ETV Bharat / state

"পশ্চিমবঙ্গ সরকার রং বদল করে আর দিল্লির সরকার নাম বদল করে", কটাক্ষ সুজনের - CPI(M)

রবিবার NRC ও CAA-র প্রতিবাদে জঙ্গিপাড়ায় বাম-কংগ্রেসের মিলিত অবস্থান-বিক্ষোভের আয়োজন করা হয়েছিল । ধরনা মঞ্চ থেকে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির তীব্র বিরোধিতা করেন । এমনকী, মোদির কলকাতা বন্দরের নতুন নামকরণেরও বিরোধিতা করেন ।

left-Congress organised NRC-CAA against procession
রাজ্য-কেন্দ্রীয় সরকার নিয়ে কটাক্ষ সুজনের
author img

By

Published : Jan 13, 2020, 4:56 AM IST

Updated : Jan 13, 2020, 5:28 AM IST

জঙ্গিপাড়া, 13 জানুয়ারি : রাজ্যে দু'দিনের সফরে এসে কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে 'শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট' নামকরণ করেন প্রধানমন্ত্রী । হুগলির ধরনা মঞ্চ থেকে এর তীব্র বিরোধিতা করেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী । রাজ্য ও কেন্দ্র সরকারকে এ প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, "পশ্চিমবঙ্গের সরকার শুধু রং বদল করে । আর দিল্লির সরকার নাম বদল করে ।"

গতকাল হুগলি জেলার অন্তর্গত জঙ্গিপাড়ায় ফুরফুরা শরিফে CAA ও NRC- র প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ দেখায় বাম-কংগ্রেস । সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা আবদুল মান্নান এবং বাম নেতা সুজন চক্রবর্তী । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কলকাতা বন্দরের নাম পরিবর্তনের প্রসঙ্গে ক্ষোভ উগরে দেন । বলেন, " 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা জাতীয় যুব দিবস এবং মাস্টারদা সূর্যসেনের শহিদ দিবস । ভারতের স্বাধীনতায় তাঁদের ভূমিকা অপরিসীম । অন্যদিকে দেশের স্বাধীনতায় শ্যামাপ্রসাদ মুখার্জির কোনও ভূমিকা ছিল না । শুধু বাংলা ভাগের জন্যে একমাত্র দায়ি ।"

এছাড়া সুজনবাবু মোদি-মমতার শনিবারের বৈঠক নিয়েও মন্তব্য করেন । তিনি বলেন, "রাজ্যের স্বার্থে ওই বৈঠক হয়নি । প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে যেভাবে বাঁচিয়েছেন ঠিক সেভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য মিটিং করেছেন দু'জনে । রাজ্যের স্বার্থে হলে বিভিন্ন পদের আধিকারিকরা থাকতেন, সরকারি ফাইলপত্র থাকত । সরাসরি সম্প্রচারের মাধ্যমে মিটিং করতেন তিনি । পিসি-ভাইপোর সেটিং করার মিটিংয়ের পর্দা ফাঁস হয়ে গেছে ।"

জঙ্গিপাড়া, 13 জানুয়ারি : রাজ্যে দু'দিনের সফরে এসে কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে 'শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট' নামকরণ করেন প্রধানমন্ত্রী । হুগলির ধরনা মঞ্চ থেকে এর তীব্র বিরোধিতা করেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী । রাজ্য ও কেন্দ্র সরকারকে এ প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, "পশ্চিমবঙ্গের সরকার শুধু রং বদল করে । আর দিল্লির সরকার নাম বদল করে ।"

গতকাল হুগলি জেলার অন্তর্গত জঙ্গিপাড়ায় ফুরফুরা শরিফে CAA ও NRC- র প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ দেখায় বাম-কংগ্রেস । সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা আবদুল মান্নান এবং বাম নেতা সুজন চক্রবর্তী । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কলকাতা বন্দরের নাম পরিবর্তনের প্রসঙ্গে ক্ষোভ উগরে দেন । বলেন, " 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা জাতীয় যুব দিবস এবং মাস্টারদা সূর্যসেনের শহিদ দিবস । ভারতের স্বাধীনতায় তাঁদের ভূমিকা অপরিসীম । অন্যদিকে দেশের স্বাধীনতায় শ্যামাপ্রসাদ মুখার্জির কোনও ভূমিকা ছিল না । শুধু বাংলা ভাগের জন্যে একমাত্র দায়ি ।"

