সিঙ্গুর, 2 জুন : মুখ্যমন্ত্রীর সিঙ্গুর সফরের আগের দিন নেওয়া হচ্ছে জোরকদমে প্রস্তুতি (Mamata Banerjee Going to Singur) ৷ সিঙ্গুরের বাজেমেলিয়া গ্রামে সন্তোষী মাতার বিগ্রহ করা হচ্ছে পরিষ্কার ৷ এ কাজ করছেন খোদ শ্রমমন্ত্রী বেচারাম মান্না ৷ পালটানো হচ্ছে মন্দিরের ঘট, শুক্রবার নতুন ঘট স্থাপনের মাধ্যমে সকাল 8 ঘটিকায় মন্দিরে শুরু হবে বাৎসরিক পূজা অর্চনা।
2019 সালে 12 মার্চ বাজেমেলিয়া সন্তোষী মাতার মন্দির স্থাপন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই মন্দির প্রতিষ্ঠা করা হয় ৷ সিঙ্গুর কৃষিজমি সন্তোষী মাতা পূজা কমিটি গঠন করে এই মন্দির ৷ দেখাশোনার ভারগ্ৰহণ করেন সিঙ্গুরের আন্দোলনকারী কৃষকরা।
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর সভা শেষে আদিবাসী নৃত্য, পা মেলালেন খোদ মন্ত্রী
সিঙ্গুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দুধকুমার ধারা বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতোই এই সন্তোষী মায়ের মন্দির তৈরি করা হয়েছিল ৷ মুখ্যমন্ত্রী আসবেন বলে মূর্তি ধুয়ে কাপড় পড়াচ্ছেন সিঙ্গুরের বিধায়ক। আগামিকাল পুজো দিতে আসবেন। সকাল থেকে পুজো শুরু হবে। মুখ্যমন্ত্রীও এসে পুজো দেবেন। মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি কামারকুণ্ডুতে রেলের ফ্লাইওভার উদ্বোধন করবেন তিনি । সেই মতো প্রস্তুতি শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা থেকে স্টেজ তৈরি সবই ঠিকঠাক হচ্ছে।"