ETV Bharat / state

করোনা রুখতে বন্ধ হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ - কামারপুকুর রামকৃষ্ণ মঠ

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে এ বার অনির্দিষ্টকালের জন্য কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে মন্দিরের মূল দরজা বন্ধ করে দেওয়া হল ৷

kamarpukur ramkrishna mission will be closed amid covid surge
করোনা রুখতে বন্ধ হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ-মিশন
author img

By

Published : Apr 27, 2021, 7:15 AM IST

কামারপুকুর, 27 এপ্রিল: করোনার গ্রাফ লাফিয়ে লাফিয়ে বাড়ছে সারা দেশে । দ্বিতীয় ঢেউয়ে কার্যত স্তব্ধ ভারত । গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে । সতর্কতা নিতে 22 এপ্রিল অর্থাৎ গত বৃহস্পতিবার থেকে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে বেলুড় মঠ চত্বর ৷ পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধই থাকবে মঠের দরজা । এ বার 28 এপ্রিল থেকে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে মন্দিরের মূল দরজা বন্ধ হতে চলেছে, মঠ ও মিশন সূত্রে এই খবর জানা গিয়েছে ।

সূত্রের খবর, এমনিতেই করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়, মঠ ও মিশন খোলার নির্দিষ্ট সময়সূচি করা হয়েছিল সকাল সাড়ে আটটা থেকে এগারোটা । বিকাল সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত মন্দিরের মূল দরজা খোলা ছিল । মন্দিরের মূল দরজার সামনে থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে । পাশাপাশি মাস্ক ছাড়া মাঠের ভেতর প্রবেশ নিষিদ্ধ । প্রসাদ বিতরণও বন্ধ আছে আগে থেকেই । আপাতত 28 এপ্রিল থেকে পুরোপুরি বন্ধ হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের দরজা ।

আরও পড়ুন: এবার বাড়িতেও মাস্ক পরার আবেদন নীতি আয়োগের

রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ বলেন, এই প্যানডেমিক সিচুয়েশনের মধ্যে বিপর্যস্ত সাধারণ মানুষ। তাই দর্শনার্থীদের সুরক্ষার স্বার্থে একাধিক নয়া পদক্ষেপ করা হয়েছে । 28 এপ্রিল অর্থাৎ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য পুরোপুরি বন্ধ থাকছে মঠ ও মিশন ।

কামারপুকুর, 27 এপ্রিল: করোনার গ্রাফ লাফিয়ে লাফিয়ে বাড়ছে সারা দেশে । দ্বিতীয় ঢেউয়ে কার্যত স্তব্ধ ভারত । গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে । সতর্কতা নিতে 22 এপ্রিল অর্থাৎ গত বৃহস্পতিবার থেকে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে বেলুড় মঠ চত্বর ৷ পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধই থাকবে মঠের দরজা । এ বার 28 এপ্রিল থেকে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে মন্দিরের মূল দরজা বন্ধ হতে চলেছে, মঠ ও মিশন সূত্রে এই খবর জানা গিয়েছে ।

সূত্রের খবর, এমনিতেই করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়, মঠ ও মিশন খোলার নির্দিষ্ট সময়সূচি করা হয়েছিল সকাল সাড়ে আটটা থেকে এগারোটা । বিকাল সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত মন্দিরের মূল দরজা খোলা ছিল । মন্দিরের মূল দরজার সামনে থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে । পাশাপাশি মাস্ক ছাড়া মাঠের ভেতর প্রবেশ নিষিদ্ধ । প্রসাদ বিতরণও বন্ধ আছে আগে থেকেই । আপাতত 28 এপ্রিল থেকে পুরোপুরি বন্ধ হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের দরজা ।

আরও পড়ুন: এবার বাড়িতেও মাস্ক পরার আবেদন নীতি আয়োগের

রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ বলেন, এই প্যানডেমিক সিচুয়েশনের মধ্যে বিপর্যস্ত সাধারণ মানুষ। তাই দর্শনার্থীদের সুরক্ষার স্বার্থে একাধিক নয়া পদক্ষেপ করা হয়েছে । 28 এপ্রিল অর্থাৎ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য পুরোপুরি বন্ধ থাকছে মঠ ও মিশন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.