ETV Bharat / state

পুজো কমিটির চোরদের বাঁচাতে ধরনায় বসেছে তৃণমূল : লকেট - TMC

"দুর্গাপুজো নিয়ে রাজ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল ৷ রাজ্যে কত মানুষ মরছে , মহিলাদের নিরাপত্তা নেই, এইগুলি নিয়ে তৃণমূল ধরনা দিতে পারত ৷ কিন্তু, তার বদলে দুর্গাপুজো কমিটিগুলিকে আয়কর নোটিশ ইশুতে ধরনা দিচ্ছে ৷" আজ তৃণমূলের বঙ্গজননী কমিটিকে আক্রমণ করে একথা বললেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷

লকেট
author img

By

Published : Aug 13, 2019, 5:30 PM IST

Updated : Aug 13, 2019, 7:37 PM IST

কলকাতা, 13 অগাস্ট : দুর্গাপুজো কমিটিগুলিকে আয়কর নোটিশ ইশুতে তৃণমূলের বঙ্গজননী কমিটির ধরনাকে আক্রমণ করলেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় । বললেন, "পুজো বাঙালির উৎসব, পুজো সবার, তৃণমূলের একার পুজো নয় । সব পুজো কমিটিকে নোটিশ দেওয়া হয়নি । যে সমস্ত পুজো কমিটি চিটফান্ডের টাকায় ও কাটমানির টাকায় চলে তাদের নোটিশ দেওয়া হয়েছে ৷ সেই সব চোরদের বাঁচাতেই তৃণমূলের বঙ্গজননী কমিটি ধরনায় বসেছে ৷"

ভিডিয়োয় শুনুন লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য

লকেট আরও বলেন, "দুর্গাপুজো নিয়ে রাজ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল ৷ রাজ্যে কত মানুষ মরছে , মহিলাদের নিরাপত্তা নেই, এইগুলি নিয়ে তৃণমূল ধরনা দিতে পারত ৷ কিন্তু, তার বদলে দুর্গাপুজো কমিটিগুলিকে আয়কর নোটিশ ইশুতে ধরনা দিচ্ছে ৷ তৃণমূল এমনভাব করছে যেন পুজো ওদের ব্যক্তিগত সম্পত্তি । গ্রামের বহু মানুষ পুজোর সময় তাদের সামগ্রী বিক্রির জন্য বড় বড় পুজো মণ্ডপের কাছে বসে ৷ পুজো কমিটিগুলো এদের থেকে প্রচুর টাকা নেয় । এসব টাকার কোনও হিসাব নেই । আয়কর দপ্তরের এটাও তদন্ত করে দেখা উচিত । ৪০টি পুজো কমিটিকে নাম দিয়ে দিয়ে বলা হয়েছে । এই পুজো কমিটিগুলি চিঠফান্ড ও কাটমানির টাকায় চলত । সেই পুজো কমিটিগুলোকেই নোটিশ দেওয়া হয়েছে । দুর্গাপুজো তৃণমূলের উৎসব নয় ৷ এটা রাজ্যের মানুষের উৎসব ৷ দুর্গাপুজো নিয়ে রাজনীতি চলবে না ৷ এই ধরনা কখনও সফল হবে না ৷"

আয়কর দপ্তর এবছর একাধিক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে । যার বিরোধিতা করে এসেছে তৃণমূল কংগ্রেস ৷ আয়কর দপ্তরের এই সিদ্ধান্তের সমালোচনা করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আয়কর দপ্তরের এই সিদ্ধান্তের নেপথ্যে BJP হাত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি ৷

কলকাতা, 13 অগাস্ট : দুর্গাপুজো কমিটিগুলিকে আয়কর নোটিশ ইশুতে তৃণমূলের বঙ্গজননী কমিটির ধরনাকে আক্রমণ করলেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় । বললেন, "পুজো বাঙালির উৎসব, পুজো সবার, তৃণমূলের একার পুজো নয় । সব পুজো কমিটিকে নোটিশ দেওয়া হয়নি । যে সমস্ত পুজো কমিটি চিটফান্ডের টাকায় ও কাটমানির টাকায় চলে তাদের নোটিশ দেওয়া হয়েছে ৷ সেই সব চোরদের বাঁচাতেই তৃণমূলের বঙ্গজননী কমিটি ধরনায় বসেছে ৷"

