হুগলি, 5 ডিসেম্বর : আলু পিঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে নাজেহাল সাধারণ মানুষ ৷ একই সঙ্গে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইন নিয়ে কৃষকদের আন্দোলনও প্রতিদিনই বৃহত্তর হচ্ছে ৷ তবে রাজ্যে আলু পিঁয়াজের অস্বাভাবিক মৃল্যবৃদ্ধির জন্য মমতা সরকারকেই দূষলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷
প্রচারের ফাঁকে হুগলির গোন্দোলপাড়ার এক শ্রমিকের বাড়িতে আহার সারেন লকেট চট্টোপাধ্যায় ৷ সেখানে তিনি বলেন, ‘‘ কেন্দ্র সরকার শ্রমিক ও কৃষকদের জন্য নয়া আইন তৈরি করেছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষক ও শ্রমিকদের পাশে আছেন ৷ তৃণমূল সরকার 10 বছরেও কৃষকদের জন্য কিছু করেনি ৷ কৃষি আইন নিয়ে কৃষকদের ভুল বোঝাচ্ছে তৃণমূল ৷ কৃষকদের কথা ভাবছে না এই সরকার ৷ শুধু দালাল ও ফড়েদের কথা ভাবছে এই সরকার ৷ আলু পিঁয়াজের দাম বাড়িয়েছে তৃণমূল সরকার ৷ দেশের অন্য কোনও রাজ্যে আলু পিঁয়াজের এত দাম নেই ৷ তৃণমূল ফড়েদের হাতে রাখার জন্য এই অস্বাভাবিক দাম বাড়িয়েছে ৷’’
তিনি আরও বলেন, ‘‘ তৃণমূল দিল্লি যাচ্ছে অকালি দলের সঙ্গ দিতে ৷ ওরা এক হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করবে ৷ তবে কোনও দিন কিছু করতে পারবে না ৷ কৃষকরা তৃণমূল সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ৷’’
আরও পড়ুন :- "পিসি আর ভাইপো ছাড়া তৃণমূলে আর কেউ থাকবে না"
রোহিঙ্গা প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়ের কাছের লোক রোহিঙ্গারা। সারাক্ষণ রোহিঙ্গাদের নিয়ে যে ধরনের কথাবার্তা বলেন তাতে বোঝা যায় তৃণমূলের কাছের লোক রোহিঙ্গারাই। বাংলার মানুষ আজকে দূরের লোক হয়ে গেছে তাঁদের কাছে ।
আদিবাসী শ্রমিক পরিবারের সাংসদ খাওয়ার ব্যাপারে তৃণমূলের কটাক্ষে প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘ তৃণমূলকে আর কেউ খেতে ডাকে না । কোরোনা সময়েও চাল চুরি করেছে তৃণমূল । তাই আমাদের স্লোগান হয়েছে 2021-এ চাল চোরের সরকার, আর নেই দরকার । যারা চাল চুরি করেছে তাঁদেরকে কখনও শ্রমিক বাড়িতে ডেকে খাওয়াবে না । আগামী দিনে জানা যাবে খাদ্যসাথী প্রকল্প নিয়ে কত গম বাংলাদেশ প্রচার হয়ে যাচ্ছে ।’’