ETV Bharat / state

হুগলিতে মদের আসরে বচসার জেরে যুবক খুন, অভিযুক্তকে গণপিটুনি - hooghly

হুগলিতে শুভঙ্কর দাস নামে এক যুবককে খুনের অভিযোগ । অভিযুক্তকে গণপিটুনি ।

man murder a youth in liquor party in hooghly
মৃত যুবক
author img

By

Published : Mar 6, 2020, 6:35 PM IST

বলাগড়, 6 মার্চ : হুগলির কুন্তিঘাটে মদের আসরে বচসার জেরে যুবককে খুনের অভিযোগ ৷ নাম শুভঙ্কর দাস (24) ৷ ঘটনায় অভিযুক্তকে গণপিটুনি স্থানীয় বাসিন্দাদের ৷ তাকে ইমামবাড়া হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

গতকাল শুভঙ্কর মগরায় গানের আসরে যোগ দিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর । সেখান থেকে আজ ভোররাতে কুন্তিঘাটের শেরপুর ব্রিজের নিচে শুভঙ্করের সঙ্গে আরও দু’জন মদের আসর জমায় ৷ অভিযোগ, সেখানেই বচসার জেরে শুভঙ্করের মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের কোপ মারে সুনীল দাস নামে এক ব্যক্তি ৷ আশপাশের বাসিন্দারা সেখানে এসে সুনীলকে ধরে গণপিটুনি দেন ৷ অপর ব্যক্তি পালিয়ে যায় ৷ বলাগড় থানার পুলিশ শুভঙ্করকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয় ৷

মৃতের বাবা সুশীল দাস বলেন, ‘‘গতকাল একটি অনুষ্ঠান দেখতে গিয়ে রাতে বাড়ি ফেরেনি শুভঙ্কর ৷ রাত 11টা নাগাদ ফোন করলেও তাকে পাওয়া যায়নি ৷ সকালে খবর পাই ছেলেকে খুন করা হয়েছে ৷’’ যদিও ঘটনার কথা অস্বীকার করেছে অভিযুক্ত ব্যক্তি ৷

মদের আসরে বচসার জেরে যুবককে খুনের অভিযোগ

বলাগড়, 6 মার্চ : হুগলির কুন্তিঘাটে মদের আসরে বচসার জেরে যুবককে খুনের অভিযোগ ৷ নাম শুভঙ্কর দাস (24) ৷ ঘটনায় অভিযুক্তকে গণপিটুনি স্থানীয় বাসিন্দাদের ৷ তাকে ইমামবাড়া হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

গতকাল শুভঙ্কর মগরায় গানের আসরে যোগ দিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর । সেখান থেকে আজ ভোররাতে কুন্তিঘাটের শেরপুর ব্রিজের নিচে শুভঙ্করের সঙ্গে আরও দু’জন মদের আসর জমায় ৷ অভিযোগ, সেখানেই বচসার জেরে শুভঙ্করের মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের কোপ মারে সুনীল দাস নামে এক ব্যক্তি ৷ আশপাশের বাসিন্দারা সেখানে এসে সুনীলকে ধরে গণপিটুনি দেন ৷ অপর ব্যক্তি পালিয়ে যায় ৷ বলাগড় থানার পুলিশ শুভঙ্করকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয় ৷

মৃতের বাবা সুশীল দাস বলেন, ‘‘গতকাল একটি অনুষ্ঠান দেখতে গিয়ে রাতে বাড়ি ফেরেনি শুভঙ্কর ৷ রাত 11টা নাগাদ ফোন করলেও তাকে পাওয়া যায়নি ৷ সকালে খবর পাই ছেলেকে খুন করা হয়েছে ৷’’ যদিও ঘটনার কথা অস্বীকার করেছে অভিযুক্ত ব্যক্তি ৷

মদের আসরে বচসার জেরে যুবককে খুনের অভিযোগ

For All Latest Updates

TAGGED:

hooghly
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.