ভদ্রেশ্বর, 3 জুলাই : তেলের দাম আন্তর্জাতিক বাজার অনুযায়ী ওঠানামা করে ৷ তবে, তেলের দাম বাড়ায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার ৷ শনিবার দলের কাজে ভদ্রেশ্বর এসে একথা বললেন লকেট চট্টোপাধ্যায় ৷
এদিন বিজেপি নেত্রী বলেন, "তেলার দাম নিয়ন্ত্রণে রাখার জন্য পেট্রোলিয়াম মন্ত্রী চেষ্টা করছেন ৷" তবে, এই বিষয়ে রাজ্যকে বিঁধতে ছাড়লেন না লকেট চট্টোপাধ্যায় ৷ বলেন, "যাঁরা তেলের দাম বাড়া নিয়ে আন্দোলন করেন, বড় বড় কথা বলেন, তাঁদের বুঝতে হবে, তেলের দামের ওপর তাঁরা যে সেস নেয় সেটা আগে কমানো দরকার । রাজ্যের সেস 37 টাকা থেকে এক টাকা করা উচিত ।’’
লকেটের অভিযোগ, কেন্দ্রের থেকে অনেক বেশি সেস নয় রাজ্য । লকেটের পাল্টা যুক্তি, "তেলের দাম, গ্যাসের দাম নিয়ে কথা হচ্ছে ৷ পশ্চিমবঙ্গে বিদ্যুৎ-এর দাম কী আছে ? সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় বিদ্যুৎ-এর দাম এত বেশি কেন ?"
আরও পড়ুন: কসবা ভ্যাকসিন-কাণ্ডে সিবিআই তদন্তের দাবি লকেটের
ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে লকেট এদিন বলেন, "দেবাঞ্জনের পিছনে যাঁরা আছেন, সেই প্রভাবশালীদের আড়াল করতে এই তদন্তে তাড়াহুড়ো করা হচ্ছে ৷ বিষয়টাকে ধামাচাপা দিতেই দেবাঞ্জন দেবকে বলির পাঁঠা করা হচ্ছে ।"