ভদ্রেশ্বর , 18 জুন : যুবকের দেওয়া প্রেমের প্রস্তাবে রাজি হয়নি নাবালিকা ৷ তাই তাকে শিক্ষা দিতে প্রথমে ধর্ষণ ও পরে খুনের চেষ্টা করা হয় ৷ তারপর তাকে নালায় ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ বৃহস্পতিবার সকালে তাকে উদ্ধার করে হয় ৷ তারপর থেকেই পলাতক দুষ্কৃতীরা ৷ আজ সকালে চন্দননগর থেকে পাকড়াও করা হয় তাকে ৷ চন্দননগর আদালতে তাকে তোলা হলে আদালতের তরফে অভিযুক্তকে 6 দিনের পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ আজ সকালে সেই খবর পাওয়া মাত্র নির্যাতিতাকে দেখতে যান লকেট চট্টোপাধ্যায় ৷
তিনি গিয়ে নির্যাতিতার পরিবারকে সহানুভূতি জানান ৷ পাশাপশি তিনি মুখ্যমন্ত্রীর উপর একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন ,"বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা ৷ তারপরও বাংলার মেয়েরা সুরক্ষিত নন৷ দোষী ধরা পড়ল ৷ কিন্তু জামিন পেয়ে যাবে দু'দিন পরেই ৷ তাতে কী লাভ হবে ৷ বাংলায় এমন একটা আইন আনতে হবে যা দোষীদের কড়া শাস্তির ব্যবস্থা করবে ৷ "
তিনি আরও দাবি করেন , " মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যে কোনও অত্যাচার হচ্ছে না ৷ মহিলারা সুরক্ষিত ৷ কিছুদিন আগেই ওঁকে বলতে শুনেছি , সবার নাকি চোখে ন্যাবা হয়েছে ৷ তাহলে ওঁরও কি একই অবস্থা ? "
আরও পড়ুন : নাবালিকাকে ধর্ষণে বাধা পেয়ে খুনের চেষ্টা যুবকের , পুলিশের ভূমিকা নিয়ে সরব বিজেপি
অন্যদিকে তিনি নির্যাতিতার পরিবারকে সমস্তরকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷ অভিযুক্ত যাতে কোনওরকমভাবে ছাড়া পেতে না পারে সেদিকেও তিনি নজর রাখবেন বলে আশ্বাস দিয়েছেন ৷