ETV Bharat / state

Mamata Slams Centre: 'ওহে নন্দলাল, 1149 টাকার গ্যাসে ফুটেছে বিনা পয়সার চাল !' সিঙ্গুরে পথের ইট গেঁথে কেন্দ্রকে ঠুকলেন মমতা - মমতা বন্দ্য়োপাধ্যায়

মূল্যবৃদ্ধি নিয়ে আজ কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় (Mamata Slams Centre)৷ সিঙ্গুরে বিজেপিকে নিশানা করে তিনি তুলে ধরলেন নন্দলাল কবিতার নতুন সংস্করণ ৷

Mamata in Singur ETV Bharat
সিঙ্গুরে পথের ইট গাঁথলেন মমতা
author img

By

Published : Mar 28, 2023, 7:28 PM IST

সিঙ্গুর, 28 মার্চ: সিঙ্গুর দিয়েই রাজ্যের বামফ্রন্ট সরকারের পতনের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় (Mamata Slams Centre)৷ কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ধর্নায় বসার আগে সেই সিঙ্গুরে গিয়েই কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গ্যাসের দাম বৃদ্ধি থেকে ইডি-সিবিআই - মমতা তাঁর বক্তব্যে একের পর এক তির নিক্ষেপ করেছেন বিজেপির দিকে ৷ গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করতে গিয়ে দ্বিজেন্দ্রলাল রায়ের নন্দলাল কবিতার নয়া সংস্করণ শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে (Mamata Banerjee takes Centre)৷

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা করে নন্দলাল কবিতার অনুকরণে নয়া পংক্তির উত্থাপন করেছেন (Mamata in Singur)৷ তিনি রীতিমতো সুর করে বলেন যে, "কেন্দ্রের বন্ধু সরকারকে বলি, ওহে নন্দলাল, 1149 টাকার গ্যাসে ফুটেছে বিনা পয়সার চাল । ওহে নন্দলাল বাহবা, বাহবা । বাহবা নন্দলাল ।" তিনি সরাসরি না বললেও, মূল্যবৃদ্ধি নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেই নন্দলাল বলেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

Mamata in Singur ETV Bharat
সিঙ্গুরের সভায় মুখ্যমন্ত্রী

বিভিন্ন ঘটনায় সিবিআই ও ইডি-র 'অতি তৎপরতা' নিয়ে এ দিন ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ তিনি বলেন, "কিছু বললেই ইডি সিবিআই পাঠিয়ে দাও । আমি সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞতা জানাই, মেয়েদের এখানে-ওখানে ডাকা যাবে না ।"

Mamata in Singur ETV Bharat
সিঙ্গুরে পথের ইট গাঁথলেন মমতা

আরও পড়ুন: কেন্দ্রের বিরুদ্ধে ধরনায় বসার আগে সিঙ্গুরের মাটি ছুঁতে এসেছেন, জানালেন মমতা

উল্লেখ্য, ইতিমধ্যেই হুগলি জেলায় একাধিক নেতা ও তৃণমূল ঘনিষ্ঠ ব্যক্তির নাম উঠে এসেছে । তার মধ্যে ইডির তালিকায় নাম আছে শান্তনু বন্দ্য়োপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের । কিন্তু তাঁকে এখনও ডাকেনি ইডি ।

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বুধবার থেকে দুদিনের ধরনা শুরুর আগের দিন সিঙ্গুরে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সিঙ্গুরের ধরনার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘‘সিঙ্গুরে 14 দিন ধরনা দিয়েছি ৷ তাই আজ সিঙ্গুরে এসেছি ৷ এখানকার মাটি ছুঁয়ে গেলাম ৷ কাল আবার ধরনায় বসব ৷’’ মঙ্গলবার সিঙ্গুর থেকেই রাজ্যজুড়ে পথশ্রী প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷

সিঙ্গুর, 28 মার্চ: সিঙ্গুর দিয়েই রাজ্যের বামফ্রন্ট সরকারের পতনের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় (Mamata Slams Centre)৷ কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ধর্নায় বসার আগে সেই সিঙ্গুরে গিয়েই কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গ্যাসের দাম বৃদ্ধি থেকে ইডি-সিবিআই - মমতা তাঁর বক্তব্যে একের পর এক তির নিক্ষেপ করেছেন বিজেপির দিকে ৷ গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করতে গিয়ে দ্বিজেন্দ্রলাল রায়ের নন্দলাল কবিতার নয়া সংস্করণ শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে (Mamata Banerjee takes Centre)৷

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা করে নন্দলাল কবিতার অনুকরণে নয়া পংক্তির উত্থাপন করেছেন (Mamata in Singur)৷ তিনি রীতিমতো সুর করে বলেন যে, "কেন্দ্রের বন্ধু সরকারকে বলি, ওহে নন্দলাল, 1149 টাকার গ্যাসে ফুটেছে বিনা পয়সার চাল । ওহে নন্দলাল বাহবা, বাহবা । বাহবা নন্দলাল ।" তিনি সরাসরি না বললেও, মূল্যবৃদ্ধি নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেই নন্দলাল বলেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

Mamata in Singur ETV Bharat
সিঙ্গুরের সভায় মুখ্যমন্ত্রী

বিভিন্ন ঘটনায় সিবিআই ও ইডি-র 'অতি তৎপরতা' নিয়ে এ দিন ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ তিনি বলেন, "কিছু বললেই ইডি সিবিআই পাঠিয়ে দাও । আমি সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞতা জানাই, মেয়েদের এখানে-ওখানে ডাকা যাবে না ।"

Mamata in Singur ETV Bharat
সিঙ্গুরে পথের ইট গাঁথলেন মমতা

আরও পড়ুন: কেন্দ্রের বিরুদ্ধে ধরনায় বসার আগে সিঙ্গুরের মাটি ছুঁতে এসেছেন, জানালেন মমতা

উল্লেখ্য, ইতিমধ্যেই হুগলি জেলায় একাধিক নেতা ও তৃণমূল ঘনিষ্ঠ ব্যক্তির নাম উঠে এসেছে । তার মধ্যে ইডির তালিকায় নাম আছে শান্তনু বন্দ্য়োপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের । কিন্তু তাঁকে এখনও ডাকেনি ইডি ।

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বুধবার থেকে দুদিনের ধরনা শুরুর আগের দিন সিঙ্গুরে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সিঙ্গুরের ধরনার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘‘সিঙ্গুরে 14 দিন ধরনা দিয়েছি ৷ তাই আজ সিঙ্গুরে এসেছি ৷ এখানকার মাটি ছুঁয়ে গেলাম ৷ কাল আবার ধরনায় বসব ৷’’ মঙ্গলবার সিঙ্গুর থেকেই রাজ্যজুড়ে পথশ্রী প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.