চুঁচুড়া (হুগলি), 24 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষার্থী (Madhyamik Candidate's Docu) হয়ে তথ্যচিত্র বানিয়ে বিদেশের মাটিতে পুরষ্কৃত হতে চলেছে চুঁচুড়ার অভিজ্ঞান কিশোর দাস । আধুনিক ভারতের সুশ্রুত নামে পরিচিত পণ্ডিত মধুসূদন গুপ্তর জীবনীর উপরে তথ্যচিত্র বানিয়েছে সে । সে জন্যই মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে (Boy to be awarded in Philadelphia) আমন্ত্রণ পেয়েছে অভিজ্ঞান ।
হুগলি কলিজিয়েট স্কুলে পড়াশোনা । এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী অভিজ্ঞান কিশোর দাস । তার চিন্তাভাবনা সকলের থেকে পৃথক । স্বাধীনতার 75 বছরের অমৃত মহোৎসবে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রের জন্য একটি তথ্যচিত্র তৈরির ভাবনা আসে তাঁর মাথায় । নিজের উদ্যোগে পণ্ডিত মধুসূদন গুপ্তর জীবন নিয়ে সে তথ্যচিত্র বানিয়ে ফেলে ।
বর্তমানে কতটা প্রাসঙ্গিক পণ্ডিত গুপ্ত ? সেই কথাই তুলে ধরা আছে তার তথ্যচিত্রে । 10 মিনিটের এই তথ্যচিত্রে ভাষ্য পাঠ থেকে ফটোগ্রাফি ও এডিটিং সব কিছুই নিজে করে এই ছাত্র । তথ্যচিত্রটি ন'টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও পুরস্কৃত হয়েছে । এর মধ্যে তার কাজ স্থান পেয়েছে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক আয়োজিত সপ্তম আন্তর্জাতিক বিজ্ঞান চলচ্চিত্র উৎসব, দ্বাদশ জাতীয় বিজ্ঞান চলচ্চিত্র উৎসব-সহ বিভিন্ন ফেস্টিভ্যালে ।
কিছুদিন আগে ভারতীয় চিত্রসাধনা আয়োজিত মহারাষ্ট্রের দ্বিতীয় দেবগিরি লঘু চলচ্চিত্র উৎসবে ডকুমেন্টারি বিভাগে দ্বিতীয় পুরস্কার অর্জন করে অভিজ্ঞানের তথ্যচিত্র । এমনকী আগামী 25 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ ফিলাডেলফিয়া যুব চলচ্চিত্র উৎসবে দেখানো হবে এই তথ্যচিত্রটি এবং পুরস্কৃত করা হবে অভিজ্ঞানকে । ফিলাডেলফিয়া শহরে আমন্ত্রণ পেলেও যাওয়ার অবকাশ নেই মাধ্যমিক পরীক্ষার্থীর ।
শুধু এটাই নয়, এর আগে বিজ্ঞানের বিভিন্ন রকম প্রজেক্ট করে নানা সম্মান ও পুরস্কার জিতেছে সে । পোর্টেবল হ্যান্ড সানিটাইজারের তৈরি করে পেটেন্টের অধিকারী অভিজ্ঞান । অভিজ্ঞানের তথ্যচিত্রটি সকলকে তাক লাগিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে। আধুনিক ভারতের সুশ্রুত নামে পরিচিত এবং শল্যচিকিৎসার পথিকৃৎ পণ্ডিত মধুসূদন গুপ্তর জীবন নিয়ে নির্মিত এই তথ্যচিত্রটি অভিজ্ঞান তৈরি করে 2021 সালে করোনার আবহে ৷ ।
