ETV Bharat / state

চোখে গ্যাস ছিটকে আহত ল্যাব অ্যাটেন্ডেন্ট - injure

আজ দুপুর 3 টে নাগাদ বিজ্ঞান বিভাগের কেমিস্ট্রি ল্যাবে প্র্যাকটিকাল ক্লাস চলছিল । সেই সময় ল্যাব অ্যাটেন্ডেন্ট ওহিদুল মণ্ডল অ্যামোনিয়ার ভরতি জার খোলার সময় উপচে পড়ে গ্যাস । গ্যাস চোখে ছিটকে পড়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি ।

চোখে গ্যাস ছিটকে আহত ল্যাব অ্যাটেন্ডেন্ট
author img

By

Published : Jun 21, 2019, 11:07 PM IST

Updated : Jun 22, 2019, 12:03 AM IST

তারকেশ্বর, 21 জুন : স্কুলের কেমিস্ট্রি ল্যাবে অ্যামোনিয়া ভরতি জার খুলতে গিয়ে গ্যাস উপচে পড়ে বিপত্তি । অসুস্থ হয়ে পড়ে কয়েকজন ছাত্রী । চোখে গ্যাস ছিটকে গুরুতর অসুস্থ ল্যাব অ্যাটেন্ডেন্ট । হুগলির তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের ঘটনা ।

আজ দুপুর 3 টে নাগাদ বিজ্ঞান বিভাগের কেমিস্ট্রি ল্যাবে প্র্যাকটিকাল ক্লাস চলছিল । সেই সময় ল্যাব অ্যাটেন্ডেন্ট ওহিদুল মণ্ডল অ্যামোনিয়ার ভরতি জার খোলার সময় উপচে পড়ে গ্যাস । গ্যাস চোখে ছিটকে পড়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি । গ্যাসের ঝাঁঝাঁলো গন্ধে ল্যাবে থাকা ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে । কয়েক জন ছাত্রছাত্রীকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । ওহিদুলকে স্থানীয় এক চক্ষু বিশেষজ্ঞের কাছে চিকিৎসার জন্য পাঠানো হয় ।

তারকেশ্বর উচ্চ বিদ্যালয়
তারকেশ্বর উচ্চ বিদ্যালয়

স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় মজুমদার বলেন, "কেমিস্ট্রি ল্যাবে অ্যামোনিয়া গ্যাস ভরতি জার খুলতে গিয়ে দুর্ঘটনা ঘটে । আমরা স্কুলের ছাত্রছাত্রীদের সতর্ক করি । ল্যাবে থাকা কয়েক জন ছাত্রছাত্রী অসুস্থ বোধ করলে তাদের তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । ল্যাব অ্যাটেন্ডেন্ট শেখ ওহিদুল মণ্ডলের চোখে গ্যাস ছিটকে পড়ে । তাকে তড়িঘড়ি স্থানীয় এক চক্ষু বিশেষজ্ঞকে দেখানো হয় । এখন পরিস্থিতি স্বাভাবিক । সকলেই সুস্থ আছেন । "

ল্যাব অ্যাটেডেন্ট ওহিদুল মণ্ডল বলেন, " অসাবধানতা বসত অ্যামোনিয়া গ্যাস ভরতি জার খুলতে গিয়ে গ্যাস ছিটকে পড়ে । বিশেষ কিছু হয়নি । চিকিৎসা হয়েছে । সুস্থ আছি । "

তারকেশ্বর, 21 জুন : স্কুলের কেমিস্ট্রি ল্যাবে অ্যামোনিয়া ভরতি জার খুলতে গিয়ে গ্যাস উপচে পড়ে বিপত্তি । অসুস্থ হয়ে পড়ে কয়েকজন ছাত্রী । চোখে গ্যাস ছিটকে গুরুতর অসুস্থ ল্যাব অ্যাটেন্ডেন্ট । হুগলির তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের ঘটনা ।

আজ দুপুর 3 টে নাগাদ বিজ্ঞান বিভাগের কেমিস্ট্রি ল্যাবে প্র্যাকটিকাল ক্লাস চলছিল । সেই সময় ল্যাব অ্যাটেন্ডেন্ট ওহিদুল মণ্ডল অ্যামোনিয়ার ভরতি জার খোলার সময় উপচে পড়ে গ্যাস । গ্যাস চোখে ছিটকে পড়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি । গ্যাসের ঝাঁঝাঁলো গন্ধে ল্যাবে থাকা ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে । কয়েক জন ছাত্রছাত্রীকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । ওহিদুলকে স্থানীয় এক চক্ষু বিশেষজ্ঞের কাছে চিকিৎসার জন্য পাঠানো হয় ।

তারকেশ্বর উচ্চ বিদ্যালয়
তারকেশ্বর উচ্চ বিদ্যালয়

স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় মজুমদার বলেন, "কেমিস্ট্রি ল্যাবে অ্যামোনিয়া গ্যাস ভরতি জার খুলতে গিয়ে দুর্ঘটনা ঘটে । আমরা স্কুলের ছাত্রছাত্রীদের সতর্ক করি । ল্যাবে থাকা কয়েক জন ছাত্রছাত্রী অসুস্থ বোধ করলে তাদের তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । ল্যাব অ্যাটেন্ডেন্ট শেখ ওহিদুল মণ্ডলের চোখে গ্যাস ছিটকে পড়ে । তাকে তড়িঘড়ি স্থানীয় এক চক্ষু বিশেষজ্ঞকে দেখানো হয় । এখন পরিস্থিতি স্বাভাবিক । সকলেই সুস্থ আছেন । "

ল্যাব অ্যাটেডেন্ট ওহিদুল মণ্ডল বলেন, " অসাবধানতা বসত অ্যামোনিয়া গ্যাস ভরতি জার খুলতে গিয়ে গ্যাস ছিটকে পড়ে । বিশেষ কিছু হয়নি । চিকিৎসা হয়েছে । সুস্থ আছি । "

Last Updated : Jun 22, 2019, 12:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.