ভিডিয়োয় শুনুন লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য

লকেট আরও বলেন, "দুর্গাপুজো নিয়ে রাজ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল ৷ রাজ্যে কত মানুষ মরছে , মহিলাদের নিরাপত্তা নেই, এইগুলি নিয়ে তৃণমূল ধরনা দিতে পারত ৷ কিন্তু, তার বদলে দুর্গাপুজো কমিটিগুলিকে আয়কর নোটিশ ইশুতে ধরনা দিচ্ছে ৷ তৃণমূল এমনভাব করছে যেন পুজো ওদের ব্যক্তিগত সম্পত্তি । গ্রামের বহু মানুষ পুজোর সময় তাদের সামগ্রী বিক্রির জন্য বড় বড় পুজো মণ্ডপের কাছে বসে ৷ পুজো কমিটিগুলো এদের থেকে প্রচুর টাকা নেয় । এসব টাকার কোনও হিসাব নেই । আয়কর দপ্তরের এটাও তদন্ত করে দেখা উচিত । ৪০টি পুজো কমিটিকে নাম দিয়ে দিয়ে বলা হয়েছে । এই পুজো কমিটিগুলি চিঠফান্ড ও কাটমানির টাকায় চলত । সেই পুজো কমিটিগুলোকেই নোটিশ দেওয়া হয়েছে । দুর্গাপুজো তৃণমূলের উৎসব নয় ৷ এটা রাজ্যের মানুষের উৎসব ৷ দুর্গাপুজো নিয়ে রাজনীতি চলবে না ৷ এই ধরনা কখনও সফল হবে না ৷"

আয়কর দপ্তর এবছর একাধিক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে । যার বিরোধিতা করে এসেছে তৃণমূল কংগ্রেস ৷ আয়কর দপ্তরের এই সিদ্ধান্তের সমালোচনা করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আয়কর দপ্তরের এই সিদ্ধান্তের নেপথ্যে BJP হাত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি ৷

Intro:13-08-19



সুজয় ঘোষ, কলকাতা


কলকাতা: "পুজো বাঙালির উৎসব, পুজো সবার, তৃণমূলের একার পুজো নয়। সব পূজোকে নোটিশ দেওয়া হয়নি। কয়েকটি পুজোকে নোটিশ দেওয়া হয়েছে। যে সমস্ত পুজো কমিটির চিটফান্ডের টাকায় চলে এবং কাটমানির টাকায় চলে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে" দূর্গাপুজো কমিটিগুলিকে আয়কর নোটিস ইশুতে আজ থেকে তৃণমূল বঙ্গজননীর ধর্না কে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।




লকেট চট্টোপাধ্যায় বলেন, "তৃণমূল এমন ভাব করছে যেন পুজো ওদের ব্যক্তিগত সম্পত্তি। এই ঘটনার মধ্যে কোন অন্যায় নেই। বহু গ্রাম থেকে বহু মানুষ পুজোর সময় আসেন পসরা নিয়ে এসব বড় বড় পুজো কমিটিতে বিক্রি করতে। কিন্তু পুজো কমিটি গুলো এদের থেকে প্রচুর টাকা নেয়। এসব টাকার কোন হিসাব নেই। আয়কর দপ্তরের এটাও তদন্ত করে দেখা উচিত। বাংলার মানুষ এই ধরনাকে ভাল চোখে নেবেনা। কত মানুষ মরছে মহিলাদের নিরাপত্তা নেই রাজ্যে তৃণমূল ধরনা দিচ্ছে না"

তৃনমূল পুরোপুরি বিভ্রান্তি ছাড়ানোর চেষ্টা করছে। ধর্না বিভিন্ন ইশুতে দেওয়া যায়।সব পূজো কমিটির কথা কিন্তু বলা হয় নি। ৪০ টি পূজোকে নাম দিয়ে দিয়ে বলা হয়েছে। এই পূজো কমিটি গুলো চিঠফান্ডের টাকা দিয়ে পুজো করেছিলো। অনেক কাটমানির টাকা পূজো কমিটি গুলো নিয়েছে। সেই পূজো কমিটিগুলোকেই নোটিশ দেওয়া হয়েছে। সব পূজো কমিটিগুলি কিন্তু এই নোটিস দেওয়া হয় নি।Body:কপিConclusion:
Last Updated : Aug 13, 2019, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.