1836 সালে 10 জানুয়ারি কলকাতা মেডিক্যাল কলেজে প্রথম শব ব্যবচ্ছেদ করা হয় । তৎকালীন হুগলির বৈদ্যবাটির বাসিন্দা ও আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন মধুসূদন গুপ্ত । সময়ের অন্তরালে ক্রমশ হারিয়ে যায় এই যুগান্তকারী ঐতিহাসিক ঘটনা । চুঁচুড়ার নারকেল বাগানের দশম শ্রেণির অত্যন্ত মেধাবী ছাত্র অভিজ্ঞান পণ্ডিত গুপ্তর এই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে তৈরি করে তথ্যচিত্র ।
আরও পড়ুন: অবশেষে খোঁজ মিলল রহস্যময়ী হৈমন্তীর, বাপের বাড়ি হাওড়ার বাঁকসাড়ায়
অভিজ্ঞান বলে, আধুনিক শল্যচিকিৎসা বিজ্ঞানে পণ্ডিত গুপ্তর অসামান্য অবদান সাধারণ মানুষ প্রায় ভুলেই গিয়েছেন । তাঁর এই যুগান্তকারী অবদানকে ভাবনায় ফুটিয়ে তুলে সে পুরস্কৃত হচ্ছি সে জন্য গর্ব অনুভব করে বলে জানিয়েছে অভিজ্ঞান । রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে সে অনুরোধ জানিয়েছে, পণ্ডিত মধুসূদন গুপ্তের স্মৃতিতে বৃহৎ হাসপাতাল নির্মাণ করা হোক ।
অভিজ্ঞানের বাবা অনিন্দ্য কিশোর দাস বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে যুব ফিল্ম ফেস্টিবলে ফাইনালিস্ট হয়েছে সে । বৈদ্যবাটি পণ্ডিত মধুসূদন গুপ্ত ছিলেন আধুনিক ভারতের প্রথম শল্য চিকিৎসক । ক্যালকাটা মেডিক্যাল কলেজে তিনি প্রথম শব ব্যবচ্ছেদের মধ্যে দিয়ে আধুনিক চিকিৎসা ব্যবস্থার স্থাপন করেন। তাঁর এই কৃতিত্বকে ধরেই অভিজ্ঞান 10 মিনিটের একটা তথ্যচিত্র বানায় ।
স্কুলের সহযোগিতার সঙ্গে সঙ্গে একজন সহপাঠীও সহযোগিতা ও অভিনয় করেছিল । মূলত এই ফিল্মটার বানানোর পিছনে ছিল 2021 সালে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়ান্স ফেস্টিভ্যাল যোগ দেওয়া । বিষয় ছিল শুধুমাত্র বিপ্লবীরাই নন, ভারতের মধ্যে বিজ্ঞানী এবং চিকিৎসকরাও তাঁদের কাজের মাধ্যমে ভারতের স্বাধীনতাতে অংশগ্রহণ করেছিলেন । এমনই ঐতিহাসিক বাঙালি পণ্ডিত গুপ্তর জীবনী বেছে নিয়েছিল অভিজ্ঞান ।
তথ্যচিত্রটি দেশের মধ্যে বেশ কয়েকটি ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত ও পুরস্কৃত হয়েছে। তবে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সারা পৃথিবীর মধ্যে শিশুদের তথ্যচিত্র প্রতিযোগিতা । এই তথ্যচিত্রে বিজ্ঞানকে জনপ্রিয়তা করার জন্যই এটা করা। এর আগেও তার একাধিক আবিষ্কারের জন্য জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পুরস্কৃত হয়েছে।
তার উদ্ভাবনের মধ্যে অন্যতম টাচ ফ্রি অটোম্যাটিক পোর্টেবল হ্যান্ড স্যানিটাইজারও রয়েছে । এটাতে ভারত সরকারের কাছ থেকে পেটেন্টও পায় অভিজ্ঞান । আগামিদিনে ও চলচ্চিত্রকে বেশি প্রাধান্য দেবে নাকি বিজ্ঞানকে নিয়ে কাজ করবে, তা পুরোটাই ওর উপর নির্ভর করছে । এই বিষয়টি তার উপরই ছেড়ে দিতে চান মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা-মা ৷