ETV Bharat / state

বর্ধমান স্টেশনের দুর্ঘটনায় রাজ্য সরকার দায়ি : লকেট - locket chaterjee

গতকাল ভেঙে পড়েছে বর্ধমান স্টেশনের একাংশ ৷ সংস্কারের কাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে ৷ এই দুর্ঘটনার জন্য রাজ্য সরকারকেই দায়ি করলেন হুগলির BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ তবে, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পালটা আক্রমণ করে বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের জন্য সব ভুলে গেছে BJP ৷

লকেট চট্টোপাধ্যায়
লকেট চট্টোপাধ্যায়
author img

By

Published : Jan 5, 2020, 6:53 PM IST

চণ্ডীতলা (হুগলি), 5 জানুয়ারি : বর্ধমান স্টেশনের একাংশ ভেঙে পড়ার ঘটনায় রাজ্য সরকারকেই দায়ি করলেন হুগলির BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ হুগলির চণ্ডীতলা থানা এলাকার বেগমপুরে একটি অনুষ্ঠানে গিয়ে এমনই অভিযোগ করলেন তিনি ৷

কেন্দ্রীয় সরকার কাজের জন্য রাজ্যকে টাকা দেয় ৷ কিন্তু, সেই টাকা রাজ্য সরকার ঠিক মতো কাজে লাগায় না বলেই অভিযোগ তাঁর ৷ বলেন, "কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকায় কাজ করে রাজ্য সরকার ৷ মিস্ত্রি, ঠিকাদার সবই রাজ্য সরকারের ৷ বালি আর চুন, সুরকি দিয়ে বানানো ছিল স্টেশন ৷ একটুও শক্তপোক্ত ছিল না ৷"

বর্ধমান স্টেশনের দুর্ঘটনায় রাজ্য সরকারকেই দায়ি করলেন লকেট চট্টোপাধ্যায়

শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পালটা আক্রমণ করে বলেন, "NRC, CAA করতে গিয়ে সব ভুলে গেছে BJP ৷ রেলের নিরাপত্তা এখন সব থেকে খারাপ অবস্থায় রয়েছে ৷ রেলের ভাড়া বাড়ানো হচ্ছে আর সেই টাকায় BJP নেতাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে ৷ যাত্রীদের কোনও নিরাপত্তা নেই ৷"

গতকাল রাত আটটা 20 মিনিট নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে বর্ধমান স্টেশন চত্বর ৷ সংস্কারের কাজ চলার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বর্ধমান স্টেশনের একাংশ ৷ ঘটনার তদন্তে রেলের তরফে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে ৷

চণ্ডীতলা (হুগলি), 5 জানুয়ারি : বর্ধমান স্টেশনের একাংশ ভেঙে পড়ার ঘটনায় রাজ্য সরকারকেই দায়ি করলেন হুগলির BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ হুগলির চণ্ডীতলা থানা এলাকার বেগমপুরে একটি অনুষ্ঠানে গিয়ে এমনই অভিযোগ করলেন তিনি ৷

কেন্দ্রীয় সরকার কাজের জন্য রাজ্যকে টাকা দেয় ৷ কিন্তু, সেই টাকা রাজ্য সরকার ঠিক মতো কাজে লাগায় না বলেই অভিযোগ তাঁর ৷ বলেন, "কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকায় কাজ করে রাজ্য সরকার ৷ মিস্ত্রি, ঠিকাদার সবই রাজ্য সরকারের ৷ বালি আর চুন, সুরকি দিয়ে বানানো ছিল স্টেশন ৷ একটুও শক্তপোক্ত ছিল না ৷"

বর্ধমান স্টেশনের দুর্ঘটনায় রাজ্য সরকারকেই দায়ি করলেন লকেট চট্টোপাধ্যায়

শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পালটা আক্রমণ করে বলেন, "NRC, CAA করতে গিয়ে সব ভুলে গেছে BJP ৷ রেলের নিরাপত্তা এখন সব থেকে খারাপ অবস্থায় রয়েছে ৷ রেলের ভাড়া বাড়ানো হচ্ছে আর সেই টাকায় BJP নেতাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে ৷ যাত্রীদের কোনও নিরাপত্তা নেই ৷"

গতকাল রাত আটটা 20 মিনিট নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে বর্ধমান স্টেশন চত্বর ৷ সংস্কারের কাজ চলার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বর্ধমান স্টেশনের একাংশ ৷ ঘটনার তদন্তে রেলের তরফে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে ৷

Intro:Body:বর্ধমান স্টেশনের ঝুলবারান্দা ভেঙে পড়ার ঘটনায় তৃণমূল দায়ী,এমনই অভিযোগ করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।বেগমপুরে বিশ্বকর্মা পুজো দেখতে গিয়ে এই অভিযোগ করেন লকেট।বিজেপি সাংসদ বলেন,কেন্দ্র সরকার টাকা পাঠায় আর সেই টাকায় কাজ করে রাজ্য সরকার, মিস্ত্রি ঠিকাদার সব রাজ্য সরকারের, বালি আর চুন সুরকি দিয়ে বানানো ছিল বর্ধমান স্টেশন শক্তপোক্ত ছিলই না।পাল্টা শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন,এনআরসি সিএএ করতে গিয়ে সবকিছু ভুলে গেছে বিজেপি।রেলের নিরাপত্তা এখন সবথেকে খারাপ অবস্থায় রয়েছে। রেলের ভাড়া বাড়ানো হচ্ছে আর সেই টাকায় বিজেপি নেতাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। যাত্রীদের কোন নিরাপত্তা নেই।
অন্যদিকে পূর্ব ভারতের প্রথম যাত্রী ট্রেন ১৮৫৪ সালের ১৫ ই আগস্ট হাওড়া থেকে হুগলি পর্যন্ত চলেছিল।
হাওড়া বর্ধমান মেন লাইনের হুগলি স্টেশন দেড়শ বছরেরও বেশি প্রাচীন।এই স্টেশনের যাত্রী প্রতীক্ষালয় টিকিট কাউন্টারের দেওয়ালে ফাটল ধরেছে, ছাদ থেকে চাঙ্গর খসে পড়ছে।বছর দুয়েক আগে হুগলি স্টেশন এর পুরনো এই যাত্রী প্রতীক্ষালয়ে চাঙ্গর খসে পড়ে দুর্ঘটনা ঘটে।তখন সংস্কার করা হলেও আবারও ফাটল দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়।তাই বর্ধমান স্টেশনের ঘটনার পর যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।যাত্রীদের দাবি দুর্ঘটনা ঘটার আগেই যেন ব্যবস্থা নেওয়া হয় হুগলী স্টেশনের।

wb_hgl_01_begampur_loket chatterjee_copi_10007

B_1_লকেট চট্টপাধ্যায়।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.