ETV Bharat / state

লকডাউন কার্যকর করতে আরও কঠোর হুগলি পুলিশ

author img

By

Published : Apr 21, 2020, 10:01 PM IST

"যারা অকারণে ঘোরাঘুরি করছে তাদের আটকানো হচ্ছে ৷ সঠিক উত্তর পেলে ছেড়ে দিচ্ছি । না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে । লকডাউন না মানলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" জানালেন চন্দননগর পুলিশ কমিশনারেটের DCP ।

lockdown in Hooghly is being tightened by rail Police
লকডাউন মানাতে রেল থেকে সড়কপথ , কঠোর হচ্ছে পুলিশ

হুগলি, 21 এপ্রিল : হুগলি জেলাকে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে ৷ তাই কঠোর পদক্ষেপ করতে চলেছে পুলিশ । হুগলি জেলার একাধিক জায়গায় নাকা চেকিং চলছে ৷ লকডাউন ভাঙলে গ্রেপ্তারও করা হচ্ছে ।

সড়কপথ এড়িয়ে অনেকে বালি রেল ব্রিজ দিয়ে যাতায়াত করছেন । তাই এবার সেখানেও রেল পুলিশ মোতায়েন করা হয়েছে । আজ হুগলি মোড়, দিল্লি রোড, শ্বেতপুর মোড় ও চন্দননগর সহ 6 টি জায়গায় নাকা চেকিং করে গাড়ি আটকানো হয়েছে ।

চন্দননগর পুলিশ কমিশনারেটের DCP বলেন, "চুঁচুড়া, চন্দননগর, ভদ্রেশ্বরে লকডাউন কার্যকর করার জন্য কড়া পদক্ষেপ করা হচ্ছে । গত এক সপ্তাহ ধরে এই তিনটি থানা এলাকায় প্রতিদিন 100 থেকে 120 জন করে গ্রেপ্তার করা হচ্ছে । তাদের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে । যারা এই আইন ভাঙছে তাদের আমরা বোঝাবার চেষ্টা করছি । যাতে তাদের পরিবারকেও সচেতন করে । এটা ছাড়াও প্রতিমুহূর্তে নাকা চেকিং চলছে । যারা অকারণে ঘোরাঘুরি করছে তাদের আটকানো হচ্ছে ৷ আজও এই 3 টি থানায় 6 টি জায়গায় নাকা চেকিং চলেছে । সঠিক উত্তর পেলে আমরা ছেড়ে দিচ্ছি । না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে । লকডাউন না মানলে আরও কঠোর ব্যবস্থা নেবে পুলিশ । পরবর্তীকালে আমাদের FIR করতে হবে । এখনও পর্যন্ত কয়েকটি টোটো, মোটর ভ্যান এবং বাইক আটক করা হয়েছে । "

হুগলি, 21 এপ্রিল : হুগলি জেলাকে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে ৷ তাই কঠোর পদক্ষেপ করতে চলেছে পুলিশ । হুগলি জেলার একাধিক জায়গায় নাকা চেকিং চলছে ৷ লকডাউন ভাঙলে গ্রেপ্তারও করা হচ্ছে ।

সড়কপথ এড়িয়ে অনেকে বালি রেল ব্রিজ দিয়ে যাতায়াত করছেন । তাই এবার সেখানেও রেল পুলিশ মোতায়েন করা হয়েছে । আজ হুগলি মোড়, দিল্লি রোড, শ্বেতপুর মোড় ও চন্দননগর সহ 6 টি জায়গায় নাকা চেকিং করে গাড়ি আটকানো হয়েছে ।

চন্দননগর পুলিশ কমিশনারেটের DCP বলেন, "চুঁচুড়া, চন্দননগর, ভদ্রেশ্বরে লকডাউন কার্যকর করার জন্য কড়া পদক্ষেপ করা হচ্ছে । গত এক সপ্তাহ ধরে এই তিনটি থানা এলাকায় প্রতিদিন 100 থেকে 120 জন করে গ্রেপ্তার করা হচ্ছে । তাদের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে । যারা এই আইন ভাঙছে তাদের আমরা বোঝাবার চেষ্টা করছি । যাতে তাদের পরিবারকেও সচেতন করে । এটা ছাড়াও প্রতিমুহূর্তে নাকা চেকিং চলছে । যারা অকারণে ঘোরাঘুরি করছে তাদের আটকানো হচ্ছে ৷ আজও এই 3 টি থানায় 6 টি জায়গায় নাকা চেকিং চলেছে । সঠিক উত্তর পেলে আমরা ছেড়ে দিচ্ছি । না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে । লকডাউন না মানলে আরও কঠোর ব্যবস্থা নেবে পুলিশ । পরবর্তীকালে আমাদের FIR করতে হবে । এখনও পর্যন্ত কয়েকটি টোটো, মোটর ভ্যান এবং বাইক আটক করা হয়েছে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.