চণ্ডীতলা (হুগলি), 5 জানুয়ারি : বর্ধমান স্টেশনের একাংশ ভেঙে পড়ার ঘটনায় রাজ্য সরকারকেই দায়ি করলেন হুগলির BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ হুগলির চণ্ডীতলা থানা এলাকার বেগমপুরে একটি অনুষ্ঠানে গিয়ে এমনই অভিযোগ করলেন তিনি ৷
কেন্দ্রীয় সরকার কাজের জন্য রাজ্যকে টাকা দেয় ৷ কিন্তু, সেই টাকা রাজ্য সরকার ঠিক মতো কাজে লাগায় না বলেই অভিযোগ তাঁর ৷ বলেন, "কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকায় কাজ করে রাজ্য সরকার ৷ মিস্ত্রি, ঠিকাদার সবই রাজ্য সরকারের ৷ বালি আর চুন, সুরকি দিয়ে বানানো ছিল স্টেশন ৷ একটুও শক্তপোক্ত ছিল না ৷"
শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পালটা আক্রমণ করে বলেন, "NRC, CAA করতে গিয়ে সব ভুলে গেছে BJP ৷ রেলের নিরাপত্তা এখন সব থেকে খারাপ অবস্থায় রয়েছে ৷ রেলের ভাড়া বাড়ানো হচ্ছে আর সেই টাকায় BJP নেতাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে ৷ যাত্রীদের কোনও নিরাপত্তা নেই ৷"
গতকাল রাত আটটা 20 মিনিট নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে বর্ধমান স্টেশন চত্বর ৷ সংস্কারের কাজ চলার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বর্ধমান স্টেশনের একাংশ ৷ ঘটনার তদন্তে রেলের তরফে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে ৷