ETV Bharat / state

2021-এ রাজ্যের সরকারটাই চলে যাবে, আক্রমণ লকেটের

author img

By

Published : Jun 24, 2020, 1:59 PM IST

আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ থেকে সায়ন্তন বসুকে আটকানো প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ করলেন হুগলির BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় ।

Locket Chatterjee
লকেট চট্টোপাধ্যায়

চুঁচুড়া , 24 জুন : রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় । বিভিন্ন পঞ্চায়েতে আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন , "একুশে সরকারটাই চলে যাবে । পঞ্চায়েতে টাকা খেতে পারবে না, কর্পোরেশনে টাকা খেতে পারবে না । টাকা যেভাবে কেন্দ্রীয় সরকার থেকে আসছে, গরিব মানুষকে না দিয়ে নিজেরা লুটেপুটে খাচ্ছে । আগামী দিনে এসবের বিচার হবে ।"

বলাগড় বিধানসভার খামারগাছির সিজা বাজার এলাকায় দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি । সেখানে প্রায় 350 জন CPI(M) ও তৃণমূল থেকে BJP-তে যোগ দেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন লকেট চট্টোপাধ্যায় । সেখানেই তিনি সরকারকে আক্রমণ করেন । উত্তরপাড়ায় গৃহ সম্পর্ক অভিযানে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছিলেন BJP নেতা সায়ন্তন বসু ।গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা । সেই প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন , "তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে । তার জন্য সায়ন্তন বসুকে বিভিন্ন ভাবে আটকানো হচ্ছে, যাতে তারা মানুষের পাশে দাঁড়াতে না পারে । মানুষের পাশে যাওয়ার জন্য যত বেশি করে আটকাবে তত বেশি করে মানুষের কাছে সায়ন্তন বসুরা পৌঁছাবে । "

শুনুন লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য

ধনিয়াখালিতে BJP ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে অসীমা পাত্রকে নাম না করে আক্রমণ করে তিনি বলেন , "ধনিয়াখালিতে আমরা 22 হাজার ভোট পেয়েছি । সেখানে কেউ ভোট দিতে পারত না । আগামী 2021-এ ধনেখালি বিধানসভা আমরা জিতব । যিনি বিধায়ক আছেন তাকে আর কোনওভাবেই দেখা যাবে না । শূন্য হয়ে যাবে । সব BJP-র পক্ষে যাবে । যারা যোগদান করছে তাদের BJP সাজিয়ে যোগদান করানো হচ্ছে । "

চুঁচুড়া , 24 জুন : রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় । বিভিন্ন পঞ্চায়েতে আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন , "একুশে সরকারটাই চলে যাবে । পঞ্চায়েতে টাকা খেতে পারবে না, কর্পোরেশনে টাকা খেতে পারবে না । টাকা যেভাবে কেন্দ্রীয় সরকার থেকে আসছে, গরিব মানুষকে না দিয়ে নিজেরা লুটেপুটে খাচ্ছে । আগামী দিনে এসবের বিচার হবে ।"

বলাগড় বিধানসভার খামারগাছির সিজা বাজার এলাকায় দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি । সেখানে প্রায় 350 জন CPI(M) ও তৃণমূল থেকে BJP-তে যোগ দেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন লকেট চট্টোপাধ্যায় । সেখানেই তিনি সরকারকে আক্রমণ করেন । উত্তরপাড়ায় গৃহ সম্পর্ক অভিযানে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছিলেন BJP নেতা সায়ন্তন বসু ।গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা । সেই প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন , "তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে । তার জন্য সায়ন্তন বসুকে বিভিন্ন ভাবে আটকানো হচ্ছে, যাতে তারা মানুষের পাশে দাঁড়াতে না পারে । মানুষের পাশে যাওয়ার জন্য যত বেশি করে আটকাবে তত বেশি করে মানুষের কাছে সায়ন্তন বসুরা পৌঁছাবে । "

শুনুন লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য

ধনিয়াখালিতে BJP ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে অসীমা পাত্রকে নাম না করে আক্রমণ করে তিনি বলেন , "ধনিয়াখালিতে আমরা 22 হাজার ভোট পেয়েছি । সেখানে কেউ ভোট দিতে পারত না । আগামী 2021-এ ধনেখালি বিধানসভা আমরা জিতব । যিনি বিধায়ক আছেন তাকে আর কোনওভাবেই দেখা যাবে না । শূন্য হয়ে যাবে । সব BJP-র পক্ষে যাবে । যারা যোগদান করছে তাদের BJP সাজিয়ে যোগদান করানো হচ্ছে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.