কলকাতা, 13 অগাস্ট : দুর্গাপুজো কমিটিগুলিকে আয়কর নোটিশ ইশুতে তৃণমূলের বঙ্গজননী কমিটির ধরনাকে আক্রমণ করলেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় । বললেন, "পুজো বাঙালির উৎসব, পুজো সবার, তৃণমূলের একার পুজো নয় । সব পুজো কমিটিকে নোটিশ দেওয়া হয়নি । যে সমস্ত পুজো কমিটি চিটফান্ডের টাকায় ও কাটমানির টাকায় চলে তাদের নোটিশ দেওয়া হয়েছে ৷ সেই সব চোরদের বাঁচাতেই তৃণমূলের বঙ্গজননী কমিটি ধরনায় বসেছে ৷"
লকেট আরও বলেন, "দুর্গাপুজো নিয়ে রাজ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল ৷ রাজ্যে কত মানুষ মরছে , মহিলাদের নিরাপত্তা নেই, এইগুলি নিয়ে তৃণমূল ধরনা দিতে পারত ৷ কিন্তু, তার বদলে দুর্গাপুজো কমিটিগুলিকে আয়কর নোটিশ ইশুতে ধরনা দিচ্ছে ৷ তৃণমূল এমনভাব করছে যেন পুজো ওদের ব্যক্তিগত সম্পত্তি । গ্রামের বহু মানুষ পুজোর সময় তাদের সামগ্রী বিক্রির জন্য বড় বড় পুজো মণ্ডপের কাছে বসে ৷ পুজো কমিটিগুলো এদের থেকে প্রচুর টাকা নেয় । এসব টাকার কোনও হিসাব নেই । আয়কর দপ্তরের এটাও তদন্ত করে দেখা উচিত । ৪০টি পুজো কমিটিকে নাম দিয়ে দিয়ে বলা হয়েছে । এই পুজো কমিটিগুলি চিঠফান্ড ও কাটমানির টাকায় চলত । সেই পুজো কমিটিগুলোকেই নোটিশ দেওয়া হয়েছে । দুর্গাপুজো তৃণমূলের উৎসব নয় ৷ এটা রাজ্যের মানুষের উৎসব ৷ দুর্গাপুজো নিয়ে রাজনীতি চলবে না ৷ এই ধরনা কখনও সফল হবে না ৷"
আয়কর দপ্তর এবছর একাধিক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে । যার বিরোধিতা করে এসেছে তৃণমূল কংগ্রেস ৷ আয়কর দপ্তরের এই সিদ্ধান্তের সমালোচনা করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আয়কর দপ্তরের এই সিদ্ধান্তের নেপথ্যে BJP হাত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি ৷