উত্তরপাড়া, 27 জুলাই: এবার হুগলির (Hooghly) হিন্দ মোটরে (Hind Motor) শিল্পতালুক গড়ার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ তার জন্য প্রয়োজনে 'হিন্দুস্তান মোটর্স' (Hindustan Motors)-কে দেওয়া জমি ফেরত নিতেও প্রস্তুত রাজ্য সরকার ৷ কারণ, তারা দশকের পর দশক ধরে ওই জমি বিনা ব্যবহারে ফেলে রেখেছে ৷ বুধবার উত্তরপাড়ায় টিটাগড় ওয়াগনস লিমিটেডের (Titagarh Wagons Limited) 25 বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই মঞ্চ থেকেই একথা বলেন মুখ্যমন্ত্রী ৷ যদিও তাঁর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে গেরুয়া শিবির ৷
এদিন মমতা বলেন, বামফ্রন্ট আমলে হুগলিতে 'হিন্দুস্তান মোটর্স'-কে 700 একর জমি দেওয়া হয়েছিল ৷ শিল্প স্থাপনের প্রস্তাব দিয়ে জমি পেয়েছিল ওই সংস্থা ৷ কিন্তু, আজ পর্যন্ত তাদের সেই প্রস্তাবিত প্রকল্প দিনের আলো দেখেনি ৷ আর এখানেই ক্ষোভ প্রকাশ করেছেন মমতা ৷ তাঁর অভিযোগ, বাংলার এই জমি দেখিয়ে চেন্নাইয়ে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে হিন্দুস্তান মোটর্স ৷ মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, হিন্দুস্তান মোটর্সের এমন পদক্ষেপে রাজ্যের ছেলেমেয়েরা বঞ্চিত হয়েছেন ৷ অথচ, এখানে শিল্প গড়ে উঠলে তাঁরা সকলে চাকরি পেতেন ৷
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, এই জমিটি নিয়ে দ্রুত পদক্ষেপ করা হবে ৷ প্রয়োজনে এই বিষয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে কথা বলবেন মুখ্যসচিব ৷ তারপর হিন্দুস্তান মোটর্সের কাছ থেকে ওই জমি ফেরত নেওয়া হবে ৷ রাজ্য সরকার 700 একরের জমিটি পুনরায় অধিগ্রহণ করে তা কোনও সংস্থার হাতে তুলে দেবে ৷ সেখানে গড়ে উঠবে নতুন শিল্প ৷ হবে কর্মসংস্থান ৷
যদিও মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই তথ্যগত ত্রুটির অভিযোগ তুলেছে বিজেপি ৷ তাদের দাবি, বাম আমলে নয়, আদতে তারও আগে কংগ্রেসের সময় ওই জমি হাতে পেয়েছিল হিন্দুস্তান মোটর্স ৷ এরই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনুষ্ঠান মঞ্চ থেকে ভুল তথ্য পেশের অভিযোগ তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