ETV Bharat / state

Molestation Allegation against OC: খানাকুল থানার ওসির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ শাসক নেত্রীর - পঞ্চায়েত সমিতির সভাপতি দুঃখীরাম দলুই

খানাকুল থানার ওসির বিরুদ্ধে শ্লীলতাহানি ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে (Molestation Allegation against OC) ৷ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির মহিলা কর্মাধ্যক্ষ এই অভিযোগ করেছেন । ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে খানাকুলে ।

File Pic
Khanakul police station
author img

By

Published : Dec 28, 2022, 1:01 PM IST

খানাকুল, 28 ডিসেম্বর: খানাকুল থানার ওসি সুমন কুন্ডুর বিরুদ্ধে তল্লাশির নামে গ্রিল ভেঙে বাড়িতে ঢুকে ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগ তুললেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির মহিলা কর্মাধ্যক্ষ (Khanakul OC accused of molesting and vandalising house) । ঘটনার জেরে ওসির বিরুদ্ধে অভিযোগ তুলে খানাকুল 2 বিডিও, খানাকুল পঞ্চায়েত সমিতির সভাপতি, মহকুমাশাসক ও আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি । বিষয়টি নিয়ে পদক্ষেপ না নেওয়া হলে আত্মহত্যা করার হুমকি দিয়েছেন ওই কর্মাধ্যক্ষ ।

জানা গিয়েছে, গত সোমবার রাতে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে খানাকুলের হরিশচক এলাকায় । ঘটনায় এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে । ঘটনায় বিজেপির পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা তথা ওই কর্মাধ্যক্ষের স্বামীর নামে অভিযোগ দায়ের করা হয় ।

অভিযোগ, এই ঘটনার পরেই সোমবার রাতে খানাকুল থানার পুলিশবাহিনী নিয়ে অভিযুক্তের বাড়িতে হানা দেয় ওসি সুমন কুন্ডু । তল্লাশির নামে মহিলা পুলিশ ছাড়াই বাড়ির গ্রিল ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালায় তারা । কর্মাধ্যক্ষ ও তার মেয়েকে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি তাদের শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ । ঘটনায় সুবিচার চেয়ে খানাকুল 2-এর বিডিও, মহকুমাশাসক-সহ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা কর্মাধ্যক্ষ ।

এ দিকে খানাকুল ওসির বিরুদ্ধে ওঠা অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন খানাকুল 2-এর বিডিও শঙ্খ বন্দ্যোপাধ্যায় ও পঞ্চায়েত সমিতির সভাপতি দুঃখীরাম দলুই । বিষয়টি প্রশাসনের নজরে এনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন তাঁরা । যদিও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জেলা পুলিশকর্তারা ।

আরও পড়ুন: ডাক বিভাগের প্রাক্তন আধিকারিকের শ্লীলতাহানিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের স্বামীর

মহিলা কর্মাধ্যক্ষ বলেন, "স্বামীর খোঁজে রাত সাড়ে দশটা নাগাদ পুলিশ বাড়িতে আসে ৷ তখন আমার স্বামী বাড়িতে ছিলেন না ৷ আমি, মেয়ে ও আমার শ্বাশুড়ি বাড়িতে ছিলাম ৷ কোনও মহিলা পুলিশ ছিলেন না তাঁদের সঙ্গে ৷ তল্লাশির নামে আমার বাড়ির জানালা, গ্রিল ভাঙচুর করেন তাঁরা ৷ আমার সঙ্গে অভব্য আচরণ করা হয় ৷ খানাকুল থাকার ওসির নেতৃত্বে পুরো ঘটনা ঘটে ৷"

তিনি আরও বলেন, " আমি লিখিত অভিযোগ জানিয়েছি ৷ আমি এর বিচার চাই ৷ নইলে আমি আত্মহত্যা করব ৷ আর আমার আত্মহত্যার জন্য খানাকুল থানার ওসি দায়ী থাকবেন ৷ "

আরও পড়ুন: দিল্লির থানায় মহিলার 'শ্লীলতাহানি', অভিযুক্ত পুলিশ কর্মী !

খানাকুল, 28 ডিসেম্বর: খানাকুল থানার ওসি সুমন কুন্ডুর বিরুদ্ধে তল্লাশির নামে গ্রিল ভেঙে বাড়িতে ঢুকে ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগ তুললেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির মহিলা কর্মাধ্যক্ষ (Khanakul OC accused of molesting and vandalising house) । ঘটনার জেরে ওসির বিরুদ্ধে অভিযোগ তুলে খানাকুল 2 বিডিও, খানাকুল পঞ্চায়েত সমিতির সভাপতি, মহকুমাশাসক ও আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি । বিষয়টি নিয়ে পদক্ষেপ না নেওয়া হলে আত্মহত্যা করার হুমকি দিয়েছেন ওই কর্মাধ্যক্ষ ।

জানা গিয়েছে, গত সোমবার রাতে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে খানাকুলের হরিশচক এলাকায় । ঘটনায় এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে । ঘটনায় বিজেপির পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা তথা ওই কর্মাধ্যক্ষের স্বামীর নামে অভিযোগ দায়ের করা হয় ।

অভিযোগ, এই ঘটনার পরেই সোমবার রাতে খানাকুল থানার পুলিশবাহিনী নিয়ে অভিযুক্তের বাড়িতে হানা দেয় ওসি সুমন কুন্ডু । তল্লাশির নামে মহিলা পুলিশ ছাড়াই বাড়ির গ্রিল ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালায় তারা । কর্মাধ্যক্ষ ও তার মেয়েকে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি তাদের শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ । ঘটনায় সুবিচার চেয়ে খানাকুল 2-এর বিডিও, মহকুমাশাসক-সহ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা কর্মাধ্যক্ষ ।

এ দিকে খানাকুল ওসির বিরুদ্ধে ওঠা অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন খানাকুল 2-এর বিডিও শঙ্খ বন্দ্যোপাধ্যায় ও পঞ্চায়েত সমিতির সভাপতি দুঃখীরাম দলুই । বিষয়টি প্রশাসনের নজরে এনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন তাঁরা । যদিও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জেলা পুলিশকর্তারা ।

আরও পড়ুন: ডাক বিভাগের প্রাক্তন আধিকারিকের শ্লীলতাহানিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের স্বামীর

মহিলা কর্মাধ্যক্ষ বলেন, "স্বামীর খোঁজে রাত সাড়ে দশটা নাগাদ পুলিশ বাড়িতে আসে ৷ তখন আমার স্বামী বাড়িতে ছিলেন না ৷ আমি, মেয়ে ও আমার শ্বাশুড়ি বাড়িতে ছিলাম ৷ কোনও মহিলা পুলিশ ছিলেন না তাঁদের সঙ্গে ৷ তল্লাশির নামে আমার বাড়ির জানালা, গ্রিল ভাঙচুর করেন তাঁরা ৷ আমার সঙ্গে অভব্য আচরণ করা হয় ৷ খানাকুল থাকার ওসির নেতৃত্বে পুরো ঘটনা ঘটে ৷"

তিনি আরও বলেন, " আমি লিখিত অভিযোগ জানিয়েছি ৷ আমি এর বিচার চাই ৷ নইলে আমি আত্মহত্যা করব ৷ আর আমার আত্মহত্যার জন্য খানাকুল থানার ওসি দায়ী থাকবেন ৷ "

আরও পড়ুন: দিল্লির থানায় মহিলার 'শ্লীলতাহানি', অভিযুক্ত পুলিশ কর্মী !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.