এছাড়া সুজনবাবু মোদি-মমতার শনিবারের বৈঠক নিয়েও মন্তব্য করেন । তিনি বলেন, "রাজ্যের স্বার্থে ওই বৈঠক হয়নি । প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে যেভাবে বাঁচিয়েছেন ঠিক সেভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য মিটিং করেছেন দু'জনে । রাজ্যের স্বার্থে হলে বিভিন্ন পদের আধিকারিকরা থাকতেন, সরকারি ফাইলপত্র থাকত । সরাসরি সম্প্রচারের মাধ্যমে মিটিং করতেন তিনি । পিসি-ভাইপোর সেটিং করার মিটিংয়ের পর্দা ফাঁস হয়ে গেছে ।"

Intro:Body:পশ্চিম বঙ্গের সরকার শুধু রং বদল করে নীল সাদা, আর কেন্দ্রের সরকার নাম বদল করে।
কোলাকতা বন্দরের এর নাম বদল নিয়ে কটাক্ষ বাম নেতা সুজন চক্রবর্তীর।
এদিন জঙ্গিপাড়ার ফুরফুরা শরীফে NRC এবং CAA এর প্রতিবাদে ধর্ণা মঞ্চে যোগ দেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান এবং বাম নেতা সুজন চক্রবর্তী।
গত ৯ই জানুয়ারি থেকে ফুরফুরা শরীফের তালতলা হাট এলাকায় ধর্ণা মঞ্চ করে শুরু হয়েছে অবস্থান বিক্ষোভ।
রবিবার নেতাজি ইন্ডোরে নরেন্দ্র মোদি জানান কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে রাখা হল শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ।এই ঘোষণার পরই প্রতিবাদে সরব হয় বিরোধীরা।
শনিবার মোদি মমতার বৈঠক প্রসঙ্গে বলেন এটা সেটিং এর মিটিং সবাই বুঝে গেছে।যদি রাজ্যের স্বার্থে কোনো মিটিং হতো তাহলে রাজ্যের অফিসাররা থাকতো ফাইলপত্র থাকতো। আর যদি সত্যি সত্যি রাজ্যের জন্য করতেন এই চান্স কি উনি ছাড়তেন উনি সমস্ত ক্যামেরাকে দিয়ে ক্যামেরা দিয়ে লাইভ করিয়ে দিতেন।এখানে গোপন কথা ভাইপো কে বাঁচাতে হবে আগের রাজীব কুমার কে বাঁচিয়েছেন। পিসি ভাইপো সেটিং করার জন্য কী ব্যবস্থা হবে তার জন্য মিটিং হয়েছে এর সঙ্গে রাজ্যের কোন সম্পর্ক নেই। যদি রাজ্যের জন্য উনি করতেন তাহলে তো 11 তারিখে মিটিং উনি 9 তারিখে বিধানসভায় বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতায় একটা কথাও দেখাতে পারবেন যে রাজ্যের স্বার্থে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করব।এই চান্স উনি ছড়ার লোক। সেটিং এর মিটিং পর্দা ফাঁস হয়ে গেছে।
উনি এনআরসির পক্ষে, এনআরসি করা হোক এই আইনটা 2003 সালে যখন হয়েছিল তখন উনি এনডিএ সরকারের মন্ত্রী ছিলেন।
কলকাতা পোর্ট ট্রাস্ট নামের উপরে শ্যামাপ্রসাদ মুখার্জির নাম জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা আমরা মানছি না।কোথায় বসে করা হলো কলকাতায়,কবে করা হলো 12 ই জানুয়ারি,দিনটা কি স্বামী বিবেকানন্দের জন্মদিন।দিনটা কি মাস্টারদার শহীদ দিবস। মাস্টারদা নেই স্বামী বিবেকানন্দ নেই তোমার মনে হয়েছে বলে হঠাৎ করে শ্যামাপ্রসাদ মুখার্জী করে দিলে।যার আমাদের ভারতবর্ষের স্বাধীনতা কোন ভূমিকা ছিল না বাংলাকে ভাগ করা ছাড়া তার নামে করবে কেন? রাজ্য সরকার কি করবে বলুক।সরকারে এসেছি বলে যার যেদিন খুশি নাম বদলে দেবো। পশ্চিমবঙ্গের সরকার শুধু রং বদল করে নীল সাদা আর কেন্দ্রীয় সরকার শুধু নাম বদল করে।

wb_hgl_01_jangipara_sujan_copi_10007

B_1_সুজন চক্রবর্তী।



Conclusion:
Last Updated : Jan 13, 2020, 5:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.