চুঁচুড়া, 1 মে : মর্গে ভর্তি দেহ ৷ রাখার জায়গা নেই । রয়েছে করোনায় মৃতদের দেহও ৷ উপরন্ত লাশ ঘরের বাইরে ভ্যানের উপর চাপানো রয়েছে তিনটি দেহ । অ্যাম্বুলেন্স মধ্যেও পড়ে আছে দেহ । পচে দুর্গন্ধ ছড়াচ্ছে ৷ চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের মর্গের ধারেকাছে ঘেঁষার জো নেই ।
মর্গে মৃতদেহের স্তুপ । দুর্গন্ধে খাওয়া-ঘুম ছুটেছে এলাকাবাসীর । ভয় রয়েছে সংক্রমণেরও ৷ করোনায় মৃত্যু হয়েছে এমন প্রায় 35 টি দেহ পড়ে রয়েছে মর্গে ৷ দীর্ঘদিন ধরে দেহ পড়ে পচছে ৷ আর দুর্গন্ধ ছড়াচ্ছে ৷ এই পরিস্থিতিতে আজ হাসপাতালের সুপারের ঘরে ঢুকে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ মর্গের দেহগুলি দ্রুত সৎকারের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে ৷
হাসপাতালের অবশ্য বক্তব্য, চুঁচুড়া হাসপাতালের সব দেহ এখানকার শ্যামবাবুর শ্মশানঘাটে দাহ করা হয় । সেই ঘাট গত চার-পাঁচদিন ধরে ইলেকট্রিক চুল্লি খারাপ হয়ে পড়ে রয়েছে ।তাই দেহগুলি দাহ করা যাচ্ছে না । পুলিশ আধিকারিকরা অবশ্য স্থানীয়দের আশ্বাস দেন, চুল্লি ঠিক হয়ে গেলেই শবদাহ করে দেওয়া হবে ।
আরও পড়ুন : করোনা প্রাণ কাড়ল কৃষক আন্দোলনে যোগ দেওয়া বাঙালি মহিলার
যদিও স্থানীয়দের একাংশের অভিযোগ, দেহগুলি সৎকার না করার পিছনে অসৎ উদ্দেশ্য রয়েছে । মৃতদের পরিবারের থেকে টাকা আদায় করা হচ্ছে ।