ETV Bharat / state

Kalyan Banerjee on Jagdeep Dhankhar : ধনকড়কে কুচক্রী, নাটের গুরু বললেন কল্যাণ

author img

By

Published : May 1, 2022, 6:02 PM IST

কলকাতায় ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তিতে পোস্টার ফেলেছে বিজেপি । আর বিজেপির এই পোস্টার লাগানোর সমালোচনা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee on Jagdeep Dhankhar) । হিংসার কথা বলে কুৎসা ছড়াচ্ছে রাজ্য বিজেপি, বললেন তিনি ৷ রাজ্যপাল জগদীপ ধনকড়কেও একহাত নেন সাংসদ ।

Kalyan Banerjee slams BJP for violence anniversary poster in Kolkata
Kalyan Banerjee

শ্রীরামপুর, 1 মে : কলকাতায় ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তিতে পোস্টার ফেলেছে বিজেপি । সেন্ট্রাল অ্যাভিনিউ, চাঁদনি চক, তালতলা, জানবাজার ও ডোরিনা ক্রসিংয়ের মতো জায়গায় পোস্টার-হোর্ডিং লাগিয়েছে গেরুয়া শিবির ৷ গণতন্ত্র প্রতিষ্ঠা সংকল্পের ডাক দেওয়া হয়েছে ওই পোস্টারে ৷ আর বিজেপির এই পোস্টার লাগানোর সমালোচনা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee slams BJP for violence anniversary poster in Kolkata) ।

তিনি বলেন, "বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে । সেটাকে ঢাকার জন্যই বর্ষপূর্তি পোস্টার দিয়ে মিথ্যা অভিযোগ করেছে । হিংসার কথা বলে কুৎসা ছড়াচ্ছে রাজ্য বিজেপি । বিজেপি শুধু পোস্টারের রাজনীতি করছে । তারা মিথ্যা অপবাদ দিতে পারে, এর বাইরে কিছু করতে পারে না ।" কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "রাজ্যপাল জগদীপ ধনকড়কে নেতা করে রাস্তায় নিয়ে প্রচার করুক বিজেপি । তবু তৃণমূল মানুষের আশীর্বাদে জয় পাবে । বারবার মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন ।"

বিজেপির কলকাতায় হিংসার বর্ষপূর্তির পোস্টারকে ধীক্কার কল্যাণের

শ্রীরামপুরে রাস্তা উদ্বোধন করতে এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন জগদীপ ধনকড়কেও এক হাত নেন ৷ তিনি বলেন, "রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির কথা যাঁরা বলে, তাঁরা পাগল ছাড়া আর কিছু নয় । একটা সরকার এসেছে বিপুল সমর্থন নিয়ে । কুৎসা করে 356 এনে দেবে, এরা জাজমেন্ট কিছু পড়েনি । এরাই রাষ্ট্রপতি শাসন তো উত্তরাখণ্ডে করেছিল । এদের মধ্যে যিনি সবচেয়ে বেশি কুচক্রী, যিনি নাটের গুরু, রাজভবনে বসে আছেন জগদীপ ধনকড় । ওখানে বসে বসে ওই এসব করছেন । উনি নিজেই জানেন হবে না । ধনকড় তো আইনজীবী, যদি হিম্মত থাকে করে দেখান ।"

আরও পড়ুন : Babul Supriyo Oath : জটিলতা অব্যাহত, অধ্যক্ষকে অপমান করে বাবুলকে শপথবাক্য পাঠ করাবেন না উপাধ্যক্ষ

শ্রীরামপুর, 1 মে : কলকাতায় ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তিতে পোস্টার ফেলেছে বিজেপি । সেন্ট্রাল অ্যাভিনিউ, চাঁদনি চক, তালতলা, জানবাজার ও ডোরিনা ক্রসিংয়ের মতো জায়গায় পোস্টার-হোর্ডিং লাগিয়েছে গেরুয়া শিবির ৷ গণতন্ত্র প্রতিষ্ঠা সংকল্পের ডাক দেওয়া হয়েছে ওই পোস্টারে ৷ আর বিজেপির এই পোস্টার লাগানোর সমালোচনা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee slams BJP for violence anniversary poster in Kolkata) ।

তিনি বলেন, "বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে । সেটাকে ঢাকার জন্যই বর্ষপূর্তি পোস্টার দিয়ে মিথ্যা অভিযোগ করেছে । হিংসার কথা বলে কুৎসা ছড়াচ্ছে রাজ্য বিজেপি । বিজেপি শুধু পোস্টারের রাজনীতি করছে । তারা মিথ্যা অপবাদ দিতে পারে, এর বাইরে কিছু করতে পারে না ।" কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "রাজ্যপাল জগদীপ ধনকড়কে নেতা করে রাস্তায় নিয়ে প্রচার করুক বিজেপি । তবু তৃণমূল মানুষের আশীর্বাদে জয় পাবে । বারবার মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন ।"

বিজেপির কলকাতায় হিংসার বর্ষপূর্তির পোস্টারকে ধীক্কার কল্যাণের

শ্রীরামপুরে রাস্তা উদ্বোধন করতে এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন জগদীপ ধনকড়কেও এক হাত নেন ৷ তিনি বলেন, "রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির কথা যাঁরা বলে, তাঁরা পাগল ছাড়া আর কিছু নয় । একটা সরকার এসেছে বিপুল সমর্থন নিয়ে । কুৎসা করে 356 এনে দেবে, এরা জাজমেন্ট কিছু পড়েনি । এরাই রাষ্ট্রপতি শাসন তো উত্তরাখণ্ডে করেছিল । এদের মধ্যে যিনি সবচেয়ে বেশি কুচক্রী, যিনি নাটের গুরু, রাজভবনে বসে আছেন জগদীপ ধনকড় । ওখানে বসে বসে ওই এসব করছেন । উনি নিজেই জানেন হবে না । ধনকড় তো আইনজীবী, যদি হিম্মত থাকে করে দেখান ।"

আরও পড়ুন : Babul Supriyo Oath : জটিলতা অব্যাহত, অধ্যক্ষকে অপমান করে বাবুলকে শপথবাক্য পাঠ করাবেন না উপাধ্যক্ষ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.