ETV Bharat / state

শুভেন্দু ডাকাত সর্দার, কটাক্ষ মদনের

উত্তরপাড়া স্টেশন রোডে বালির নিশ্চিন্দার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ক্যান্টিন দেখতে এসে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন মদন মিত্র ৷ নাম না করে মদন মিত্র শুভেন্দু অধিকারীকে ডাকাত দলের সর্দার বলে কটাক্ষ করে বলেন, "জাপানি কোম্পানিগুলো কেন হলদিয়া ছেড়ে পালিয়ে গেল, কেন হলদিয়ায় কোন কোম্পানি থাকতে পারছে না । আরে আপনি ডাকাত না, ডাকাতদের সর্দার ৷ কি করে তা বুঝে নিতে হয় আমরা বিধানসভায় বুঝে নেব ।"

ডাকাত সর্দার বলে শুভেন্দুকে কটাক্ষ মদনের
ডাকাত সর্দার বলে শুভেন্দুকে কটাক্ষ মদনের
author img

By

Published : Jun 2, 2021, 7:20 AM IST

উত্তরপাড়া, 2 জুন : "শুভেন্দুর সমস্যা হচ্ছে ওর উচ্চারণ করতে অসুবিধা হচ্ছিল আড়াই লাখ, আড়াই কোটি না আড়াই হাজার কোটি । কারণ হলদি নদীর জলে কত হাজার কোটি টাকা ডুবিয়ে রেখেছে সেটা ওই জানে । ওকে বলি আলাপন নিয়ে বলার আগে মনে রাখা উচিত উনি আইএএসের টপার । কথায় বলে না যে, একটা যোগ্যতা দেখে বলা উচিত ।" এভাবেই মঙ্গলবার বালির নিশ্চিন্দার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ক্যান্টিন দেখতে এসে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন মদন মিত্র ৷

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গান শোনানোর পাশাপাশি শুভেন্দুকেও একহাত নেন মদন মিত্র ৷ তিনি বলেন, "শুভেন্দুর যে কো-অপারেটিভগুলো আছে সেগুলো একটু নাড়াচাড়া করে দেখা যাক না যে আড়াই লাখ টাকা মাইনে বেরোয় না আড়াই কোটি টাকা । আর যাই হোক শুভেন্দুর মুখে আলাপনের কথা মানায় না । আলাপনের ভাইয়ের মৃত্যু হয়েছে ৷ তারপরেও সে হাসতে হাসতে এই সময় লড়াই করছে । আলাপন হচ্ছে বাংলার অলংকার । আমি স্যালুট জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ কোনও টাকা কোনও দাম দিয়েই আলাপনের মত অফিসার বাংলায় তৈরি করা যাবে না ।"

আরও পড়ুন : 9 এপ্রিলের পর দেশে 3 হাজারের নিচে নামল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণও

নাম না করে এদিন তিনি শুভেন্দু অধিকারীকে ডাকাত দলের সর্দার বলে কটাক্ষ করে বলেন, "জাপানি কোম্পানিগুলো কেন হলদিয়া ছেড়ে পালিয়ে গেল, কেন হলদিয়ায় কোন কোম্পানি থাকতে পারছে না । আরে আপনি ডাকাত না, ডাকাতদের সর্দার ৷ কি করে তা বুঝে নিতে হয় আমরা বিধানসভায় বুঝে নেব ।"

ডাকাত সর্দার বলে শুভেন্দুকে কটাক্ষ মদনের
শুধু শুভেন্দুই নয়, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও সুর চড়িয়ে বলেন, " কেন্দ্র ভ্যাকসিন পাঠাবার বদলে কেন্দ্রীয় বাহিনী পাঠায় ৷ যখন ওষুধ পাঠাবার সময় তখন রাইফেল দিয়ে গুলি চালায় ।" বিজেপি সরকারের সমালোচনা করে মদন মিত্র এদিন দিল্লি যাওয়ার হুঁশিয়ারিও দেন ৷

উত্তরপাড়া, 2 জুন : "শুভেন্দুর সমস্যা হচ্ছে ওর উচ্চারণ করতে অসুবিধা হচ্ছিল আড়াই লাখ, আড়াই কোটি না আড়াই হাজার কোটি । কারণ হলদি নদীর জলে কত হাজার কোটি টাকা ডুবিয়ে রেখেছে সেটা ওই জানে । ওকে বলি আলাপন নিয়ে বলার আগে মনে রাখা উচিত উনি আইএএসের টপার । কথায় বলে না যে, একটা যোগ্যতা দেখে বলা উচিত ।" এভাবেই মঙ্গলবার বালির নিশ্চিন্দার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ক্যান্টিন দেখতে এসে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন মদন মিত্র ৷

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গান শোনানোর পাশাপাশি শুভেন্দুকেও একহাত নেন মদন মিত্র ৷ তিনি বলেন, "শুভেন্দুর যে কো-অপারেটিভগুলো আছে সেগুলো একটু নাড়াচাড়া করে দেখা যাক না যে আড়াই লাখ টাকা মাইনে বেরোয় না আড়াই কোটি টাকা । আর যাই হোক শুভেন্দুর মুখে আলাপনের কথা মানায় না । আলাপনের ভাইয়ের মৃত্যু হয়েছে ৷ তারপরেও সে হাসতে হাসতে এই সময় লড়াই করছে । আলাপন হচ্ছে বাংলার অলংকার । আমি স্যালুট জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ কোনও টাকা কোনও দাম দিয়েই আলাপনের মত অফিসার বাংলায় তৈরি করা যাবে না ।"

আরও পড়ুন : 9 এপ্রিলের পর দেশে 3 হাজারের নিচে নামল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণও

নাম না করে এদিন তিনি শুভেন্দু অধিকারীকে ডাকাত দলের সর্দার বলে কটাক্ষ করে বলেন, "জাপানি কোম্পানিগুলো কেন হলদিয়া ছেড়ে পালিয়ে গেল, কেন হলদিয়ায় কোন কোম্পানি থাকতে পারছে না । আরে আপনি ডাকাত না, ডাকাতদের সর্দার ৷ কি করে তা বুঝে নিতে হয় আমরা বিধানসভায় বুঝে নেব ।"

ডাকাত সর্দার বলে শুভেন্দুকে কটাক্ষ মদনের
শুধু শুভেন্দুই নয়, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও সুর চড়িয়ে বলেন, " কেন্দ্র ভ্যাকসিন পাঠাবার বদলে কেন্দ্রীয় বাহিনী পাঠায় ৷ যখন ওষুধ পাঠাবার সময় তখন রাইফেল দিয়ে গুলি চালায় ।" বিজেপি সরকারের সমালোচনা করে মদন মিত্র এদিন দিল্লি যাওয়ার হুঁশিয়ারিও দেন ৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.