শ্রীরামপুর, 11 ফেব্রুয়ারি : দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধাচরণ করে এবং তাঁর ডায়মন্ড হারবার মডেলের বিরোধীতা করে সম্প্রতি একঘরে হয়ে গিয়েছিলেন তিনি ৷ দিনকয়েকের বিরতির পর ফের রাজনৈতিক ইস্যুতে মুখ খুললেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার শ্রীরামপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থী শুভপ্রসাদ ভট্টাচার্যের সমর্থনে প্রচারে এসে তৃণমূল সাংসদ বলেন, "শিরদাঁড়া সোজা করে দলের কর্মীদের পাশে থাকি আমি, কি করে বসে থাকি। পায়ে চোট লেগেছে কিন্তু অল্প দিন রয়েছে হাতে। ডাক্তারের নিষেধ রয়েছে। যতই অসুবিধা হোক না কেন কর্মীদের পাশে থেকে দলের প্রার্থীকে জেতানোর জন্য পুরসভা ভোটে প্রচারে বেরিয়েছি। আমার রাজনৈতিক ইতিহাস বলে আমি দীর্ঘদিন ধরে শিরদাঁড়া সোজা করে কর্মীদের পাশেই থাকি।"
পাশাপাশি দলের অন্দরে 'এক ব্যক্তি এক পদ’ নীতি নিয়ে যে টালবাহানা চলছে, সেই ইস্যুতেও নিজের অবস্থান স্পষ্ট করলেন শ্রীরামপুরের সাংসদ (Kalyan Banerjee reacts on One Man One Post controversy) ৷ তিনি জানান, 'এক ব্যক্তি এক পদ’ ইস্যু নিয়ে দলে এখনও কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। যাঁরা সোশ্যাল মিডিয়ায় এর সমর্থনে পোস্ট করছেন, তারা দলবিরোধী কাজ করছেন। সোশ্যাল মিডিয়ায় এই নীতির সমর্থনে যারা পোস্ট করছেন তাদের অবিলম্বে সেই পোস্ট সরাতে হবে বলে দাবি করেন কল্যাণ ৷
আরও পড়ুন : Kalyan Banerjee Controversy : শ্রীরামপুর নতুন সাংসদ চায়, কল্যাণের বিরুদ্ধে টুইট অভিষেকের ভাইয়ের
কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় তরজায় সরগরম হয়েছিল বঙ্গ-রাজনীতি ৷ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেই শুধু মানেন তিনি। মাঝে কিছু দিন দলের নির্দেশে সেই বিতর্ক থেমেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না-করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিয়ে বলেন, তাঁকে শিরদাঁড়া সোজা করে দলের কর্মীদের পাশে দাঁড়াতে হবে। এদিন যেন তারই পাল্টা দিলেন কল্যাণ ৷