ETV Bharat / state

Suhrid Dutta: তাপসী মালিক খুনে মূল অভিযুক্ত সুহৃদ দত্ত প্রয়াত

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 4:47 PM IST

Updated : Nov 9, 2023, 7:43 PM IST

মৃত্যু হল তাপসী মালিক খুনে মূল অভিযুক্ত তথা সিপিএম নেতা সুহৃদ দত্ত ৷ বয়স হয়েছিল 78 বছর । সিঙ্গুরের অপূর্বপুরের বাড়িতে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মৃত্যু হয় তাঁর ।

Etv Bharat
সুহৃদ দত্ত

সিঙ্গুর, 9 নভেম্বর: প্রয়াত হলেন তাপসী মালিক খুনে মূল অভিযুক্ত তথা সিপিআইএম নেতা সুহৃদ দত্ত ৷ দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার সুহৃদ দত্ত প্রয়াত হন । বয়স হয়েছিল 78। সিঙ্গুরের অপূর্বপুরের বাড়িতে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ তিনি মারা যান । সুহৃদ দত্ত আজীবন সিপিএম সদস্য ছিলেন । মৃত্যু সংবাদ পাওয়ার পর সিপিএম নেতৃত্ব তাঁর বাড়িতে যান । কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ তাঁকে শ্রদ্ধা জানান । সুহৃদ দত্তর চক্ষুদান করার পর বৈদ্যবাটি হাতিশালা ঘাটে দেহ সৎকার হবে ।

সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানা জমি থেকে বাজেমেলিয়ার তরুণী তাপসী মালিকের অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার হয় 2006 সালের 18 ডিসেম্বর । সিঙ্গুরের জমি আন্দোলন চলাকালীন তাপসীকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ ওঠে । যদিও সিবিআই চার্জশিটে ধর্ষণের ধারা ছিল না । সেই সময় বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় অনশন আন্দোলন করছেন কৃষকদের পক্ষে ।

সিবিআই সেই মামলার তদন্তভার নেওয়ার পর সিপিএম কর্মী দেবু মালিককে 19 জুন দিল্লিতে গ্রেফতার করে । পাটিয়ালা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসে । দেবুকে জেরা করে তৎকালীন সিপিএম সিঙ্গুর জোনাল কমিটির সম্পাদক সুহৃদ দত্তকে জেরা করে । 27 জুন 2007 সালে সিজিও কমপ্লেক্সে ডেকে গ্রেফতার করে । তাদের দু'জনেরই পলিগ্রাফ টেস্ট হয় । চন্দননগর আদালতে মামলা চলতে থাকে । এরপর 2008 সালের 11 নভেম্বর সুহৃদ ও দেবু দু'জনেরই যাবজ্জীবন সাজা হয় নিম্ন আদালতে । পরে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান তাঁরা । সেই মামলার এত বছরেও নিষ্পত্তি হয়নি । সিপিএম নেতৃত্ব বারবার অভিযোগ করেছেন সুহৃদ দত্ত ষড়যন্ত্রের শিকার । যে মামলায় নিম্ন আদালত তাকে সাজা দিয়েছিল হাইকোর্ট সেই মামলায় জামিন পেয়েছিলেন অথচ সেই মামলা এতবছর পরেও নিষ্পত্তি হল না । রাজ্য রাজনীতি তোলপাড় হয় সেই সময় । একাধিক নির্দোষ হওয়ার তথ্য প্রমাণ দিয়েও সেই মামলার নিষ্পত্তি হয়নি ।

উল্লেখ্য, সুহৃদ দত্ত 1967 সালে সিপিএম পার্টির সদস্য পদ পান । কৃষকসভার হুগলি জেলা সম্পাদক ছিলেন 1982-83 সালে । সিঙ্গুর জোনাল কমিটির সদস্য ছিলেন 1973 থেকে 2013 পর্যন্ত । সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন 1983 থেকে 2003 সাল তিনবার ।

আরও পড়ুন : গত পঞ্চায়েত ভোটে তাঁকে ফাঁসিয়ে ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বিস্ফোরক মনোরঞ্জন মালিক

সিঙ্গুর, 9 নভেম্বর: প্রয়াত হলেন তাপসী মালিক খুনে মূল অভিযুক্ত তথা সিপিআইএম নেতা সুহৃদ দত্ত ৷ দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার সুহৃদ দত্ত প্রয়াত হন । বয়স হয়েছিল 78। সিঙ্গুরের অপূর্বপুরের বাড়িতে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ তিনি মারা যান । সুহৃদ দত্ত আজীবন সিপিএম সদস্য ছিলেন । মৃত্যু সংবাদ পাওয়ার পর সিপিএম নেতৃত্ব তাঁর বাড়িতে যান । কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ তাঁকে শ্রদ্ধা জানান । সুহৃদ দত্তর চক্ষুদান করার পর বৈদ্যবাটি হাতিশালা ঘাটে দেহ সৎকার হবে ।

সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানা জমি থেকে বাজেমেলিয়ার তরুণী তাপসী মালিকের অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার হয় 2006 সালের 18 ডিসেম্বর । সিঙ্গুরের জমি আন্দোলন চলাকালীন তাপসীকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ ওঠে । যদিও সিবিআই চার্জশিটে ধর্ষণের ধারা ছিল না । সেই সময় বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় অনশন আন্দোলন করছেন কৃষকদের পক্ষে ।

সিবিআই সেই মামলার তদন্তভার নেওয়ার পর সিপিএম কর্মী দেবু মালিককে 19 জুন দিল্লিতে গ্রেফতার করে । পাটিয়ালা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসে । দেবুকে জেরা করে তৎকালীন সিপিএম সিঙ্গুর জোনাল কমিটির সম্পাদক সুহৃদ দত্তকে জেরা করে । 27 জুন 2007 সালে সিজিও কমপ্লেক্সে ডেকে গ্রেফতার করে । তাদের দু'জনেরই পলিগ্রাফ টেস্ট হয় । চন্দননগর আদালতে মামলা চলতে থাকে । এরপর 2008 সালের 11 নভেম্বর সুহৃদ ও দেবু দু'জনেরই যাবজ্জীবন সাজা হয় নিম্ন আদালতে । পরে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান তাঁরা । সেই মামলার এত বছরেও নিষ্পত্তি হয়নি । সিপিএম নেতৃত্ব বারবার অভিযোগ করেছেন সুহৃদ দত্ত ষড়যন্ত্রের শিকার । যে মামলায় নিম্ন আদালত তাকে সাজা দিয়েছিল হাইকোর্ট সেই মামলায় জামিন পেয়েছিলেন অথচ সেই মামলা এতবছর পরেও নিষ্পত্তি হল না । রাজ্য রাজনীতি তোলপাড় হয় সেই সময় । একাধিক নির্দোষ হওয়ার তথ্য প্রমাণ দিয়েও সেই মামলার নিষ্পত্তি হয়নি ।

উল্লেখ্য, সুহৃদ দত্ত 1967 সালে সিপিএম পার্টির সদস্য পদ পান । কৃষকসভার হুগলি জেলা সম্পাদক ছিলেন 1982-83 সালে । সিঙ্গুর জোনাল কমিটির সদস্য ছিলেন 1973 থেকে 2013 পর্যন্ত । সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন 1983 থেকে 2003 সাল তিনবার ।

আরও পড়ুন : গত পঞ্চায়েত ভোটে তাঁকে ফাঁসিয়ে ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বিস্ফোরক মনোরঞ্জন মালিক

Last Updated : Nov 9, 2023, 7:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.