ETV Bharat / state

Protest Against Station Privatisation : সিমলাগড় স্টেশনকে বেসরকারিকরণের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ যাত্রীদের

author img

By

Published : Apr 17, 2022, 2:49 PM IST

সিমলাগড় স্টেশনকে বেসরকারিকরণের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ (Protest against Simlagar Station Privatisation) ৷ যাত্রী থেকে সাধারণ মানুষ সামিল এই বিক্ষোভে ৷ চলতি মাসের পয়লা তারিখ থেকেই এই নির্দেশিকা জারি হয় । তারপরেই টিকিট কাউন্টার থেকে গোটা প্ল্যাটফর্ম বেসরকারি ঠিকাদারের হাতে চলে যায় ।

Protest at Simlagar Station
Protest

হুগলি, 17 এপ্রিল : সিমলাগড় স্টেশনকে বেসরকারিকরণের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করলেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ (protest against Simlagar Station Privatisation) । ব্যানার, ফেস্টুন নিয়ে টিকিট কাউন্টারের সামনে চলে এই অবস্থান বিক্ষোভ ।

অবস্থানকারীদের দাবি, এটি হল্ট স্টেশন হওয়ার ফলে বিভিন্ন জায়গার টিকিট পাওয়া সম্ভব হবে না । তাঁদের পক্ষে নানা সমস্যার সম্মুখীন হতে হবে । সঠিক স্টেশনের রেল টিকিট পাওয়া যাবে না । বেশিরভাগ ট্রেন দাঁড়াবে না । এই স্টেশনে শুধু সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের মানুষ ব্যবহার করেন না । সরাই, তিন্না গ্রাম ও পাঁচগড়া তোর গ্রামের কয়েক হাজার মানুষ ব্যবহার করেন ।

এই স্টেশনের মাধ্যমে সবজি ও ছানা ব্যবসায়ীরা কলকাতা-সহ শহরতলিতে বাজারজাত করেন । এখানে দৈনিক 15 হাজার টিকিট বিক্রি হয় বলে দাবি । তা সত্ত্বেও বেসরকারিদের হাতে স্টেশনকে তুলে দেওয়া হল । তার প্রতিবাদেই এই আন্দোলন চলবে বলে জানান যাত্রী থেকে সাধারণ মানুষ। পাশাপাশি চলে সই সংগ্রহ অভিযান । চলতি মাসের পয়লা তারিখ থেকেই এই নির্দেশিকা জারি হয় । তারপরেই টিকিট কাউন্টার থেকে গোটা প্ল্যাটফর্ম বেসরকারি ঠিকাদারের হাতে চলে যায় ।

আরও পড়ুন : No Doctor Present in Hospital : হাসপাতালে নেই চিকিৎসক! মৃতদেহ নিয়ে দু'ঘণ্টা অপেক্ষা পুলিশের

স্থানীয় এক যাত্রী কার্তিক দত্ত এ বিষয়ে বলেন, "সমস্ত স্টেশনের টিকিট এখান থেকে পাওয়া যাবে না । ওয়েবসাইট থেকে সিমলাগড়ের নাম উঠে গেছে । যে টিকিট মোবাইলে কাটতে পারতাম সেটা এখন কাটা যাচ্ছে না । বিভিন্ন স্টেশনের টিকিট না পাওয়ার ফলে ব্রেক জার্নি করতে হবে । বর্তমানে অন্য স্টেশন থেকে পুরনো টিকিট নিয়ে এসে স্ট্যাম্প মেরে দেওয়া হচ্ছে । লাভজনক স্টেশন হওয়া সত্ত্বেও এটা কেন বেসরকারিকরণ করা হল সেটা কেন্দ্র সরকার জানে, রেল দফতর জানে । এরপর দেখা যাবে অনেক ট্রেন স্টেশনে দাঁড়াবে না ৷ সেই কারণেই আমরা রাস্তায় নেমেছি ৷ এই আন্দোলন চালিয়ে যাব আমরা ।"

তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায় বলেন, "নিত্যযাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন এই স্টেশন বেসরকারিকরণ হওয়ার ফলে । রেল জাতীয় সম্পত্তি, যেভাবে রেল স্টেশনগুলিকে বিক্রি করে দিচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি । আমরা নিত্যযাত্রীদের আন্দোলনকে সমর্থন করেছি । এই স্টেশনকে হল্ট স্টেশন করা যাবে না । সাদা কাগজের মধ্যে স্ট্যাম্প মেরে টিকিট দেওয়া সম্পূর্ণ অনৈতিক । এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী কাজ করা হচ্ছে ।"

আরও পড়ুন : Attack on Hanuman Temple : হনুমান মন্দিরে হামলার অভিযোগে আরামবাগে ব্যাপক উত্তেজনা

