কামারপুকুর, 21 এপ্রিল : করোনার গ্রাফ লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিশ্বজুড়ে ৷ সংক্রমণ ঠেকাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে ৷ তারপরও ঠেকানো যাচ্ছে না কোভিড ভাইরাসকে ৷ এদিকে, ইতিমধ্যেই বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফে ঘোষণা করা হয়েছে, 22 এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে বেলুড় মঠ ৷ পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধই থাকবে মঠের দরজা ৷ কিন্তু কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে এখনও মন্দিরের দরজা বন্ধের জন্য কোনও নির্দেশিকা এসে পৌঁছায়নি ৷ ফলে ভক্তদের প্রবেশাধিকার থাকছে ৷ তবে আরও কড়াকড়ি করা হচ্ছে সরকারি স্বাস্থ্যবিধি ৷
মঠ ও মিশন সূত্রে জানা গিয়েছে, এমনিতেই করোনার থাবায় মঠ ও মিশন খোলার সময় নির্দিষ্ট করা হয়েছে ৷ সকাল সাড়ে আটটা থেকে বেলা এগারোটা এবং বিকেল সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত মন্দিরের মূল দরজা খোলা থাকবে ৷ সেখান ঢোকার মুখে রয়েছে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা ৷ পাশাপাশি, মাস্ক ছাড়া মাঠের ভেতর প্রবেশ নিষিদ্ধ ৷ প্রসাদ বিতরণও আপাতত বন্ধ আছে ৷
আরও পড়ুন : কোচবিহারে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের পথ অবরোধ
রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ বলেন, এই অতিমারি আবহের মধ্যে বিপর্যস্ত সাধারণ মানুষ ৷ তাই দর্শনার্থীদের সুরক্ষার স্বার্থেই একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷ এখন পর্যন্ত যেহেতু কামারপুকুর-সহ পার্শ্ববর্তী এলাকায় সেই অর্থে করোনা আক্রান্তের হদিস মেলেনি এবং বেলুড় মঠ ও মিশনের কোন নির্দেশিকা আসেনি খোলাই থাকছে মঠের দরজা ৷