যা তো আছেই । ট্রেন বন্ধের কারণে একটু সমস্যা আছেই । সবে মাত্র আম উৎপাদন শুরু হয়েছে । করোনা মিটলে দাম পাওয়া যাবে আমের ।"

চুঁচুড়া, 16 মে : করোনার দাপটে বিপুল ক্ষতির মুখে আম চাষিরা । হুগলি জেলার পোলবা, বলাগড় সিঙ্গুরসহ বেশ কিছু জায়গায় আমের ভালো ফলন হলেও কার্যত লকডাউনের জেরে বিক্রির দিশা দেখতে পাচ্ছেন না তাঁরা ।

হুগলি জেলার প্রায় সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে আম চাষ হয় । এই অঞ্চলগুলিতে আমের মরশুমে হিমসাগর, সরিখাস ও ল্যাংড়ার ফলন হয় । এছাড়া অগাস্ট-সেপ্টেম্বর মাসে দোফলা আমের ভাল লাভজনক ব্যবসা হয় হুগলির আম চাষিদের । তবে আম চাষি থেকে ব্যবসায়ীরা মরশুমি আমের উপর নির্ভরশীল বেশি ।

কিন্ত আগের বছর থেকে করোনার জন্য আমের বাজার খুব খারাপ । এই বছরেও লকডাউনে ক্ষতির মুখে পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা । হুগলির আম মূলত রাজ্য ছাড়াও বিহার, ঝাড়খণ্ডে যায় । কিন্তু এবার দাম পাচ্ছেন না কেউই । হিমসাগর যেখানে এক পিস বিক্রি হত 25 টাকা । তা এবারে 23 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে । কাঁচা আমের দাম কমে যাচ্ছে ক্রমশই । দামের জন্য অনেকে কাঁচাতেই বিক্রি করে দিচ্ছে ।

করোনার প্রকোপে জলের দরে আম বিকছে চাষিরা

এই পরিস্থিতিতে দিশাহীন চাষীরা । যে দাম পাচ্ছেন, আমের সার ও ওষুধের টাকা দিতেই শেষ হয়ে যাচ্ছে । আম পাড়ার জন্য মজুরির খরচ উঠছে না বলে দাবি করেছেন চাষিরা । বাজার কম সময় খোলার কারণে অন্যান্য জায়গা থেকে গাড়িও আসছে না । সুগন্ধা গোটু ও ব্যান্ডেলের আমের বাজারগুলিতে বিক্রি খুবই কম । করোনা ও লকডাউনের জেরে এবারও আম চাষে লাভের মুখ দেখার সম্ভাবনা নেই বললেই চলে ।

এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সরকারি তরফে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা । তাঁদের দাবি, চুঁচুড়ার বিধায়ক এর জন্য এগিয়ে আসুন । আম বাইরে গেলে দাম মিলবে। যাতে চাষের খরচ উঠে আসে তার জন্য সরকার সাহায্য করুক । চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগে মানুষ বাঁচুক । তা নইলে সংক্রমণ ছড়াবে । এই পরিস্থিতিতে অন্য কোনও পথ নেই ।

আরও পড়ুন : তড়িঘড়ি সিল্ক পার্কের উদ্বোধন, কী বলছে রেশমচাষিরা

জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক মৌটুসী মিত্রধর বলেন, "আমের ফলন এবছর ভালই আছে । কিন্তু করোনা কালে সমস্যা তো আছেই । ট্রেন বন্ধের কারণে একটু সমস্যা আছেই । সবে মাত্র আম উৎপাদন শুরু হয়েছে । করোনা মিটলে দাম পাওয়া যাবে আমের ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.