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারীক একলব্য চক্রবর্তী বলেন, "বেসরকারীকরণ হয়নি । স্টেশনের টিকিট বিক্রি কমে যাওয়ায় রেলের ক্রাইটেরিয়া অনুযায়ী হল্ট স্টেশন করা হয়েছে । সারা রাজ্যে এরকম অনেক হল্ট স্টেশন আছে যেগুলো এজেন্সি মারফত চলে । কমিশনের ভিত্তিতে এজেন্সিগুলো কাজ করে । এতে পরিষেবায় কোনও অসুবিধা হবে না । স্টেশনের রক্ষণাবেক্ষণ রেলের হাতেই থাকবে ।"

হুগলি, 17 এপ্রিল : সিমলাগড় স্টেশনকে বেসরকারিকরণের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করলেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ (protest against Simlagar Station Privatisation) । ব্যানার, ফেস্টুন নিয়ে টিকিট কাউন্টারের সামনে চলে এই অবস্থান বিক্ষোভ ।

অবস্থানকারীদের দাবি, এটি হল্ট স্টেশন হওয়ার ফলে বিভিন্ন জায়গার টিকিট পাওয়া সম্ভব হবে না । তাঁদের পক্ষে নানা সমস্যার সম্মুখীন হতে হবে । সঠিক স্টেশনের রেল টিকিট পাওয়া যাবে না । বেশিরভাগ ট্রেন দাঁড়াবে না । এই স্টেশনে শুধু সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের মানুষ ব্যবহার করেন না । সরাই, তিন্না গ্রাম ও পাঁচগড়া তোর গ্রামের কয়েক হাজার মানুষ ব্যবহার করেন ।

এই স্টেশনের মাধ্যমে সবজি ও ছানা ব্যবসায়ীরা কলকাতা-সহ শহরতলিতে বাজারজাত করেন । এখানে দৈনিক 15 হাজার টিকিট বিক্রি হয় বলে দাবি । তা সত্ত্বেও বেসরকারিদের হাতে স্টেশনকে তুলে দেওয়া হল । তার প্রতিবাদেই এই আন্দোলন চলবে বলে জানান যাত্রী থেকে সাধারণ মানুষ। পাশাপাশি চলে সই সংগ্রহ অভিযান । চলতি মাসের পয়লা তারিখ থেকেই এই নির্দেশিকা জারি হয় । তারপরেই টিকিট কাউন্টার থেকে গোটা প্ল্যাটফর্ম বেসরকারি ঠিকাদারের হাতে চলে যায় ।

আরও পড়ুন : No Doctor Present in Hospital : হাসপাতালে নেই চিকিৎসক! মৃতদেহ নিয়ে দু'ঘণ্টা অপেক্ষা পুলিশের

স্থানীয় এক যাত্রী কার্তিক দত্ত এ বিষয়ে বলেন, "সমস্ত স্টেশনের টিকিট এখান থেকে পাওয়া যাবে না । ওয়েবসাইট থেকে সিমলাগড়ের নাম উঠে গেছে । যে টিকিট মোবাইলে কাটতে পারতাম সেটা এখন কাটা যাচ্ছে না । বিভিন্ন স্টেশনের টিকিট না পাওয়ার ফলে ব্রেক জার্নি করতে হবে । বর্তমানে অন্য স্টেশন থেকে পুরনো টিকিট নিয়ে এসে স্ট্যাম্প মেরে দেওয়া হচ্ছে । লাভজনক স্টেশন হওয়া সত্ত্বেও এটা কেন বেসরকারিকরণ করা হল সেটা কেন্দ্র সরকার জানে, রেল দফতর জানে । এরপর দেখা যাবে অনেক ট্রেন স্টেশনে দাঁড়াবে না ৷ সেই কারণেই আমরা রাস্তায় নেমেছি ৷ এই আন্দোলন চালিয়ে যাব আমরা ।"

তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায় বলেন, "নিত্যযাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন এই স্টেশন বেসরকারিকরণ হওয়ার ফলে । রেল জাতীয় সম্পত্তি, যেভাবে রেল স্টেশনগুলিকে বিক্রি করে দিচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি । আমরা নিত্যযাত্রীদের আন্দোলনকে সমর্থন করেছি । এই স্টেশনকে হল্ট স্টেশন করা যাবে না । সাদা কাগজের মধ্যে স্ট্যাম্প মেরে টিকিট দেওয়া সম্পূর্ণ অনৈতিক । এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী কাজ করা হচ্ছে ।"

আরও পড়ুন : Attack on Hanuman Temple : হনুমান মন্দিরে হামলার অভিযোগে আরামবাগে ব্যাপক উত্তেজনা

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারীক একলব্য চক্রবর্তী বলেন, "বেসরকারীকরণ হয়নি । স্টেশনের টিকিট বিক্রি কমে যাওয়ায় রেলের ক্রাইটেরিয়া অনুযায়ী হল্ট স্টেশন করা হয়েছে । সারা রাজ্যে এরকম অনেক হল্ট স্টেশন আছে যেগুলো এজেন্সি মারফত চলে । কমিশনের ভিত্তিতে এজেন্সিগুলো কাজ করে । এতে পরিষেবায় কোনও অসুবিধা হবে না । স্টেশনের রক্ষণাবেক্ষণ রেলের হাতেই থাকবে ।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.